ETV Bharat / state

SSC Recruitment Case : এসএসসি মামলায় সিবিআই দফতরে হাজির অলোক সরকারের - CBI start the investigation in SSC recruitment corruption case

এসএসসি কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন অলোক সরকার (Alok Sarkar appeared at the CBI office in SSC case following the instructions) ৷ সমরজিৎ আচার্য ও অলোক কুমার সরকারকে আজ সন্ধ্যা 6টার মধ্যে ফের সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Alok Sarkar
Alok Sarkar
author img

By

Published : Apr 6, 2022, 10:23 PM IST

কলকাতা, 6 এপ্রিল : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও অলোক কুমার সরকারকে আজ সন্ধ্যা 6টার মধ্যে ফের সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (CBI start the investigation in SSC recruitment corruption case) । সেই নির্দেশ মেনে কলকাতা সিবিআই দফতরে হাজিরা দিলেন অলোক সরকার (Alok Sarkar appeared at the CBI office) ।

মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ তার বয়ান নথিভূক্ত করেন সিবিআই । এবার শান্তিপ্রসাদ সিনহার বয়ানের সঙ্গে অলক সরকারের বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে ।

গত সোমবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন এসএসসির চার অধিকারিক । তাঁদের মধ্যে ছিলেন এস আচার্য, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর আত্মসহায়ক ৷ তাছাড়াও ছিলেন পিকে বন্দোপাধ্যায়, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি পদ সামলেছেন । এসেছিলেন অলক কুমার সরকার, তিনি তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং তিনি শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র অফিসার হিসেবে কাজ করেছিলেন । সিবিআই সূত্রের খবর তাদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এবং তাদের বয়ান নথিভূক্ত করা হবে (SSC Recruitment Case) ।

আরও পড়ুন : SSC Recruitment Case : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই

কলকাতা, 6 এপ্রিল : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও অলোক কুমার সরকারকে আজ সন্ধ্যা 6টার মধ্যে ফের সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (CBI start the investigation in SSC recruitment corruption case) । সেই নির্দেশ মেনে কলকাতা সিবিআই দফতরে হাজিরা দিলেন অলোক সরকার (Alok Sarkar appeared at the CBI office) ।

মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ তার বয়ান নথিভূক্ত করেন সিবিআই । এবার শান্তিপ্রসাদ সিনহার বয়ানের সঙ্গে অলক সরকারের বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে ।

গত সোমবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন এসএসসির চার অধিকারিক । তাঁদের মধ্যে ছিলেন এস আচার্য, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর আত্মসহায়ক ৷ তাছাড়াও ছিলেন পিকে বন্দোপাধ্যায়, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি পদ সামলেছেন । এসেছিলেন অলক কুমার সরকার, তিনি তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং তিনি শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র অফিসার হিসেবে কাজ করেছিলেন । সিবিআই সূত্রের খবর তাদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এবং তাদের বয়ান নথিভূক্ত করা হবে (SSC Recruitment Case) ।

আরও পড়ুন : SSC Recruitment Case : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.