ETV Bharat / state

TMC Sahid Dibas 21 July: 'দিল্লিতে পরিবর্তন চাই', ধর্মতলার সমাবেশে সামিল অর্জুনের ট্যাবলো - একুশে জুলাই

দিল্লিতে পরিবর্তন চাই- এই থিমকে সামনে রেখে একমাস ধরে নিজের ভ্যানটিকে সাজিয়েছেন অ্যাম্বুলেন্স চালক অর্জুন সর্দার ৷ এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের তালিকা তুলে ধরেছেন তিনি ৷ সমাবেশে থাকছে তাঁর সুসজ্জিত ট্যাবলো ৷

ETV Bharat
একুশে জুলাই
author img

By

Published : Jul 21, 2023, 11:32 AM IST

দিল্লিতে পরিবর্তন চেয়ে একুশে জুলাইয়ে অ্যাম্বুলেন্স চালক অর্জুন সরদারের সুসজ্জিত ট্যাবলো

কলকাতা, 21 জুলাই: অর্জুন সর্দার পেশায় অ্যাম্বুলেন্স চালক ৷ তিনি দক্ষিণ কলকাতার হাজরার বাসিন্দা ৷ তাঁর একটি ছোট ভ্যান রিকশা আছে ৷ 21 জুলাই শহিদ দিবস পালনের মাসখানেক আগে থাকতে তিনি সেটিকে সাজিয়েছেন ৷ এই ট্যাবলো নিয়ে আজ হাজরা থেকে ধর্মতলার সমাবেশে তৃণমূল কর্মী অর্জুন ৷ তাঁর ট্যাবলোয় লেখা 'দিল্লিতে পরিবর্তন চাই' ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৷

অর্জুন জানালেন, 21 জুলাই শহিদ সমাবেশে তাঁর ভ্যান-ট্যাবলোটি থাকছে ৷ ভ্যানটি দেখলে মনে হবে 21 জুলাইয়ের ছোট্ট অ্যালবাম ৷ এর একপাশ জুড়ে রয়েছে অতীতের একাধিক 21 জুলাই সমাবেশে জনারণ্যের ছবি ৷ আছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প, যা প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত- যাতে সব শ্রেণির মানুষ উপকৃত হয়েছেন ৷ সেই সব প্রকল্পগুলির একটি তালিকা ৷

শুধু তাই নয়, কেন্দ্রে বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের লম্বা তালিকাও এই ট্যাবলোর দেওয়ালে তুলে ধরেছেন অর্জুন সরদার ৷ এছাড়া, পরিবেশের কথা মাথায় রেখেই ট্যাবলোয় আছে একাধিক গাছ ৷ দেওয়া হয়েছে সবুজায়নের বার্তাও ৷ এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে হাজরা মোড়ে তিনি এই ট্যাবলোটি সাজিয়ে তুলেছেন ৷

একুশে জুলাইয়ের ট্যাবলো প্রসঙ্গে তৃণমূল কর্মী অর্জুন বলেন, "একমাস ধরে এই ট্যাবলো সাজিয়েছি ৷ আজ 21 জুলাই এটা নিয়ে ধর্মতলায় শহিদ সমাবেশে যাব ৷ উদ্দেশ্য একটাই, দিল্লি সরকারের পরিবর্তন চাই ৷ পরিবর্তন কেন চাইছি, তা মানুষ জানে ৷" তিনি আরও জানান, 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে ৷ ইডি, সিবিআই দিয়ে বিরোধী দলগুলিকে ভয় দেখানো হচ্ছে ৷ এদিকে গ্যাসের, তেলের মূল্যবৃদ্ধি, সবজির দাম মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে উঠেছে ৷

আরও পড়ুন: 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

তাই, 21 জুলাই যেন অর্জুন সর্দারের কাছে একটা আবেগ ৷ দিদির বার্তা শুনতে তিনি হাজির হবেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের তালিকা নিয়ে ৷ বিগত সমাবেশের স্মৃতি থেকে কেন্দ্রের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডও তুলে ধরবেন তিনি সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের কাছে ৷

দিল্লিতে পরিবর্তন চেয়ে একুশে জুলাইয়ে অ্যাম্বুলেন্স চালক অর্জুন সরদারের সুসজ্জিত ট্যাবলো

কলকাতা, 21 জুলাই: অর্জুন সর্দার পেশায় অ্যাম্বুলেন্স চালক ৷ তিনি দক্ষিণ কলকাতার হাজরার বাসিন্দা ৷ তাঁর একটি ছোট ভ্যান রিকশা আছে ৷ 21 জুলাই শহিদ দিবস পালনের মাসখানেক আগে থাকতে তিনি সেটিকে সাজিয়েছেন ৷ এই ট্যাবলো নিয়ে আজ হাজরা থেকে ধর্মতলার সমাবেশে তৃণমূল কর্মী অর্জুন ৷ তাঁর ট্যাবলোয় লেখা 'দিল্লিতে পরিবর্তন চাই' ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৷

অর্জুন জানালেন, 21 জুলাই শহিদ সমাবেশে তাঁর ভ্যান-ট্যাবলোটি থাকছে ৷ ভ্যানটি দেখলে মনে হবে 21 জুলাইয়ের ছোট্ট অ্যালবাম ৷ এর একপাশ জুড়ে রয়েছে অতীতের একাধিক 21 জুলাই সমাবেশে জনারণ্যের ছবি ৷ আছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প, যা প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত- যাতে সব শ্রেণির মানুষ উপকৃত হয়েছেন ৷ সেই সব প্রকল্পগুলির একটি তালিকা ৷

শুধু তাই নয়, কেন্দ্রে বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের লম্বা তালিকাও এই ট্যাবলোর দেওয়ালে তুলে ধরেছেন অর্জুন সরদার ৷ এছাড়া, পরিবেশের কথা মাথায় রেখেই ট্যাবলোয় আছে একাধিক গাছ ৷ দেওয়া হয়েছে সবুজায়নের বার্তাও ৷ এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে হাজরা মোড়ে তিনি এই ট্যাবলোটি সাজিয়ে তুলেছেন ৷

একুশে জুলাইয়ের ট্যাবলো প্রসঙ্গে তৃণমূল কর্মী অর্জুন বলেন, "একমাস ধরে এই ট্যাবলো সাজিয়েছি ৷ আজ 21 জুলাই এটা নিয়ে ধর্মতলায় শহিদ সমাবেশে যাব ৷ উদ্দেশ্য একটাই, দিল্লি সরকারের পরিবর্তন চাই ৷ পরিবর্তন কেন চাইছি, তা মানুষ জানে ৷" তিনি আরও জানান, 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে ৷ ইডি, সিবিআই দিয়ে বিরোধী দলগুলিকে ভয় দেখানো হচ্ছে ৷ এদিকে গ্যাসের, তেলের মূল্যবৃদ্ধি, সবজির দাম মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে উঠেছে ৷

আরও পড়ুন: 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

তাই, 21 জুলাই যেন অর্জুন সর্দারের কাছে একটা আবেগ ৷ দিদির বার্তা শুনতে তিনি হাজির হবেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের তালিকা নিয়ে ৷ বিগত সমাবেশের স্মৃতি থেকে কেন্দ্রের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডও তুলে ধরবেন তিনি সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.