ETV Bharat / state

রোড শো'র বদলে আগুনের ছবি দেখানোর জন্যই হামলা : অমিত শাহ - rally

রোড শো'র ছবি নয় । যাতে আগুনের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, সেজন্য হামলা চালানো হয়েছিল । শাসকদলকে আক্রমণ করে একথা বললেন অমিত শাহ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 15, 2019, 6:35 AM IST

কলকাতা, ১৫ মে : তাঁর রোড শো'কে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । পোড়ানো হয় বাইক । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । এর পিছনে শাসকদলের চক্রান্ত দেখছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, রোড শোর বদলে সংবাদমাধ্যমে যাতে আগুনের ছবি প্রকাশ করা হয়, সেজন্য এই হামলা চালানো হয়েছে ।

গতকাল রোড শো ঘিরে উত্তেজনা ছড়ানোয় রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি । নিউটাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সংবাদমাধ্যমের একাংশ বলছে, অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে হিংসা । কিন্তু, হওয়া উচিত অমিত শাহর ব়্যালিতে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে ।

কিন্তু, কেন তাঁর রোড শো'তে হামলা হল ? এরও জবাব নিজেই দেন BJP সভাপতি । বলেন , "কেউ আমাকে মারার চেষ্টা করেছিল, এমন কথা আমি মানি না । আসল কথা ওদের উদ্দেশ্য ছিল, রোড শো'র ছবি যাতে না আসে । তার বদলে আগুন জ্বলার ছবি সামনে আসে ।" রাজ্যে লোকতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন ।

কলকাতা, ১৫ মে : তাঁর রোড শো'কে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । পোড়ানো হয় বাইক । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । এর পিছনে শাসকদলের চক্রান্ত দেখছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, রোড শোর বদলে সংবাদমাধ্যমে যাতে আগুনের ছবি প্রকাশ করা হয়, সেজন্য এই হামলা চালানো হয়েছে ।

গতকাল রোড শো ঘিরে উত্তেজনা ছড়ানোয় রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি । নিউটাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সংবাদমাধ্যমের একাংশ বলছে, অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে হিংসা । কিন্তু, হওয়া উচিত অমিত শাহর ব়্যালিতে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে ।

কিন্তু, কেন তাঁর রোড শো'তে হামলা হল ? এরও জবাব নিজেই দেন BJP সভাপতি । বলেন , "কেউ আমাকে মারার চেষ্টা করেছিল, এমন কথা আমি মানি না । আসল কথা ওদের উদ্দেশ্য ছিল, রোড শো'র ছবি যাতে না আসে । তার বদলে আগুন জ্বলার ছবি সামনে আসে ।" রাজ্যে লোকতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.