ETV Bharat / state

শান্তিনিকেতনের সংস্কৃতি ও উপাচার্যের মধ্যে বিস্তর ফারাক : অমর্ত্য সেন - বিশ্বভারতীর উপাচার্যকে কেন্দ্র ইন্ধন যোগাচ্ছে কেন্দ্র ; অমর্ত্য সেন

মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, "বাংলার উপর কেন্দ্রের প্রভাব বাড়ার পর থেকেই উপাচার্য কেন্দ্রের কথা মেনে চলছেন ৷ "

Amartya Sen
বিশ্বভারতীর উপাচার্যকে কেন্দ্র ইন্ধন যোগাচ্ছে কেন্দ্র ; অমর্ত্য সেন
author img

By

Published : Dec 27, 2020, 8:54 AM IST

Updated : Dec 27, 2020, 10:41 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর : বিশ্বভারতীর উপাচার্যকে ইন্ধন যোগাচ্ছে কেন্দ্র ৷ একটি বিবৃতিতে বললেন অমর্ত্য সেন ৷ বিশ্বভারতীয় জমি তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে কয়েকদিন আগেই অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ সেই অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

এবার এরই বিরুদ্ধে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, "বাংলার উপর কেন্দ্রের প্রভাব বাড়ার পর থেকেই উপাচার্য কেন্দ্রের কথা মেনে চলছেন ৷ শান্তিনিকেতনের সংস্কৃতি ও বিশ্বভারতীর উপাচার্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে । "

এরপর ওই বিবৃতিতে অমর্ত্য সেন বলেন, এর আগে কখনও বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁকে কিংবা তাঁর পরিবারকে জমি দখলের কোনও অভিযোগ করেনি ৷ বিশ্বভারতীর যে জায়গায় তাঁর বাড়ি রয়েছে , সেই জমিটি দীর্ঘমেয়াদি লিজ়ে নেওয়া ৷ তবে, তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে ৷ সঙ্গে অতিরিক্ত জমিটি ফ্রিহোল্ডে তাঁর বাবার কেনা এবং তা ল্যান্ড রেকর্ডে রেজিস্ট্রেশন করানো ৷ ফ্রিহোল্ড জমি অর্থাৎ যে জমির স্থায়ীত্বের উপর মালিকের সম্পূর্ণ দায়িত্ব থাকে ৷

তিনি আরও লেখেন, " আমি ভারতীয় আইনে আস্থা রাখব ৷ আর মানসিক শক্তির জন্য, অবনীন্দ্রনাথ ঠাকুরের আমাদের বাড়ির একটি পুরোনো ছবি রাখব ৷ "

অন্যদিকে, এই বিতর্কে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, " অমর্ত্যদার বিজেপি বিরোধী মনোভাবের জন্য তাঁকে আক্রমণ করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ আমি অমর্ত্যদাকে শ্রদ্ধা করি ৷ আপনারা কী সত্যিই ভাবেন অমর্ত্য সেন বেআইনিভাবে জমি দখল করবেন ? আমি বাংলার হয়ে অমর্ত্যদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ " এবিষয়ে অমর্ত্য সেনের বোনের মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি চিঠিও দেন মুখ্যমন্ত্রী ৷

পালটা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, " আমাদের সঙ্গে তাঁর মতাদর্শে মিল না থাকলেও আমরা তাঁকে শ্রদ্ধা করি ৷ আমি অনুরোধ করছি, তিনি যেন পশ্চিমবঙ্গ সরকারের রাজনীতির শিকার না হন ৷ "

কলকাতা, 27 ডিসেম্বর : বিশ্বভারতীর উপাচার্যকে ইন্ধন যোগাচ্ছে কেন্দ্র ৷ একটি বিবৃতিতে বললেন অমর্ত্য সেন ৷ বিশ্বভারতীয় জমি তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে কয়েকদিন আগেই অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ সেই অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

এবার এরই বিরুদ্ধে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, "বাংলার উপর কেন্দ্রের প্রভাব বাড়ার পর থেকেই উপাচার্য কেন্দ্রের কথা মেনে চলছেন ৷ শান্তিনিকেতনের সংস্কৃতি ও বিশ্বভারতীর উপাচার্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে । "

এরপর ওই বিবৃতিতে অমর্ত্য সেন বলেন, এর আগে কখনও বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁকে কিংবা তাঁর পরিবারকে জমি দখলের কোনও অভিযোগ করেনি ৷ বিশ্বভারতীর যে জায়গায় তাঁর বাড়ি রয়েছে , সেই জমিটি দীর্ঘমেয়াদি লিজ়ে নেওয়া ৷ তবে, তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে ৷ সঙ্গে অতিরিক্ত জমিটি ফ্রিহোল্ডে তাঁর বাবার কেনা এবং তা ল্যান্ড রেকর্ডে রেজিস্ট্রেশন করানো ৷ ফ্রিহোল্ড জমি অর্থাৎ যে জমির স্থায়ীত্বের উপর মালিকের সম্পূর্ণ দায়িত্ব থাকে ৷

তিনি আরও লেখেন, " আমি ভারতীয় আইনে আস্থা রাখব ৷ আর মানসিক শক্তির জন্য, অবনীন্দ্রনাথ ঠাকুরের আমাদের বাড়ির একটি পুরোনো ছবি রাখব ৷ "

অন্যদিকে, এই বিতর্কে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, " অমর্ত্যদার বিজেপি বিরোধী মনোভাবের জন্য তাঁকে আক্রমণ করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ আমি অমর্ত্যদাকে শ্রদ্ধা করি ৷ আপনারা কী সত্যিই ভাবেন অমর্ত্য সেন বেআইনিভাবে জমি দখল করবেন ? আমি বাংলার হয়ে অমর্ত্যদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ " এবিষয়ে অমর্ত্য সেনের বোনের মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি চিঠিও দেন মুখ্যমন্ত্রী ৷

পালটা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, " আমাদের সঙ্গে তাঁর মতাদর্শে মিল না থাকলেও আমরা তাঁকে শ্রদ্ধা করি ৷ আমি অনুরোধ করছি, তিনি যেন পশ্চিমবঙ্গ সরকারের রাজনীতির শিকার না হন ৷ "

Last Updated : Dec 27, 2020, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.