কলকাতা, 25 ডিসেম্বর: সোমবারই দু'দিনের সফরে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আজ রাতে দু'দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ রাত 11:45 নাগাদ কলকাতায় এসে পৌঁছবেন তিনি। তারপর রাত কাটাবেন নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও শহরে আসতে পারেন ৷ তাবে তাঁর কর্মসূচি নিয়ে কিছু জানা যায়নি ৷
আগামিকাল, মঙ্গলবার সকাল 10:30 নাগাদ তিনি এমজি রোডের বারা শিখ সংগতে যাবেন অমিত শাহ। এরপর 11:30 নাগাদ তিনি কালীঘাট মন্দিরে দর্শন করতে যাবেন। কালীঘাটের কর্মসূচি শেষ করে তিনি মধ্যাহ্নভোজের জন্য ফিরবেন হোটেলে। এরপর বেলা 3টে নাগাদ তিনি ন্যাশানাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠকের জন্য রওনা দেবেন। ন্যাশনাল লাইব্রেরির কর্মসূচি শেষ করে তিনি পুনরায় হোটেলে ফিরবেন। এরপর হোটেলেই নিজের ঘরে তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন। এরপর 6.15 নাগাদ আবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে এসেছেন। আর সেখানেই চূড়ান্ত হয়েছিল অমিত শাহর রাজ্যে আসা। তবে প্রথমে খবর ছিল যে তিনি 24 ডিসেম্বর রাজ্যে আসছেন। আর তারপরেই আবারও এক প্রস্থ জল্পনার সৃষ্টি হয়েছিল, তাহলে কি গীতাপাঠ অনুষ্ঠানে থাকতে পারেন তিনি? তবে না তেমনটা হল না। মূলত লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় কাজ কতটা এগিয়েছে সেই সব খতিয়ে দেখতেই রাজ্যে আসা তাঁর। এই নিয়ে প্রতিটি জেলা এবং লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হয়েছে যা পেশ করা হবে অমিত শাহর কাছে।
গতমাসেই কলকাতায় এসে ধর্মতলায় সভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের একাংশের মত সেটি ছিল একটি ফ্লপ শো। আর আবারও আজই রাজ্যে আসছেন তিনি। স্বাভাবিকভাবেই এর থেকে পরিষ্কার যে আসন্ন লোকসভা জন্য বিশেষ প্রাধান্য তালিকার প্রথম দিকেই রয়েছে বাংলা। তার দ্বায়িত্ব যে অনেকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি সেটা স্পষ্ট।
আরও পড়ুন: