কলকাতা, 31 মার্চ : দিল্লির নিজ়ামুদ্দিন দরগায় ধর্মীয় সম্মেলনে রাজ্যের কতজন মানুষ যোগ দিয়েছিল তা নিয়ে চরম উদ্বিগ্ন প্রশাসন । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, "সম্মেলনে যোগ দেওয়া রাজ্যের বাসিন্দাদের চিহ্নিত করা হচ্ছে । তাঁদের অবিলম্বে COVID 19 পরীক্ষা করা হবে । 14 দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারান্টাইনে পাঠানো হবে ।"
-
All those from WB who have participated in this event (Tablighi Jamaat in Delhi) are being identified and will be immediately tested for COVID and put under mandatory 14 days quarantine.
— alapan bandyopadhyay (@alapan1961) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All those from WB who have participated in this event (Tablighi Jamaat in Delhi) are being identified and will be immediately tested for COVID and put under mandatory 14 days quarantine.
— alapan bandyopadhyay (@alapan1961) March 31, 2020All those from WB who have participated in this event (Tablighi Jamaat in Delhi) are being identified and will be immediately tested for COVID and put under mandatory 14 days quarantine.
— alapan bandyopadhyay (@alapan1961) March 31, 2020
রাজধানীর নিজ়ামুদ্দিন দরগায় যে ধর্মীয় জমায়েত হয়েছিল, তা থেকে সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে ৷ জমায়েতে অংশগ্রহণ করেছিল এমন 10 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে ৷ শুধুমাত্র হায়দরাবাদ থেকে 6 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে ৷ হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রয়েছে আরও কমপক্ষে 300 মানুষ ৷
রাজ্যে কোরোনা পরিস্থিতি প্রতিদিন রূপ বদলাতে শুরু করেছে ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 27 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে কারণে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন ৷ তৈরি হচ্ছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড ৷ এর মধ্যে নিজ়ামুদ্দিন দরগার ধর্মীয় সম্মেলন থেকে ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে নতুন করে দানা বাঁধতে শুরু করেছে আতঙ্ক ৷