ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত ফের 1 চিকিৎসকের মৃত্যু - কোরোনায় আক্রান্তহ হয়ে চিকিৎসকের মৃত্যু

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিনিয়র চিকিৎসকের । বয়স হয়েছিল 78 বছর । তাঁর কোমরবিডিটি ছিল ।

aa
মৃত্যু
author img

By

Published : Jul 31, 2020, 9:14 PM IST

কলকাতা, 31 জুলাই : COVID-19-এ আক্রান্ত হয়ে ফের এক সিনিয়র চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে তাঁর চিকিৎসা চলছিল । আজ সকালে তাঁর মৃত্যু হয়।


23 জুলাই COVID-19-এ আক্রান্ত 78 বছর বয়সি ওই সিনিয়র চিকিৎসককে হাসপাতালে ভরতি করানো হয়েছিল । তাঁর হৃদযন্ত্রের সমস্যা-সহ বিভিন্ন ধরনের কোমরবিডিটি ছিল । কয়েক মাস আগে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট-ও বসানো হয়েছিল । হাসপাতালে ভরতির পর থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়তে থাকে । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টেও রাখা হয় । তবে, চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । আজ সকাল 10টা 20 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় । তিনি একবালপুরে অবস্থিত বেসরকারি অন্য একটি হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।


সিনিয়র এই চিকিৎসককে নিয়ে এই রাজ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত COVID-19-এ আক্রান্ত হয়ে সাতজন চিকিৎসকের মৃত্যু হল । গত 19 জুলাই সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে কোরোনায় আক্রান্ত এক সিনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছিল । সত্তরোর্ধ্ব ওই চিকিৎসক কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর ফিজ়িকাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন । 19 জুলাই COVID-19-এ আক্রান্ত সত্তরোর্ধ্ব আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন । গত 17 জুলাই ইনফেকশাস ডিজ়িজেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে COVID-19-এ আক্রান্ত এক সিনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছিল ‌। বছর 70-এর ওই চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন । গত 25 জুন কোরোনা আক্রান্ত ষাটোর্ধ্ব এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । এর আগে সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে COVID-19-এ আক্রান্ত দুই চিকিৎসকের মৃত্যু হয়েছিল । তাঁদের মধ‍্যে একজন ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ।

কলকাতা, 31 জুলাই : COVID-19-এ আক্রান্ত হয়ে ফের এক সিনিয়র চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে তাঁর চিকিৎসা চলছিল । আজ সকালে তাঁর মৃত্যু হয়।


23 জুলাই COVID-19-এ আক্রান্ত 78 বছর বয়সি ওই সিনিয়র চিকিৎসককে হাসপাতালে ভরতি করানো হয়েছিল । তাঁর হৃদযন্ত্রের সমস্যা-সহ বিভিন্ন ধরনের কোমরবিডিটি ছিল । কয়েক মাস আগে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট-ও বসানো হয়েছিল । হাসপাতালে ভরতির পর থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়তে থাকে । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টেও রাখা হয় । তবে, চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । আজ সকাল 10টা 20 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় । তিনি একবালপুরে অবস্থিত বেসরকারি অন্য একটি হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।


সিনিয়র এই চিকিৎসককে নিয়ে এই রাজ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত COVID-19-এ আক্রান্ত হয়ে সাতজন চিকিৎসকের মৃত্যু হল । গত 19 জুলাই সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে কোরোনায় আক্রান্ত এক সিনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছিল । সত্তরোর্ধ্ব ওই চিকিৎসক কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর ফিজ়িকাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন । 19 জুলাই COVID-19-এ আক্রান্ত সত্তরোর্ধ্ব আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন । গত 17 জুলাই ইনফেকশাস ডিজ়িজেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে COVID-19-এ আক্রান্ত এক সিনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছিল ‌। বছর 70-এর ওই চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন । গত 25 জুন কোরোনা আক্রান্ত ষাটোর্ধ্ব এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । এর আগে সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে COVID-19-এ আক্রান্ত দুই চিকিৎসকের মৃত্যু হয়েছিল । তাঁদের মধ‍্যে একজন ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.