ETV Bharat / state

শুক্রবার নৈহাটিতে NRC বিরোধী আন্দোলন, ঘোষণা মমতার - নৈহাটিতে আগামীকাল জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী ও নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার জানিয়ে দিচ্ছেন তাঁর রাজ্যে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । আজ তিনি ঘোষণা করেন, নৈহাটিতে NRC ও CAA বিরোধী আন্দোলন করবেন

mamata
মমতা
author img

By

Published : Dec 26, 2019, 9:33 PM IST

কলকাতা , 26 ডিসেম্বর : নৈহাটিতে আগামীকাল জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস । নেতৃত্ব দেবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ মল্লিক বাজারের সভায় এই ঘোষণা করেন তিনি । পাশাপাশি তিনি জানান, 28 ডিসেম্বর রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে NRC বিরোধী ধরনা-বিক্ষোভ কর্মসূচি করবে তৃণমূল ।

জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিকবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । আজ তিনি ঘোষণা করেন, কর্নাটকের মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভের সময় নিহত 2 জনের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ 19 ডিসেম্বর মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৷

আজ মিছিল শুরুর আগে রাজাবাজারে CAA বিরোধী মঞ্চ থেকে কড়া বার্তা দেন মমতা ৷ তিনি ফের জানান, বাংলায় CAA , NRC কার্যকর হতে দেবেন না ৷ বলেন, "আমার আন্দোলন চলছে ৷ আমরা শান্তিতে আন্দোলন করব ৷ বিশ্বাস রাখুন ৷ আমাদের দল সংসদে লড়াই করেছে ৷ যতদিন জীবন আছে ততদিন লড়াই করব ৷" জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গ টেনে বলেন, "দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে ৷ তাঁদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷" কেন ছাত্রদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে আজ সভামঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন মমতা ৷ পাশাপাশি মমতা CAA ও NRC বিরোধী আন্দোলনে তৃণমূলের আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন । তিনি জানান, আগামীকাল নৈহাটিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল হবে । এছাড়া 30 ডিসেম্বর পুরুলিয়ায় ও 3 জানুয়ারি শিলিগুড়িতে মিছিল হবে । প্রতিটি মিছিলেই নেতৃত্ব দেবেন মমতা ।

আজ CAA ও NRC বিরোধী মিছিল শেষ হয় মল্লিকবাজারে । সেখানে প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বলেন, "অসমে NRC-র জেরে 40 লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা মারা গেলেন ৷ মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের লখনউ বিমানবন্দরের বাইরে বের হতে দেয়নি (সেই রাজ্যের পুলিশ) ৷ 144 ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷" BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "শান্তিপূর্ণ আন্দোলন নষ্টের চক্রান্ত করছে BJP ৷ তাদের পাতা ফাঁদে পা দেবেন না ৷

কলকাতা , 26 ডিসেম্বর : নৈহাটিতে আগামীকাল জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস । নেতৃত্ব দেবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ মল্লিক বাজারের সভায় এই ঘোষণা করেন তিনি । পাশাপাশি তিনি জানান, 28 ডিসেম্বর রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে NRC বিরোধী ধরনা-বিক্ষোভ কর্মসূচি করবে তৃণমূল ।

জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিকবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । আজ তিনি ঘোষণা করেন, কর্নাটকের মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভের সময় নিহত 2 জনের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ 19 ডিসেম্বর মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৷

আজ মিছিল শুরুর আগে রাজাবাজারে CAA বিরোধী মঞ্চ থেকে কড়া বার্তা দেন মমতা ৷ তিনি ফের জানান, বাংলায় CAA , NRC কার্যকর হতে দেবেন না ৷ বলেন, "আমার আন্দোলন চলছে ৷ আমরা শান্তিতে আন্দোলন করব ৷ বিশ্বাস রাখুন ৷ আমাদের দল সংসদে লড়াই করেছে ৷ যতদিন জীবন আছে ততদিন লড়াই করব ৷" জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গ টেনে বলেন, "দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে ৷ তাঁদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷" কেন ছাত্রদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে আজ সভামঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন মমতা ৷ পাশাপাশি মমতা CAA ও NRC বিরোধী আন্দোলনে তৃণমূলের আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন । তিনি জানান, আগামীকাল নৈহাটিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল হবে । এছাড়া 30 ডিসেম্বর পুরুলিয়ায় ও 3 জানুয়ারি শিলিগুড়িতে মিছিল হবে । প্রতিটি মিছিলেই নেতৃত্ব দেবেন মমতা ।

আজ CAA ও NRC বিরোধী মিছিল শেষ হয় মল্লিকবাজারে । সেখানে প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বলেন, "অসমে NRC-র জেরে 40 লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা মারা গেলেন ৷ মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের লখনউ বিমানবন্দরের বাইরে বের হতে দেয়নি (সেই রাজ্যের পুলিশ) ৷ 144 ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷" BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "শান্তিপূর্ণ আন্দোলন নষ্টের চক্রান্ত করছে BJP ৷ তাদের পাতা ফাঁদে পা দেবেন না ৷

Intro:কলকাতা, ২৬ ডিসেম্বর: NRC না করার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে আজ আরও একবার ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি জানিয়ে দিলেন সামনের আন্দোলন কর্মসূচির রূপরেখা। পাশাপাশি কর্ণাটকে মৃত আন্দোলনকারীদের পরিবারের পাশে তাঁর দল দাঁড়াবে বলেও মল্লিক বাজারের সভা মঞ্চ থেকে বললেন মমতা ।


Body:আজ রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত CAA এবং NRC বিরোধী প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মিছিল শেষে মল্লিক বাজারের সভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সুর চড়িয় NRC নিয়ে শেষ দেখার বার্তা দেন। লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি। পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন মমতা। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী কাল নৈহাটিতে প্রতিবাদ আন্দোলন করতে যাবেন তিনি। ২৮ ডিসেম্বর রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে NRC বিরোধী ধর্না - বিক্ষোভ কর্মসূচি হবে। ৩০ ডিসেম্বর পুরুলিয়াতে প্রতিবাদ মিছিল করবেন। এর পরে কলকাতায় ফিরে যাবেন শিলিগুড়িতে। আগামী ৩ ডিসেম্বর শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করবেন তিনি । অন্যদিকে, কর্নাটকের আন্দোলনকারী মৃত পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মমতা। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছ থেকে মৃত পরিবার কোনও সাহায্য পায়নি বলে তোপ দাগেন তিনি। দলীয় প্রতিনিধি পাঠিয়ে মৃত পরিবারদের আর্থিক সাহায্য করার আশ্বাস দেন মমতা।


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.