কলকাতা,25 জুন: COVID-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল এ রাজ্যে। হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি COVID হাসপাতালে বৃহস্পতিবার বিকালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত এই চিকিৎসককে COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধের এক শহিদ হিসাবে যাতে ঘোষণা করে রাজ্য সরকার, তার জন্য দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
এর আগে COVID-19-এ আক্রান্ত আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে এ রাজ্যে। এই দুই চিকিৎসকের মধ্যে একজন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন। COVID-19-এ ইতিমধ্যে এই রাজ্যে নার্স এবং স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার COVID-19-এ আক্রান্ত যে চিকিৎসকের মৃত্যু হল , তিনি হাওড়ার বাসিন্দা । জানা গিয়েছে, শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় ষাটোর্ধ্ব এই চিকিৎসককে কয়েক দিন আগে হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে, তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হয়। প্রথমবার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছিল। দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে দেখা যায় এই চিকিৎসকের COVID-19 পজিটিভ। এর পরে বেসরকারি ওই হাসপাতাল থেকে এই চিকিৎসককে স্থানান্তর করা হয় হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি COVID হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার বিকালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।
COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধে মৃত চিকিৎসককে যাতে কোভিডের শহিদ হিসাবে রাজ্য সরকার ঘোষণা করার দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের । এই রকম কঠিন সময়ে মৃত এই চিকিৎসকের পরিবার যাতে সব ধরনের সহায়তা পায়, তা নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠন।
কোরোনায় রাজ্যে চিকিৎসকের মৃত্যু, কোভিড-শহিদ ঘোষণার দাবি - covid-19
কলকাতায় কোরোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে মোট তিনজন চিকিৎসকের মৃত্যু হল ৷
![কোরোনায় রাজ্যে চিকিৎসকের মৃত্যু, কোভিড-শহিদ ঘোষণার দাবি another doctor died](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7771116-805-7771116-1593098632236.jpg?imwidth=3840)
কলকাতা,25 জুন: COVID-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল এ রাজ্যে। হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি COVID হাসপাতালে বৃহস্পতিবার বিকালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত এই চিকিৎসককে COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধের এক শহিদ হিসাবে যাতে ঘোষণা করে রাজ্য সরকার, তার জন্য দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
এর আগে COVID-19-এ আক্রান্ত আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে এ রাজ্যে। এই দুই চিকিৎসকের মধ্যে একজন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন। COVID-19-এ ইতিমধ্যে এই রাজ্যে নার্স এবং স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার COVID-19-এ আক্রান্ত যে চিকিৎসকের মৃত্যু হল , তিনি হাওড়ার বাসিন্দা । জানা গিয়েছে, শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় ষাটোর্ধ্ব এই চিকিৎসককে কয়েক দিন আগে হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে, তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হয়। প্রথমবার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছিল। দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে দেখা যায় এই চিকিৎসকের COVID-19 পজিটিভ। এর পরে বেসরকারি ওই হাসপাতাল থেকে এই চিকিৎসককে স্থানান্তর করা হয় হাওড়ায় অবস্থিত বেসরকারি একটি COVID হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার বিকালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।
COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধে মৃত চিকিৎসককে যাতে কোভিডের শহিদ হিসাবে রাজ্য সরকার ঘোষণা করার দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের । এই রকম কঠিন সময়ে মৃত এই চিকিৎসকের পরিবার যাতে সব ধরনের সহায়তা পায়, তা নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠন।