ETV Bharat / state

PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

একনাগাড়ে প্রবল বৃষ্টি আর ডিভিসির জল ছাড়া, দুইয়ের প্রভাবে রাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চল কার্যত জলের তলায় ৷ ঘরছাড়া বহু মানুষ ৷ বুধবার মুখ্যমন্ত্রী বন্যাকবলিত উদয়নারায়ণপুরে যান ৷ প্রধানমন্ত্রী নিজে ফোন করেন মুখ্যমন্ত্রীকে ৷ তার পর ক্ষতিপূরণ ঘোষণা পিএমও ইন্ডিয়ার টুইটারে ৷

প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণা
প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণা
author img

By

Published : Aug 5, 2021, 10:15 AM IST

নয়া দিল্লি, 5 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা শুনে ক্ষতিপূরণের (Ex-Gratia) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল পিএমএনআরএফ (Pradhan Mantri National Relief Fund, PMNRF) থেকে বন্যায় মৃত ব্যক্তির আত্মীয়কে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল পিএমও ইন্ডিয়া (PMO India) ৷

প্রবল বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে গিয়েছে হাওড়ার উদয়নায়ারণপুর-সহ বেশ কিছু অঞ্চল, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও অন্য জেলা ৷ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শনে যান ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব ৷ মুখ্যমন্ত্রী এই বন্যাকে "ম্যান মেড" বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন ৷ অভিযোগ করেছেন ডিভিসি (Damodar Valley Corporation, DVC) রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে, আর ডিভিসি-র খাল সংস্কারের ব্যবস্থা করা উচিত কেন্দ্রীয় সরকারের ৷ অভিনেতা-সাংসদ দেবও ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন ৷ এমনকি প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটালের বন্যা আটকানোর মাস্টার প্ল্যান রূপায়িত হবে না ৷ উল্লেখ্য প্রতি বছর বানভাসি অবস্থা হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বর্তমানে রাজ্যের বন্যাপ্লাবিত অঞ্চলের বহু বহু মানুষ ঘরছাড়া ৷

  • An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to flooding in parts of West Bengal. The injured would be given Rs. 50,000.

    — PMO India (@PMOIndia) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্য়মন্ত্রীকে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে জানতে চান ৷ তিনি মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ ফোনে মুখ্যমন্ত্রী ডিভিসি-র জল ছাড়া নিয়ে অভিযোগ জানান প্রধামন্ত্রীর কাছে ৷ আর তাই এটা "ম্যান মেড" বলেও উল্লেখ করেন ৷ তার পর গতকাল প্রধানমন্ত্রী এই ক্ষতিপূরণের ঘোষণা করেন ৷ মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের কথা জানালেও রাজ্যকে আর্থিক সাহায্য়ের কোনও ঘোষণা করেননি প্রধানমন্ত্রী ৷

নয়া দিল্লি, 5 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা শুনে ক্ষতিপূরণের (Ex-Gratia) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল পিএমএনআরএফ (Pradhan Mantri National Relief Fund, PMNRF) থেকে বন্যায় মৃত ব্যক্তির আত্মীয়কে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল পিএমও ইন্ডিয়া (PMO India) ৷

প্রবল বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে গিয়েছে হাওড়ার উদয়নায়ারণপুর-সহ বেশ কিছু অঞ্চল, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও অন্য জেলা ৷ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শনে যান ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব ৷ মুখ্যমন্ত্রী এই বন্যাকে "ম্যান মেড" বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন ৷ অভিযোগ করেছেন ডিভিসি (Damodar Valley Corporation, DVC) রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে, আর ডিভিসি-র খাল সংস্কারের ব্যবস্থা করা উচিত কেন্দ্রীয় সরকারের ৷ অভিনেতা-সাংসদ দেবও ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন ৷ এমনকি প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটালের বন্যা আটকানোর মাস্টার প্ল্যান রূপায়িত হবে না ৷ উল্লেখ্য প্রতি বছর বানভাসি অবস্থা হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বর্তমানে রাজ্যের বন্যাপ্লাবিত অঞ্চলের বহু বহু মানুষ ঘরছাড়া ৷

  • An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to flooding in parts of West Bengal. The injured would be given Rs. 50,000.

    — PMO India (@PMOIndia) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্য়মন্ত্রীকে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে জানতে চান ৷ তিনি মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ ফোনে মুখ্যমন্ত্রী ডিভিসি-র জল ছাড়া নিয়ে অভিযোগ জানান প্রধামন্ত্রীর কাছে ৷ আর তাই এটা "ম্যান মেড" বলেও উল্লেখ করেন ৷ তার পর গতকাল প্রধানমন্ত্রী এই ক্ষতিপূরণের ঘোষণা করেন ৷ মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের কথা জানালেও রাজ্যকে আর্থিক সাহায্য়ের কোনও ঘোষণা করেননি প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.