কলকাতা, 29 ফেব্রুয়ারি: দিল্লির পুলিশকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাই এরাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলে, তাঁকে কালো পতাকা ও গো ব্ল্যাক স্লোগান দেওয়ার সিদ্ধান্ত রাজ্য SFI-নেতৃত্বের ৷
আগামী 1 মার্চ রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অমিত শাহ যতক্ষণ রাজ্যে থাকবেন, ততক্ষণ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবেন বাম ছাত্র সংগঠনগুলি৷ এমনই জানান SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য৷
পাশাপাশি এদিন সৃজন ভট্টাচার্য জানান, "দিল্লিতে সংঘর্ষের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ দিল্লির হিংসা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মানুষ মারার নীতি নিয়ে চলে BJP ও অমিত শাহের দল৷"
অমিত শাহ এরাজ্যে এলে বামেদের কী কী কর্মসূচি হতে পারে, এবিষয়ে স্পষ্ট ধারণা দেননি সৃজন৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "আপাতত কর্মসূচি গোপন রাখা হচ্ছে ৷ পুলিশ প্রশাসনের কাছে অগ্রিম খবর যাতে না পৌঁছায় সেই জন্যেই আগে থেকে কিছু বলা হচ্ছে না ৷ তবে, গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হবে এটা নিশ্চিত ৷ এর পাশাপাশি শহর জুড়ে বাম ছাত্ররা বিক্ষোভ দেখাবেন৷" যারা BJP-এর বিরুদ্ধে লড়তে চায় তাঁদের প্রত্যেককেই এই কর্মসূচিতে স্বাগত জানানো হয়েছে ৷
BJP-তৃণমূল অন্তর্ঘাতের অভিযোগ এনে এদিন সৃজন ভট্টাচার্য আরও বলেন, "নরেন্দ্র মোদি-অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল সরকার বিরোধিতা করছেন৷ কিন্তু, যা বলছেন, বাস্তবে তার বিরোধী কাজই করছেন৷"
এমনকী, অমিত শাহের রাজ্য সফরকে কেন্দ্র করে তৃণমূলের কোনও কর্মসূচি ঘোষণা না করাকেও কটাক্ষ করেন সৃজন৷ তিনি বলেন, "তৃণমূল-BJP রাতে টেলিফোনে কথা বলে পরিকল্পনা করে এসব করেছেন৷" অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক সম্প্রদায়ের মানুষকে উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷