কলকাতা, 12 অক্টোবর: রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হল শহরের তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা (Transgender Community) । আগামিকাল থেকে শহরের বিভিন্ন থানার সামনে প্রতিবাদ করে ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা । বুধবার এই চরম হুঁশিয়ারি দিল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষজন ।
রাজ্যের কয়েক হাজার দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের থেকে অনুদান পেলেও, এই বছর সরকারি অনুদান থেকে বঞ্চিত রূপান্তরকামীদের অর্ধনারীশ্বরের দুর্গাপুজো । তাই এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল তাঁদের । কিন্তু কালীঘাটে পৌঁছতে পারার আগেই তাঁদের গ্রেফতার করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় । সম্প্রদায়ের প্রতিনিধিদের অভিযোগ যে, পুলিশ তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে এমনকী তাঁদের যৌন হেনস্থার শিকার হতে হয় । তাঁরা আরও জানায় যে পুলিশ তাঁদের মারধরও করে ।
আরও পড়ুন: তাঁদের দুর্গাপুজো কেন ব্রাত্য কার্নিভাল থেকে ? প্রশ্ন তৃতীয় লিঙ্গের মানুষজনের
জানা গিয়েছে, শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে । রূপান্তরকামী এবং মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড-এর সদস্য রঞ্জিতা সিনহা বলেন, "আজ বিকেলে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করব বলেই জানিয়েছিলাম । কিন্তু কালীঘাটে পৌঁছনোর আগেই আমাদের জোর করে গ্রেফতার করা হয় । তারপর আমাদের উপর অকথ্য অত্যাচার মারধর এবং যৌন হেনস্থা করা হয় । এবার আর কোনও পুলিশি অনুমতি নয়, আমরা প্রতিটি থানার সামনে গিয়ে ধরনায় বসবো । আমি নিজে একজন প্রাক্তন পুলিশ কর্মীর সন্তান । আজ পুলিশ আমাদের উপর যে অত্যাচার চালালো তা আমি ভাবতেও পারি না । শুধু পুলিশ নয়, গোটা প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদের সরব হব ।"