ETV Bharat / state

Anita Bose Pfaff on RSS: 'নেতাজির আদর্শ আর আরএসেএসের নীতি এক নয়, সম্পূর্ণ আলাদা', বললেন অনিতা - বিজেপি

নেতাজির জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) পালন করবে আরএসএস ও বিজেপি ৷ তার ঠিক আগে গেরুয়াশিবির সম্পর্কে কী বললেন নেতাজির কন্যা অনিতা বসু পাফ (Anita Bose Pfaff) ?

Anita Bose Pfaff says RSS and BJP ideology is not the same of Netaji Subhas Chandra Bose ideals
ফাইল ছবি
author img

By

Published : Jan 21, 2023, 8:29 PM IST

Updated : Jan 23, 2023, 3:30 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: রাজ্যে আর কিছুদিন পরই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগে বাঙালির নেতাজি আবেগকে হাতিয়ার করে প্রচারের ময়দানে নামতে মরিয়া গেরুয়া শিবির ৷ বিজেপি তো বটেই, নেতাজিকে নিয়ে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আরএসএসও ! যা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মেয়ে অনিতা বসু পাফ (Anita Bose Pfaff) ৷ তাঁর সাফ কথা, "আরএসএস এবং নেতাজির আদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর ৷ এই দুই নীতি কখনওই এক হতে পারে না ৷"

ওয়াকিবহাল মহলের মতে, স্বয়ং নেতাজি-কন্য়ার এমন বয়ান আরএসএসের অস্বস্তি বাড়াবে ৷ এদিকে, আগামী 23 জানুয়ারি রীতিমতো ধুমধাম করে নেতাজি জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে আরএসএস ৷ তাদের এই উদ্যোগকে যে অনিতা ভালো চোখে দেখছেন না, তাঁর এই মন্তব্য থেকেই সেটা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন: সংরক্ষিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় ভারত ও জাপান সরকারের দ্বারস্থ হবেন নেতাজি কন্যা

পামেলা এখানেই থেমে থাকেননি ৷ তিনি মনে করেন, বিজেপি এবং আরএসএস নিজেদের স্বার্থপূরণের জন্যই নেতাজি জন্মজয়ন্তী পালন করছে ৷ এতে তাদের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা কিছুটা হলেও পূরণ হতে পারে বলে মনে করেন অনিতা ৷ একইসঙ্গে তিনি বলেন, যদি নেতাজির নীতি ও আদর্শের কথাই বলতে হয়, তাহলে ভারতের অন্য়ান্য রাজনৈতিক দলের তুলনায় কংগ্রেসের নীতিই নেতাজির আদর্শের সঙ্গে সবথেকে বেশি মেলে ৷

এদিকে, আরএসএস সূত্রে জানা গিয়েছে, নেতাজির জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত ৷ ওই অনুষ্ঠানে একটি জনসভাও করবেন তিনি ৷

আরএসএসের এই উদ্যোগের কথা জানার পর নেতাজির কন্যা বলেন, আরএসএস যে নীতি নিয়ে চলে, তার সঙ্গে নেতাজির আদর্শ একেবারেই মেলে না ৷ নেতাজি নিজে একজন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন ৷ কিন্তু, একইসঙ্গে তিনি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতেন এবং সকল ধর্মের সমন্বয় সাধনের পক্ষপাতী ছিলেন ৷ তাঁর মধ্যে কোনও ধর্মীয় গোঁড়ামি ছিল না ৷ কিন্তু, আরএসএসের চরিত্র এমনটা নয় ৷ অনিতা এই প্রসঙ্গে একটি সহজ বিভাজন করেছেন ৷ তাঁর কথায়, "নেতাজির আদর্শ কখনই বিজেপি বা আরএসএসের মধ্যে প্রতিফলিত হয় না ৷ আপনি যদি খুব সহজভাবে বিষয়টিকে বুঝতে চান, তাহলে বলতে হবে, ওরা (বিজেপি ও আরএসএস) যদি দক্ষিণপন্থী হন, তাহলে নেতাজি ছিলেন একজন বামপন্থী ৷"

কলকাতা, 21 জানুয়ারি: রাজ্যে আর কিছুদিন পরই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগে বাঙালির নেতাজি আবেগকে হাতিয়ার করে প্রচারের ময়দানে নামতে মরিয়া গেরুয়া শিবির ৷ বিজেপি তো বটেই, নেতাজিকে নিয়ে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আরএসএসও ! যা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মেয়ে অনিতা বসু পাফ (Anita Bose Pfaff) ৷ তাঁর সাফ কথা, "আরএসএস এবং নেতাজির আদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর ৷ এই দুই নীতি কখনওই এক হতে পারে না ৷"

ওয়াকিবহাল মহলের মতে, স্বয়ং নেতাজি-কন্য়ার এমন বয়ান আরএসএসের অস্বস্তি বাড়াবে ৷ এদিকে, আগামী 23 জানুয়ারি রীতিমতো ধুমধাম করে নেতাজি জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে আরএসএস ৷ তাদের এই উদ্যোগকে যে অনিতা ভালো চোখে দেখছেন না, তাঁর এই মন্তব্য থেকেই সেটা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন: সংরক্ষিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় ভারত ও জাপান সরকারের দ্বারস্থ হবেন নেতাজি কন্যা

পামেলা এখানেই থেমে থাকেননি ৷ তিনি মনে করেন, বিজেপি এবং আরএসএস নিজেদের স্বার্থপূরণের জন্যই নেতাজি জন্মজয়ন্তী পালন করছে ৷ এতে তাদের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা কিছুটা হলেও পূরণ হতে পারে বলে মনে করেন অনিতা ৷ একইসঙ্গে তিনি বলেন, যদি নেতাজির নীতি ও আদর্শের কথাই বলতে হয়, তাহলে ভারতের অন্য়ান্য রাজনৈতিক দলের তুলনায় কংগ্রেসের নীতিই নেতাজির আদর্শের সঙ্গে সবথেকে বেশি মেলে ৷

এদিকে, আরএসএস সূত্রে জানা গিয়েছে, নেতাজির জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত ৷ ওই অনুষ্ঠানে একটি জনসভাও করবেন তিনি ৷

আরএসএসের এই উদ্যোগের কথা জানার পর নেতাজির কন্যা বলেন, আরএসএস যে নীতি নিয়ে চলে, তার সঙ্গে নেতাজির আদর্শ একেবারেই মেলে না ৷ নেতাজি নিজে একজন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন ৷ কিন্তু, একইসঙ্গে তিনি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতেন এবং সকল ধর্মের সমন্বয় সাধনের পক্ষপাতী ছিলেন ৷ তাঁর মধ্যে কোনও ধর্মীয় গোঁড়ামি ছিল না ৷ কিন্তু, আরএসএসের চরিত্র এমনটা নয় ৷ অনিতা এই প্রসঙ্গে একটি সহজ বিভাজন করেছেন ৷ তাঁর কথায়, "নেতাজির আদর্শ কখনই বিজেপি বা আরএসএসের মধ্যে প্রতিফলিত হয় না ৷ আপনি যদি খুব সহজভাবে বিষয়টিকে বুঝতে চান, তাহলে বলতে হবে, ওরা (বিজেপি ও আরএসএস) যদি দক্ষিণপন্থী হন, তাহলে নেতাজি ছিলেন একজন বামপন্থী ৷"

Last Updated : Jan 23, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.