কলকাতা, 8 অক্টোবর: রাজ্যের একশো দিনের টাকা বন্ধ করতে 2022 সালে 27 নং ধারা প্রয়োগ করেছে কেন্দ্র ৷ কিন্তু, তারও অনেক আগে 2021 সালের ডিসেম্বর মাস থেকে মানরেগা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৷ যা বেআইনি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র ৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বি নিরঞ্জন জ্যোতি শনিবার বলেছিলেন, কেন্দ্র মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করলে আদালতের শরণাপন্ন হোক পশ্চিমবঙ্গ সরকার ৷ তার জবাবে রবিবার একথা বলেন অমিত মিত্র ৷
অমিত মিত্রে দাবি, অনুযায়ী, 2021 সালের ডিসেম্বর মাস থেকে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রের কাছে একশো দিনের প্রকল্পে 6 হাজার 907 কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের ৷ তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের মোদি সরকারের আমলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানা হচ্ছে না ৷ উলটে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা চলছে ৷ আইনের তোয়াক্কা না করেই একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ৷ দু’বছর ধরে একশো দিনের কাজের টাকা আটকে রেখে জব কার্ড থাকা আড়াই কোটি মানুষের জীবনজীবিকা বিপন্ন করা হয়েছে বলে অভিযোগ অমিত মিত্রের ৷
উল্লেখ্য, গত 3 সেপ্টেম্বর দিল্লিতে সাধ্বি নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ এবং রাজ্যের শীর্ষ স্থানীয় মন্ত্রীরা ৷ সেখানে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বদলে পুলিশ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় অভিষেক-সহ সবাইকে ৷ পালটা সাধ্বী নিরঞ্জন দাবি করেছেন, তিনি আড়াই ঘণ্টা বসেছিলেন অভিষেক-সহ বাকিদের সঙ্গে দেখা করার জন্য ৷ কিন্তু, তাঁরা দেখা করেননি ৷
আরও পড়ুন: আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে পুজোর পরেই পথে নামছে বিজেপি, ঘোষণা শুভেন্দুর
এ নিয়ে রাজনৈতিক তরজা জারি রয়েছে ৷ এরই মধ্যে গতকাল রাজ্যে এসে ফের একবার শাসকদলকে নিশানা করেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা দিতে প্রস্তুত ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে একশো দিনের প্রকল্প দুর্নীতি হয়েছে ৷ একাধিক বিজেপি বিরোধী সরকার রয়েছে দেশে, কোথাও তো এমন অভিযোগ ওঠেনি ৷ তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এই অভিযোগ উঠছে ? রাজ্য সরকার তো বলছে, 100 দিনের টাকা শ্রমিকদের সাংবিধানিক অধিকার ৷ কেন্দ্রীয় সরকারের তরফে কোনও অন্যায় হয়ে থাকলে. রাজ্য সরকার কেন আদালতের শরণাপন্ন হচ্ছে না ?’’
যার জবাবে অমিত মিত্র বলেছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল বারবার একশোদিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছে ৷ কিন্তু, দুর্নীতি প্রমাণ করতে পারেনি ৷ প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ৷ তাঁর মতে, কোনও অভিযোগ কেন্দ্রীয় সরকার করলে, তা প্রমাণের দায়ও তাদের ৷