কলকাতা, 6 ডিসেম্বর : ছয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর উনিশের যুবকের বিরুদ্ধে । পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গতকালের ৷ তারাতলা রোড এলাকার এক মহিলা গার্ডেনরিচ থানায় দায়ের করেন অভিযোগ । তিনি জানিয়েছেন, তাঁর ছয় বছরের মেয়েকে কেউ ভুলিয়ে বাথরুমের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে । কিন্তু কে ধর্ষণ করেছে তা জানা যায়নি । তদন্তে নামে পুলিশ । খোঁজখবর চালিয়ে আজ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । তার নাম শেখ দানিশ (19) । পশ্চিমবন্দর থানা এলাকার আলগারা বস্তির বাসিন্দা সে ।
পুলিশ সূত্রে খবর, দানিশ নিজের দোষ স্বীকার করে নিয়েছে । অন্যদিকে, ওই নাবালিকা প্রাথমিকভাবে কিছুটা ট্রমাতে থাকলেও এখন অনেকটাই সুস্থ । পরিবার সূত্রে এই খবর পাওয়া গেছে ।