কলকাতা , 26 ডিসেম্বর : নৈহাটিতে আগামীকাল জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস । নেতৃত্ব দেবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ মল্লিক বাজারের সভায় এই ঘোষণা করেন তিনি । পাশাপাশি তিনি জানান, 28 ডিসেম্বর রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে NRC বিরোধী ধরনা-বিক্ষোভ কর্মসূচি করবে তৃণমূল ।
জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিকবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । আজ তিনি ঘোষণা করেন, কর্নাটকের মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভের সময় নিহত 2 জনের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ 19 ডিসেম্বর মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৷
আজ মিছিল শুরুর আগে রাজাবাজারে CAA বিরোধী মঞ্চ থেকে কড়া বার্তা দেন মমতা ৷ তিনি ফের জানান, বাংলায় CAA , NRC কার্যকর হতে দেবেন না ৷ বলেন, "আমার আন্দোলন চলছে ৷ আমরা শান্তিতে আন্দোলন করব ৷ বিশ্বাস রাখুন ৷ আমাদের দল সংসদে লড়াই করেছে ৷ যতদিন জীবন আছে ততদিন লড়াই করব ৷" জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গ টেনে বলেন, "দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে ৷ তাঁদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷" কেন ছাত্রদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে আজ সভামঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন মমতা ৷ পাশাপাশি মমতা CAA ও NRC বিরোধী আন্দোলনে তৃণমূলের আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন । তিনি জানান, আগামীকাল নৈহাটিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল হবে । এছাড়া 30 ডিসেম্বর পুরুলিয়ায় ও 3 জানুয়ারি শিলিগুড়িতে মিছিল হবে । প্রতিটি মিছিলেই নেতৃত্ব দেবেন মমতা ।
আজ CAA ও NRC বিরোধী মিছিল শেষ হয় মল্লিকবাজারে । সেখানে প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বলেন, "অসমে NRC-র জেরে 40 লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা মারা গেলেন ৷ মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের লখনউ বিমানবন্দরের বাইরে বের হতে দেয়নি (সেই রাজ্যের পুলিশ) ৷ 144 ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷" BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "শান্তিপূর্ণ আন্দোলন নষ্টের চক্রান্ত করছে BJP ৷ তাদের পাতা ফাঁদে পা দেবেন না ৷