ETV Bharat / state

Firing Allegations against BJP in Tripura : ত্রিপুরায় গুলি, সংবাদপত্রের খবর তুলে ধরে টুইট কুণালের - tripura news

ত্রিপুরা চলল গুলি ৷ বিজেপিকে বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলল তৃণমূল (Firing Allegations against BJP in Tripura) ৷

Firing
Firing
author img

By

Published : Nov 23, 2021, 10:47 AM IST

Updated : Nov 23, 2021, 10:54 AM IST

আগরতলা, 23 নভেম্বর : ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের (Firing Allegations against BJP in Tripura) ৷ জনৈক সংবাদপত্রে প্রকাশিত পৃষ্ঠা-সহ সেই খবর টুইট করলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ৷ প্রচারের শেষ দিনে লঙ্কামুড়া এলাকায় তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলিচালনার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ মঙ্গলবার সকালেই ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার অভিযোগে টুইটটি করেন দলীয় মুখপাত্র ৷

তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ আগরতলায় অশান্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের অভিযোগ, অন্যান্য রাজ্যের কিছু গুন্ডা ত্রিপুরায় লুকিয়ে আছে ৷ তারা ত্রিপুরাকে টার্গেট করছে ৷ আইপ্যাক নামের একটি এজেন্সি স্টান্ট রাজনীতিতে তাদের সাহায্য করছে ৷ তারা এখানে এসেছে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ৷

  • #WATCH | Some goons from other states are hiding in Tripura and targeting the state...An agency called I-PAC helps them in stunt politics; they have come here to act like characters as part of a conspiracy...: Union MoS Pratima Bhoumik over unrest in Agartala, Tripura (22.11) pic.twitter.com/XSChCdgUTo

    — ANI (@ANI) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগরতলা, 23 নভেম্বর : ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের (Firing Allegations against BJP in Tripura) ৷ জনৈক সংবাদপত্রে প্রকাশিত পৃষ্ঠা-সহ সেই খবর টুইট করলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ৷ প্রচারের শেষ দিনে লঙ্কামুড়া এলাকায় তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলিচালনার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ মঙ্গলবার সকালেই ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার অভিযোগে টুইটটি করেন দলীয় মুখপাত্র ৷

তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ আগরতলায় অশান্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের অভিযোগ, অন্যান্য রাজ্যের কিছু গুন্ডা ত্রিপুরায় লুকিয়ে আছে ৷ তারা ত্রিপুরাকে টার্গেট করছে ৷ আইপ্যাক নামের একটি এজেন্সি স্টান্ট রাজনীতিতে তাদের সাহায্য করছে ৷ তারা এখানে এসেছে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ৷

  • #WATCH | Some goons from other states are hiding in Tripura and targeting the state...An agency called I-PAC helps them in stunt politics; they have come here to act like characters as part of a conspiracy...: Union MoS Pratima Bhoumik over unrest in Agartala, Tripura (22.11) pic.twitter.com/XSChCdgUTo

    — ANI (@ANI) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Nov 23, 2021, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.