কলকাতা, 14 জানুয়ারি: যদি ভাবা হয় 2024 লোকসভা নির্বাচনে বিজেপির একপাক্ষিক জয় হবে, তাহলে তা ভুল হবে ৷ আসন্ন নির্বাচনে আঞ্চলিক দলগুলি যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে জানালেন অমর্ত্য সেন (Nobel Laureate Amartya Sen) ৷ আর এ বিষয়ে আলোচনা প্রসঙ্গেই নয়াদিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট নোবেলজয়ী অর্থনীতিবিদের ৷ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন অমর্ত্য সেন (Amartya Sen picks For Mamata Banerjee) ৷
তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল বিজেপি-র বিরুদ্ধে জনগণের হতাশার পরিবর্ত হিসেবে নিজেদের কতটা প্রতিষ্ঠিত করতে পারবেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানান বর্ষীয়ান নোবেলজয়ী ৷ রাজধানী নয়াদিল্লিতে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, "একাধিক আঞ্চলিক দল রয়েছে যেগুলো আসন্ন লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ৷ আমার মতে ডিএম-কে (DMK) উল্লেখযোগ্য ভূমিকা নেবে ৷ তৃণমূল কংগ্রেসের (TMC) ভূমিকা তো সেখানে প্রশ্নাতীত ৷ সমাজবাদী পার্টিও (Samajwadi Party) এই নির্বাচনে অনেকাংশে প্রাসঙ্গিক হবে বলেই মনে হয় ৷ তবে তাদের প্রাসঙ্গিকতার পরিধি নিয়ে সন্দেহ রয়েছে ৷"
নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, দেশজুড়ে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা বিজেপি-র বিকল্প ভারতে নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল ৷ নোবেলজয়ীর কথায়, "প্রগতিশীল ভারতবর্ষের জন্য বিজেপির সঠিক কোনও দিশা নেই ৷ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র এবং কেবল হিন্দিভাষীদের দেশ মনে করে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে তারা ৷ তাই দেশে বিজেপির যদি কোনও বিকল্প খুঁজে না-পাওয়া যায় তবে সেটা অত্যন্ত দুঃখের ৷"
আরও পড়ুন: আবাসে গর্জে উঠেও মমতার কাছে কাজ শেখার নিদান শত্রুঘ্নর !
এই প্রসঙ্গেই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ ৷ অমর্ত্য সেনকে প্রশ্ন করা হয় বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কুর্সির জন্য কতটা যুক্তিযুক্ত ৷ উত্তরে হার্ভার্ডের প্রাক্তন অধ্যাপক বলেন, "আমি বলব না যে ওঁর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই ৷ নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী যোগ্য ৷ তবে বিজেপির প্রতি দেশের মানুষের হতাশাগুলোকে সমন্বিত করে উনি কতটা বিভেদের রাজনীতির অবসান ঘটাতে পারবেন তা এখনও প্রতিষ্ঠিত নয় ৷"