কলকাতা, 18 এপ্রিল : টক টু মেয়রে এবার মেয়াদ উত্তীর্ণ স্টকের খাবার বিক্রির অভিযোগ । সূচি অনুযায়ী আজও শুরু হয় টক টু মেয়র প্রোগ্রাম । প্রতিবারের মতো এবারও মেয়র ফিরহাদ হাকিমের কাছে নানা অভাব-অভিযোগের কথা বলতে শুরু করেন শহরবাসী । তার মাঝেই মেয়াদ উত্তীর্ণ স্টকের খাবার বিক্রির অভিযোগ তুললেন মেটিয়াব্রুজের এক বাসিন্দা ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলছে রাজ্যজুড়ে । ইতিমধ্যেই নানা জায়গায় অভিযোগ উঠেছে , লকডাউন পরিস্থিতিকে কাজে লাগিয়ে কালোবাজারি শুরু করেছেন ব্যবসায়ীদের একাংশ । কোথাও রেশন সামগ্রী চড়া দামে বিক্রি করা হচ্ছে । কোথাও বা মুনাফার লোভে সস্তা, মেয়াদ উত্তীর্ণ স্টকের খাদ্য সামগ্রী, জিনিসপত্র বিক্রি করা হচ্ছে । আজ এবিষয়ে মেয়রের কাছে অভিযোগ জানান মেটিয়াব্রুজের ওই বাসিন্দা । তিনি জানান, তাঁর এলাকায় কলকাতার নামি-দামি শপিংমলের মেয়াদ উত্তীর্ণ স্টকের খাবার বিক্রি হচ্ছে । এলাকারই কিছু ব্যবসায়ীরা এই কাজ করছে। এনিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে । কিন্তু কোনও সুরাহা হয়নি । তাই আজ বাধ্য হয়েই মেয়রের কাছে পুরো বিষয়টি জানালেন তিনি ।
মেটিয়াব্রুজের ওই বাসিন্দার সম্পূর্ণ অভিযোগ শোনার পর মেয়র আশ্বাস দেন, ওই ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে । এবং বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে থানায় জানাবেন তিনি । যাতে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ।