কলকাতা, 28 এপ্রিল : কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাফাই কর্মী পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (kolkata Medical College Job Scam)। প্রতিবাদে প্রথমে বউবাজার থানার সামনে বিক্ষোভ করে বিজেপি ৷ পরে ডেপুটেশন জমা দেয় । এরপর বউবাজার থানা থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মিছিল করে মেডিক্যাল কলেজ পৌঁছন বিজেপি কর্মীসমর্থকরা।
মেডিক্যাল কলেজ সুপারকে স্মারকলিপি জমা দেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি কল্যাণ চৌবে। ডেপুটেশন জমা দেওয়ার পর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "তৃণমূলের এক স্থানীয় নেতা মহম্মদ জাহাঙ্গির মেডিক্যাল কলেজ হাসপাতালে সাফাই কর্মী পদে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা ঘুষ নিয়েছে ।"
আরও পড়ুন : মালদায় প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতা
অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে এই দাবিতেই বৃহস্পতিবার বউবাজার থানায় বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় । হাসপাতাল সুপারকেও লিখিতভাবে জানানো হয় ৷ সুপার আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।