ETV Bharat / state

Amit Shah: বঙ্গ সফরে আসছেন না অমিত শাহ, চূড়ান্ত নয় পরবর্তী দিনক্ষণ

author img

By

Published : Jan 3, 2023, 5:18 PM IST

আগামী 17 জানুয়ারি বীরভূম ও হুগলি সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ কিন্তু আপাতত সেই সফর বাতিল হয়েছে বলে বঙ্গ বিজেপি সূত্রে খবর (Amit Shah Bengal visit cancelled) ৷

ETV Bharat
রাজ্য সফরে আসছেন না অমিত শাহ

কলকাতা, 3 জানুয়ারি: আপাতত রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্র মারফৎ । সোমবার বীরভূমের সিউড়িতে দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পঞ্চায়ত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে রাজ্যে একাধিক সভা করবেন অমিত শাহ (Amit Shah) । 17 জানুয়ারি সিউড়ি ও আরামবাগে অমিত শাহ সভা করবেন বলে গতকাল দাবি করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট ৷

কিন্তু আপাতত স্থগিত হয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর । তাঁর সম্ভাব্য সফরসূচি তৈরি হয়ে যাওয়ার পরেও কেন বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর? জানা গিয়েছে, দিল্লিতে কিছু সাংগঠনিক কাজের জন্য আপাতত রাজ্যে আসছেন না শাহ । চলতি মাসের অন্যকোনও দিন তিনি বাংলায় আসবেন কি না, তাও চূড়ান্ত নয় (Amit Shah Bengal Visit postponed) ৷

আরও পড়ুন: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । আর তারপরেই 2024 এর লোকসভা নির্বাচন । তাই দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এবং বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে রাজ্যে নিয়ে আসতে চাইছে বঙ্গ বিজেপি ৷ সেই সূত্রেই অমিত শাহের এই 2টি সভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল ৷ তাঁর এবারের সফরের কর্মসূচিও একরকম প্রস্তুত হয়ে গিয়েছিল । 17 তারিখ বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বঙ্গ সফর শুরু করার কথা ছিল অমিত শাহর । তারপর সিউড়িতে একটি জনসভা করার কথা ছিল ৷ এরপর তাঁর হুগলির তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আরামবাগে দ্বিতীয় সভা করার কথা ঠিক হয় । কিন্তু আপাতত সেই পরিকল্পনায় দাঁড়ি পড়ল (Amit Shah Bengal visit cancelled) ৷

প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । গত মাসের 16 তারিখে কলকাতায় এসেছিলেন তিনি । পরেরদিন নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেন তিনি ৷ তবে 16 ডিসেম্বর রাতে নেতাজি সুভাষ বিমানবন্দরে নেবে তিনি সোজা চলে গিয়েছিলেন বঙ্গ বিজেপির মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে । সেখানে তিনি রাজ্য বিজেপি নেতৃত্ব ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন ৷

কলকাতা, 3 জানুয়ারি: আপাতত রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্র মারফৎ । সোমবার বীরভূমের সিউড়িতে দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পঞ্চায়ত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে রাজ্যে একাধিক সভা করবেন অমিত শাহ (Amit Shah) । 17 জানুয়ারি সিউড়ি ও আরামবাগে অমিত শাহ সভা করবেন বলে গতকাল দাবি করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট ৷

কিন্তু আপাতত স্থগিত হয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর । তাঁর সম্ভাব্য সফরসূচি তৈরি হয়ে যাওয়ার পরেও কেন বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর? জানা গিয়েছে, দিল্লিতে কিছু সাংগঠনিক কাজের জন্য আপাতত রাজ্যে আসছেন না শাহ । চলতি মাসের অন্যকোনও দিন তিনি বাংলায় আসবেন কি না, তাও চূড়ান্ত নয় (Amit Shah Bengal Visit postponed) ৷

আরও পড়ুন: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । আর তারপরেই 2024 এর লোকসভা নির্বাচন । তাই দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এবং বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে রাজ্যে নিয়ে আসতে চাইছে বঙ্গ বিজেপি ৷ সেই সূত্রেই অমিত শাহের এই 2টি সভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল ৷ তাঁর এবারের সফরের কর্মসূচিও একরকম প্রস্তুত হয়ে গিয়েছিল । 17 তারিখ বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বঙ্গ সফর শুরু করার কথা ছিল অমিত শাহর । তারপর সিউড়িতে একটি জনসভা করার কথা ছিল ৷ এরপর তাঁর হুগলির তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আরামবাগে দ্বিতীয় সভা করার কথা ঠিক হয় । কিন্তু আপাতত সেই পরিকল্পনায় দাঁড়ি পড়ল (Amit Shah Bengal visit cancelled) ৷

প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । গত মাসের 16 তারিখে কলকাতায় এসেছিলেন তিনি । পরেরদিন নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেন তিনি ৷ তবে 16 ডিসেম্বর রাতে নেতাজি সুভাষ বিমানবন্দরে নেবে তিনি সোজা চলে গিয়েছিলেন বঙ্গ বিজেপির মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে । সেখানে তিনি রাজ্য বিজেপি নেতৃত্ব ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.