ETV Bharat / state

সংসদকে অসম্মান করেছে তৃণমূল, নাম না-করে মহুয়াকে তুলোধনা শাহের - মহুয়া মৈত্র

Amit Shah accuses TMC MPs: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মহুয়া মৈত্রের পাশেই দাঁড়িয়েছেন । এরপর কলকাতায় এসে সেই ইস্যুতেই নাম না করে মহুয়া এবং তৃণমূলকে একযোগে বিঁধলেন অমিত শাহ । শাহের দাবি, তৃণমূল সাংসদরা ঘুষ নিয়ে সংসদের মর্যাদা লঙ্ঘন করছেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:39 PM IST

কলকাতা, 29 নভেম্বর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের 'ক্যাশ ফর কোয়েরি' নিয়েও রাজ্যের শাসকদলকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বুধবার ধর্মতলার সভা থেকেই নাম না করে মহুয়া মৈত্রের ঘটনাকে সামনে রেখে তৃণমূলকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তৃণমূল সাংসদরা ঘুষ এবং উপহার নিয়ে কার্যত সংসদের মর্যাদার সঙ্গেই আপস করেছেন ৷

শহরে মেগা সমাবেশে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাতের ডাক দিয়ে আদতে 2024 সালের লোকসভা নির্বাচনেরই ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল । আর সেই মঞ্চ থেকেই এদিন শাহ বলেন, "এমনকী তৃণমূল সাংসদরাও সংসদের মর্যাদাকে কলঙ্কিত করেছেন। যে সাংসদরা প্রশ্নের বিনিময়ে উপহার এবং ঘুষ চান তাঁরা কি পশ্চিমবঙ্গের জন্য কোনও ইতিবাচক অবদান রাখতে পারেন ? তৃণমূলের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের সুনামকে কলঙ্কিত করেছে ।" যদিও শাহ এদিন স্পষ্টভাবে কারও নাম করেননি । তবে তাঁর ইঙ্গিত যে মহুয়ার দিকেই তা স্পষ্ট ।

গত সপ্তাহে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মহুয়া মৈত্রের পাশেই দাঁড়িয়েছিলেন । বিজেপি আদতে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করার পরিকল্পনা করছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বিজেপির এই পদক্ষেপ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরের সাংসদকে আরও মাইলেজ দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত মাসে তৃণমূল সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা করেছিলেন । আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে লোকসভায় প্রশ্ন তোলার জন্য ঘুষ নেওয়ার অভিযোগও করেছিলেন মহুয়ার বিরুদ্ধে।

এরপরই বিষয়টি যায় লোকসভার এথিক্স কমিটির কাছে । বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে লোকসভার এথিক্স কমিটি চলতি মাসের শুরুর দিকে স্পিকারের দফতরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে। কমিটির সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থিত রিপোর্টের পাশাপাশি মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারেরও সুপারিশ করা হয়েছে । অন্যদিকে, এই ইস্যুতেই লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআইও । অন্যদিকে মহুয়া অবশ্য, এথিক্স কমিটির এই সিদ্ধান্তকে "সংসদীয় গণতন্ত্রের মৃত্যু" বলে দাবি করেছেন । এরপর কলকাতায় এসে সেই ইস্যুতেই নাম না করে মহুয়া এবং তৃণমূলকে একযোগে বিঁধলেন অমিত শাহ ।

(পিটিআই)

আরও পড়ুন

'রিগিং করে ভোটে জিতেছেন', কেন্দ্রীয় প্রকল্পের হিসাব দিয়ে মমতাকে আক্রমণ অমিতের

চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের

ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নয়া বিল নিয়ে তাড়াহুড়ো করবেন না, অমিত শাহকে চিঠিতে পরামর্শ মমতার

কলকাতা, 29 নভেম্বর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের 'ক্যাশ ফর কোয়েরি' নিয়েও রাজ্যের শাসকদলকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বুধবার ধর্মতলার সভা থেকেই নাম না করে মহুয়া মৈত্রের ঘটনাকে সামনে রেখে তৃণমূলকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তৃণমূল সাংসদরা ঘুষ এবং উপহার নিয়ে কার্যত সংসদের মর্যাদার সঙ্গেই আপস করেছেন ৷

শহরে মেগা সমাবেশে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাতের ডাক দিয়ে আদতে 2024 সালের লোকসভা নির্বাচনেরই ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল । আর সেই মঞ্চ থেকেই এদিন শাহ বলেন, "এমনকী তৃণমূল সাংসদরাও সংসদের মর্যাদাকে কলঙ্কিত করেছেন। যে সাংসদরা প্রশ্নের বিনিময়ে উপহার এবং ঘুষ চান তাঁরা কি পশ্চিমবঙ্গের জন্য কোনও ইতিবাচক অবদান রাখতে পারেন ? তৃণমূলের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের সুনামকে কলঙ্কিত করেছে ।" যদিও শাহ এদিন স্পষ্টভাবে কারও নাম করেননি । তবে তাঁর ইঙ্গিত যে মহুয়ার দিকেই তা স্পষ্ট ।

গত সপ্তাহে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মহুয়া মৈত্রের পাশেই দাঁড়িয়েছিলেন । বিজেপি আদতে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করার পরিকল্পনা করছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বিজেপির এই পদক্ষেপ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরের সাংসদকে আরও মাইলেজ দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত মাসে তৃণমূল সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা করেছিলেন । আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে লোকসভায় প্রশ্ন তোলার জন্য ঘুষ নেওয়ার অভিযোগও করেছিলেন মহুয়ার বিরুদ্ধে।

এরপরই বিষয়টি যায় লোকসভার এথিক্স কমিটির কাছে । বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে লোকসভার এথিক্স কমিটি চলতি মাসের শুরুর দিকে স্পিকারের দফতরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে। কমিটির সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থিত রিপোর্টের পাশাপাশি মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারেরও সুপারিশ করা হয়েছে । অন্যদিকে, এই ইস্যুতেই লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআইও । অন্যদিকে মহুয়া অবশ্য, এথিক্স কমিটির এই সিদ্ধান্তকে "সংসদীয় গণতন্ত্রের মৃত্যু" বলে দাবি করেছেন । এরপর কলকাতায় এসে সেই ইস্যুতেই নাম না করে মহুয়া এবং তৃণমূলকে একযোগে বিঁধলেন অমিত শাহ ।

(পিটিআই)

আরও পড়ুন

'রিগিং করে ভোটে জিতেছেন', কেন্দ্রীয় প্রকল্পের হিসাব দিয়ে মমতাকে আক্রমণ অমিতের

চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের

ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নয়া বিল নিয়ে তাড়াহুড়ো করবেন না, অমিত শাহকে চিঠিতে পরামর্শ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.