কলকাতা, 27 এপ্রিল: সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস এবার সিপিআইএম ছাড়লেন (Ajanta Biswas left CPIM) । সম্পূর্ণ বাম ঘরানায় মানুষ হওয়া মেধাবী ছাত্রী তথা অধ্যাপিকা এ বছর নতুন করে তাঁর সদস্যপদ নবীকরণ করেননি ।
সিপিআইএমের কলকাতা জেলার অধ্যাপক শাখার সদস্য ছিলেন অজন্তা । ফলে খুব স্বাভাবিক ভাবেই একথা বলাই যায় তিনি আর রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল সিপিএমের সঙ্গে যুক্ত থাকতে চান না । এমনিতেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'য় কলম ধরার জন্য সিপিএম তথা আলিমুদ্দিনের নেতাদের রোষে পড়েছিলেন তিনি । তাঁকে নিয়ে দলের মধ্যে কম জলঘোলা হয়নি । 'জাগো বাংলা'য় লেখার জন্য তাঁকে সাসপেন্ড পর্যন্ত করা হয় । সেই সাসপেনশন মিটে গেলেও তিনি তাঁর সদস্যপদ পুনর্নবীকরণ করেননি । তিনি এই মুহূর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা । প্রায় 20 বছর ধরে দলের সদস্য ছিলেন তিনি । সদস্যপদ পুনর্নবীকরণ না করায় তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হল সিপিআইএমের । তবে দলের তরফ থেকে এমনটাও জানানো হয়েছে আগামী দিনে চাইলে অজন্তা বিশ্বাস আবার দলের সদস্য পদ নিতেই পারেন ।
আরও পড়ুন : তৃণমূল প্রার্থীর পায়ের তলার মাটি সরে গিয়েছে, মন্তব্য সায়রা শাহ হালিমের
প্রসঙ্গত, অনিল বিশ্বাসের কন্যার সিপিআইএম ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে এবিষয়ে রাত পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । একইভাবে রাজ্য বা জেলা সিপিআইএমের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি । তবে রাজনৈতিক মহলে যে কথা শোনা যাচ্ছে, প্রবন্ধ লেখার কারণে দল যেভাবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এতেই বীতশ্রদ্ধ হয়ে তিনি নতুন করে তাঁর সদস্যপদ নবীকরণ করাননি । ফলে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের পরিবারের সঙ্গেও একরকমভাবে সিপিএমের সম্পর্ক ছিন্ন হলই বলা চলে ।