ETV Bharat / state

কলকাতায় নাবালিকা ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক - youth Physically abuse a 6 years old girl

পুলিশ সূত্রে খবর, দানিশ নিজের দোষ স্বীকার করে নিয়েছে । অন্যদিকে, ওই নাবালিকা প্রাথমিকভাবে কিছুটা ট্রমাতে থাকলেও এখন অনেকটাই সুস্থ ।

youth Physically abuse a 6 years old girl in kolkata
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 6, 2019, 8:14 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : ছয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর উনিশের যুবকের বিরুদ্ধে । পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গতকালের ৷ তারাতলা রোড এলাকার এক মহিলা গার্ডেনরিচ থানায় দায়ের করেন অভিযোগ । তিনি জানিয়েছেন, তাঁর ছয় বছরের মেয়েকে কেউ ভুলিয়ে বাথরুমের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে । কিন্তু কে ধর্ষণ করেছে তা জানা যায়নি । তদন্তে নামে পুলিশ । খোঁজখবর চালিয়ে আজ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । তার নাম শেখ দানিশ (19) । পশ্চিমবন্দর থানা এলাকার আলগারা বস্তির বাসিন্দা সে ।

পুলিশ সূত্রে খবর, দানিশ নিজের দোষ স্বীকার করে নিয়েছে । অন্যদিকে, ওই নাবালিকা প্রাথমিকভাবে কিছুটা ট্রমাতে থাকলেও এখন অনেকটাই সুস্থ । পরিবার সূত্রে এই খবর পাওয়া গেছে ।

কলকাতা, 6 ডিসেম্বর : ছয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর উনিশের যুবকের বিরুদ্ধে । পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গতকালের ৷ তারাতলা রোড এলাকার এক মহিলা গার্ডেনরিচ থানায় দায়ের করেন অভিযোগ । তিনি জানিয়েছেন, তাঁর ছয় বছরের মেয়েকে কেউ ভুলিয়ে বাথরুমের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে । কিন্তু কে ধর্ষণ করেছে তা জানা যায়নি । তদন্তে নামে পুলিশ । খোঁজখবর চালিয়ে আজ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । তার নাম শেখ দানিশ (19) । পশ্চিমবন্দর থানা এলাকার আলগারা বস্তির বাসিন্দা সে ।

পুলিশ সূত্রে খবর, দানিশ নিজের দোষ স্বীকার করে নিয়েছে । অন্যদিকে, ওই নাবালিকা প্রাথমিকভাবে কিছুটা ট্রমাতে থাকলেও এখন অনেকটাই সুস্থ । পরিবার সূত্রে এই খবর পাওয়া গেছে ।

Intro:কলকাতা, 6 ডিসেম্বর: 6 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করলো 19 বছরের এক যুবক। অন্তত পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।



Body:পুলিশ সূত্রে খবর, গত 5 নভেম্বর ঘটে ঘটনা। তারাতলা রোড এলাকার এক মহিলা গার্ডেনরিচ থানায় দায়ের করেন অভিযোগ। জানান, তার ছয় বছরের শিশু কন্যাকে কেউ ভুলিয়ে বাথরুমের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। কিন্তু কে ধর্ষণ করেছে তা জানা যায়নি। তদন্তে নামে পুলিশ। প্রায় এক মাস ধরে খোঁজখবর চালিয়ে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তার নাম শেখ দানিশ। বয়স 19। পশ্চিমবঙ্গের থানা এলাকার আলগারা বস্তির বাসিন্দা ওই যুবক।


Conclusion:পুলিশ সূত্রে খবর দানিস নিজের দোষ স্বীকার করে নিয়েছে। ওই শিশু কন‍্যা প্রাথমিকভাবে কিছুটা ট্রমাতে থাকলেও এখন অনেকটাই সুস্থ। পরিবার সূত্রে এমন খবর পাওয়া গেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.