ETV Bharat / state

ফের কলকাতা মেডিকেলে কোরোনায় আক্রান্ত চিকিৎসক সহ 4 - কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও দুই চিকিৎসক, একজন নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ পাশাপাশি হাসপাতালের এক কর্মীও আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা চারজনই কোরোনায় আক্রান্ত প্রসূতির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ৷

Corona
কলকাতা
author img

By

Published : Apr 23, 2020, 4:50 PM IST

কলকাতা, 23 এপ্রিল : এবার কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও দুই চিকিৎসক ও এক নার্স । হাসপাতালের একজন কর্মীও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও যে দুই চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন , তাঁরা ইন্টার্ন । তাঁরা প্রসূতি বিভাগে ডিউটি করেছেন । এই বিভাগেই সন্তান প্রসবের পর এক মহিলার শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মেলে ৷ কোরোনায় আক্রান্ত নার্স তাঁকে ইঞ্জেকশন দিয়েছিলেন । এছাড়া এই হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মী আক্রান্ত হয়েছেন । জানা গেছে, ওই প্রসূতি বিভাগেই ডিউটি করেছিলেন তিনি । গতকাল এই চার আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । কোরোনায় আক্রান্ত এই দুই চিকিৎসক এবং নার্সকে গতকাল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID & BG) হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই কর্মীও সংশ্লিষ্ট হাসপাতালে ভরতি আছেন ৷

21 এপ্রিল মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক এবং চার নার্সের রিপোর্ট পজ়িটিভ আসে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর , এই চার নার্সের মধ্যে তিনজন প্রসূতি বিভাগে ডিউটি করেছেন । অন্য এক নার্স এবং ওই ইন্টার্ন ডাক্তার অর্থোপেডিক বিভাগে ডিউটি করেছেন । 20 এপ্রিল এখানকারই চার চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এই চার চিকিৎসক প্রসূতি বিভাগে ডিউটি করেছেন । তার আগে 19 এপ্রিল মেডিকেলের তিন চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন । হাসপাতাল সূত্রে খবর , রবিবার এবং সোমবার মিলিয়ে কোরোনায় আক্রান্ত এই সাত চিকিৎসকের মধ্যে পাঁচ জনই ওই প্রসূতির সংস্পর্শে এসেছিলেন । বাকি দু'জন কোরোনায় আক্রান্ত মৃত দুই রোগীর সংস্পর্শে এসেছিলেন ।

হাসপাতাল সূত্রে খবর , কোরোনায় আক্রান্ত প্রসূতির সংস্পর্শে আসার জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিভাগের চার ইন্টার্ন ডাক্তার , দু'জন PGT ডাক্তার , একজন RMO এবং চার নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । সূত্রের খবর, ওই প্রসূতিকে ভরতি করানোর পর প্রথমে বোঝা যায়নি । পরে চিকিৎসকদের সন্দেহ হয় । তাই সিজ়ারিয়ান সেকশন করে প্রসূতির সন্তান প্রসবের সময় N95 মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE)-এর ব্যবহার হয়েছিল । যদিও , এই মাস্ক এবং PPE থাকা সত্ত্বেও এড়ানো যায়নি সংক্রমণের ঘটনা । সিজ়ারিয়ান সেকশনের আগে এই প্রসূতির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন এমন এক চিকিৎসকের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । ওই চিকিৎসকও PPE এবং N95 মাস্ক ব্যবহার করেছিলেন । তবে, সিজ়ারিয়ান সেকশনের আগে তিনি যখন এই প্রসূতির চিকিৎসা করেছেন , তখন তাঁর PPE ছিল না । যদিও, তাঁর ক্ষেত্রে কোরোনার কোনও উপসর্গ দেখা যায়নি ।

সূত্রের খবর, হাসপাতালে ভরতি হওয়ার পাঁচ দিন পর ওই প্রসূতির নমুনা পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছিল তিনি কোরোনায় আক্রান্ত । তার আগে প্রসূতি বিভাগের অনেক চিকিৎসক, নার্স তাঁর সংস্পর্শে এসেছিলেন । যার জেরে এখানকার এত বেশি সংখ্যক চিকিৎসক-নার্স কোরোনায় আক্রান্ত হয়ে পড়েছেন । এদিকে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে এভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায়, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে ।

কলকাতা, 23 এপ্রিল : এবার কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও দুই চিকিৎসক ও এক নার্স । হাসপাতালের একজন কর্মীও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও যে দুই চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন , তাঁরা ইন্টার্ন । তাঁরা প্রসূতি বিভাগে ডিউটি করেছেন । এই বিভাগেই সন্তান প্রসবের পর এক মহিলার শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মেলে ৷ কোরোনায় আক্রান্ত নার্স তাঁকে ইঞ্জেকশন দিয়েছিলেন । এছাড়া এই হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মী আক্রান্ত হয়েছেন । জানা গেছে, ওই প্রসূতি বিভাগেই ডিউটি করেছিলেন তিনি । গতকাল এই চার আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । কোরোনায় আক্রান্ত এই দুই চিকিৎসক এবং নার্সকে গতকাল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID & BG) হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই কর্মীও সংশ্লিষ্ট হাসপাতালে ভরতি আছেন ৷

21 এপ্রিল মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক এবং চার নার্সের রিপোর্ট পজ়িটিভ আসে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর , এই চার নার্সের মধ্যে তিনজন প্রসূতি বিভাগে ডিউটি করেছেন । অন্য এক নার্স এবং ওই ইন্টার্ন ডাক্তার অর্থোপেডিক বিভাগে ডিউটি করেছেন । 20 এপ্রিল এখানকারই চার চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এই চার চিকিৎসক প্রসূতি বিভাগে ডিউটি করেছেন । তার আগে 19 এপ্রিল মেডিকেলের তিন চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন । হাসপাতাল সূত্রে খবর , রবিবার এবং সোমবার মিলিয়ে কোরোনায় আক্রান্ত এই সাত চিকিৎসকের মধ্যে পাঁচ জনই ওই প্রসূতির সংস্পর্শে এসেছিলেন । বাকি দু'জন কোরোনায় আক্রান্ত মৃত দুই রোগীর সংস্পর্শে এসেছিলেন ।

হাসপাতাল সূত্রে খবর , কোরোনায় আক্রান্ত প্রসূতির সংস্পর্শে আসার জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিভাগের চার ইন্টার্ন ডাক্তার , দু'জন PGT ডাক্তার , একজন RMO এবং চার নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । সূত্রের খবর, ওই প্রসূতিকে ভরতি করানোর পর প্রথমে বোঝা যায়নি । পরে চিকিৎসকদের সন্দেহ হয় । তাই সিজ়ারিয়ান সেকশন করে প্রসূতির সন্তান প্রসবের সময় N95 মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE)-এর ব্যবহার হয়েছিল । যদিও , এই মাস্ক এবং PPE থাকা সত্ত্বেও এড়ানো যায়নি সংক্রমণের ঘটনা । সিজ়ারিয়ান সেকশনের আগে এই প্রসূতির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন এমন এক চিকিৎসকের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । ওই চিকিৎসকও PPE এবং N95 মাস্ক ব্যবহার করেছিলেন । তবে, সিজ়ারিয়ান সেকশনের আগে তিনি যখন এই প্রসূতির চিকিৎসা করেছেন , তখন তাঁর PPE ছিল না । যদিও, তাঁর ক্ষেত্রে কোরোনার কোনও উপসর্গ দেখা যায়নি ।

সূত্রের খবর, হাসপাতালে ভরতি হওয়ার পাঁচ দিন পর ওই প্রসূতির নমুনা পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছিল তিনি কোরোনায় আক্রান্ত । তার আগে প্রসূতি বিভাগের অনেক চিকিৎসক, নার্স তাঁর সংস্পর্শে এসেছিলেন । যার জেরে এখানকার এত বেশি সংখ্যক চিকিৎসক-নার্স কোরোনায় আক্রান্ত হয়ে পড়েছেন । এদিকে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে এভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায়, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.