ETV Bharat / state

Eastern Zonal Council Meet: পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পাঁচ রাজ্য ! নবান্নে মুখোমুখি শাহ-মমতা - নবান্নে মুখোমুখি শাহ মমতা

আজ পূর্বের পাঁচটি রাজ্য- পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আলাদা করে কথা বলবেন (Amit Shah and Mamata Banerjee Meeting in Nabanna) ৷

Amit Shah
ETV Bharat
author img

By

Published : Dec 17, 2022, 11:45 AM IST

Updated : Dec 17, 2022, 12:28 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, বৈঠকে (Eastern Zonal Council meeting) উপস্থিত রয়েছেন ৷ বৈঠকে নীতীশ কুমারের বদলে উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের পরিবর্তে মন্ত্রী প্রদীপ অমাত রয়েছেন ৷

শনিবার সকাল 11টা নাগাদ এই নিরাপত্তা পরিষদের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের আলাদা বৈঠক রয়েছে (Union Home Minister Amit Shah to chair Eastern Zonal Council meeting at the West Bengal secretariat Nabanna) ৷

প্রসঙ্গত উল্লেখ্য, অমিত শাহের দু'দিকে বসেছেন দুই প্রধান বিরোধী নেতা-নেত্রী ৷ তাঁর ডানদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঁদিকে জেএমএম প্রধান (Jharkhand mukti Morcha) হেমন্ত সোরেন ৷ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রয়েছেন- বিহারের অর্থমন্ত্রী ও মুখ্যসচিব- বিজয় চৌধুরী এবং আমির সেখওয়ানি, ঝাড়খণ্ডের মুখ্যসচিব সুখদেব সিং, ওড়িশার দুই মন্ত্রী প্রদীপ কুমার আমেত ও তুষার কুমার বেহেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, রেল আধিকারিক ব্রিজেশ কুমার ৷ রেলের জমি, আর্থিক বঞ্চনা, জল বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও উঠে আসতে পারে এই বৈঠকে ৷ 25তম এই নিরাপত্তা বৈঠকে আয়োজক রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বক্তব্য শুরু করেন । এরপর বক্তৃতা দেন হেমন্ত সোরেন, ইন্টার স্টেট সিকিউরিটি কাউন্সিলের সম্পাদক অনুরাধা প্রসাদ ৷

ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিং (Eastern Zonal Council meeting) বা পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলা-সহ পাঁচটি রাজ্যের সীমানায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে ৷ এছাড়া আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গও উত্থাপন হবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি থাকবে ইস্টার্ন ফ্রেট করিডর (Eastern Freight Corridor) সম্পূর্ণ হওয়ার বিষয়টিও ৷ মুখ্যমন্ত্রীরা ছাড়াও সব কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রধানরাও এই বৈঠকে রয়েছেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে রাজ্যের বিজেপি কার্যালয় এবং নবান্নকে কড়া সুরক্ষা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে ৷ বৈঠক শেষে অমিত শাহ শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: কর্মী-সমর্থকদের কাছে পৌঁছন, রাজ্য বিজেপি নেতৃত্বকে নির্দেশ শাহের

কলকাতা, 17 ডিসেম্বর: পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, বৈঠকে (Eastern Zonal Council meeting) উপস্থিত রয়েছেন ৷ বৈঠকে নীতীশ কুমারের বদলে উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের পরিবর্তে মন্ত্রী প্রদীপ অমাত রয়েছেন ৷

শনিবার সকাল 11টা নাগাদ এই নিরাপত্তা পরিষদের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের আলাদা বৈঠক রয়েছে (Union Home Minister Amit Shah to chair Eastern Zonal Council meeting at the West Bengal secretariat Nabanna) ৷

প্রসঙ্গত উল্লেখ্য, অমিত শাহের দু'দিকে বসেছেন দুই প্রধান বিরোধী নেতা-নেত্রী ৷ তাঁর ডানদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঁদিকে জেএমএম প্রধান (Jharkhand mukti Morcha) হেমন্ত সোরেন ৷ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রয়েছেন- বিহারের অর্থমন্ত্রী ও মুখ্যসচিব- বিজয় চৌধুরী এবং আমির সেখওয়ানি, ঝাড়খণ্ডের মুখ্যসচিব সুখদেব সিং, ওড়িশার দুই মন্ত্রী প্রদীপ কুমার আমেত ও তুষার কুমার বেহেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, রেল আধিকারিক ব্রিজেশ কুমার ৷ রেলের জমি, আর্থিক বঞ্চনা, জল বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও উঠে আসতে পারে এই বৈঠকে ৷ 25তম এই নিরাপত্তা বৈঠকে আয়োজক রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বক্তব্য শুরু করেন । এরপর বক্তৃতা দেন হেমন্ত সোরেন, ইন্টার স্টেট সিকিউরিটি কাউন্সিলের সম্পাদক অনুরাধা প্রসাদ ৷

ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিং (Eastern Zonal Council meeting) বা পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলা-সহ পাঁচটি রাজ্যের সীমানায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে ৷ এছাড়া আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গও উত্থাপন হবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি থাকবে ইস্টার্ন ফ্রেট করিডর (Eastern Freight Corridor) সম্পূর্ণ হওয়ার বিষয়টিও ৷ মুখ্যমন্ত্রীরা ছাড়াও সব কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রধানরাও এই বৈঠকে রয়েছেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে রাজ্যের বিজেপি কার্যালয় এবং নবান্নকে কড়া সুরক্ষা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে ৷ বৈঠক শেষে অমিত শাহ শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: কর্মী-সমর্থকদের কাছে পৌঁছন, রাজ্য বিজেপি নেতৃত্বকে নির্দেশ শাহের

Last Updated : Dec 17, 2022, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.