ETV Bharat / state

West Bengal Weather Update: শক্তি বাড়াল নিম্নচাপ, আজ থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভবনা - বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

আগামী 48 ঘণ্টায় বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে (West Bengal Weather Update)। এর প্রভাবে 9,10 ও 11 তারিখ অর্থাৎ আজ-কাল-পরশু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।

West Bengal Weather Update
শক্তি বৃদ্ধি নিম্নচাপের, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
author img

By

Published : Aug 8, 2022, 6:57 AM IST

কলকাতা, 8 অগস্ট: মেঘের ঘনঘটা আকাশ জুড়ে । কালো আকাশে বৃষ্টি দেয় উঁকি । কিন্তু তার নাতিদীর্ঘ অবস্থানে বর্ষার প্রত্যাশিত ছবি ধরা পড়ে না । তাপমাত্রার পারদ যদিও বা নিম্নমুখী হয় কিন্তু গরমের অস্বস্তি দূর হয় না । রবিবার থেকে নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা বৃদ্ধি করে । নতুন সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে (West Bengal Weather Update) ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও নিম্নচাপের শক্তি বৃদ্ধির কথা এবং বৃষ্টির জোরালো পূর্বাভাস । বলছেন, "শনিবার যে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছিল তার বর্তমান অবস্থান বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে । এই নিম্নচাপের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে । আগামী 48 ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে । এর প্রভাবে 9,10 ও 11 তারিখ অর্থাৎ আজ-কাল-পরশু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।

শক্তি বৃদ্ধি নিম্নচাপের, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিশেষ করে উপকূলে জেলাগুলো দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে । মৎস্যজীবিদের জন্য 8 থেকে 11 তারিখ অর্থাৎ আজ থেকে চারদিন সমুদ্র যেতে মানা করা হয়েছে । উপকূলে জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 থেকে 5 দিন হালকা বৃষ্টি হবে এবং তাপমাত্রা খানিকটা বাড়বে । কলকাতায় 9 এবং 10 অর্থাৎ আগামিকাল এবং পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।"

আরও পড়ুন: ছুটির দিনেও অর্থ ব্যয়ের সম্ভাবনা কাদের কেমন জানুন রাশিফলে

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস । এটি স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আদ্রতা 90 শতাংশ হওয়ায় আদ্রতাজনিত গরমে অস্বস্তি ছিল । সোমবার দিনের আকাশ মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 8 অগস্ট: মেঘের ঘনঘটা আকাশ জুড়ে । কালো আকাশে বৃষ্টি দেয় উঁকি । কিন্তু তার নাতিদীর্ঘ অবস্থানে বর্ষার প্রত্যাশিত ছবি ধরা পড়ে না । তাপমাত্রার পারদ যদিও বা নিম্নমুখী হয় কিন্তু গরমের অস্বস্তি দূর হয় না । রবিবার থেকে নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা বৃদ্ধি করে । নতুন সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে (West Bengal Weather Update) ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও নিম্নচাপের শক্তি বৃদ্ধির কথা এবং বৃষ্টির জোরালো পূর্বাভাস । বলছেন, "শনিবার যে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছিল তার বর্তমান অবস্থান বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে । এই নিম্নচাপের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে । আগামী 48 ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে । এর প্রভাবে 9,10 ও 11 তারিখ অর্থাৎ আজ-কাল-পরশু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।

শক্তি বৃদ্ধি নিম্নচাপের, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিশেষ করে উপকূলে জেলাগুলো দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে । মৎস্যজীবিদের জন্য 8 থেকে 11 তারিখ অর্থাৎ আজ থেকে চারদিন সমুদ্র যেতে মানা করা হয়েছে । উপকূলে জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 থেকে 5 দিন হালকা বৃষ্টি হবে এবং তাপমাত্রা খানিকটা বাড়বে । কলকাতায় 9 এবং 10 অর্থাৎ আগামিকাল এবং পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।"

আরও পড়ুন: ছুটির দিনেও অর্থ ব্যয়ের সম্ভাবনা কাদের কেমন জানুন রাশিফলে

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস । এটি স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আদ্রতা 90 শতাংশ হওয়ায় আদ্রতাজনিত গরমে অস্বস্তি ছিল । সোমবার দিনের আকাশ মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.