ETV Bharat / state

বনধে খোলা থাকবে কলকাতা পৌরনিগম - বনধ্ এ খোলা কলকাতা পৌরনিগম

আজ বাজার সমিতির সঙ্গে বৈঠক করে বনধে জীবনযাত্রা স্বাভাবিক রাখার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম ।

image
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 7, 2020, 11:18 PM IST

কলকাতা,7 জানুয়ারি : বনধে খোলা থাকবে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর থেকে প্রতিটি বোরো অফিস । রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে যে আগামীকাল সমস্ত সরকারি স্কুল ,কলেজ, অফিস খোলা থাকবে । আর আজ মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য সরকারের যা নিয়ম সেই নিয়মই বলবৎ থাকবে কলকাতা পৌরনিগমের ক্ষেত্রেও । উপস্থিত থাকতে হবে সব কর্মচারীদের । না হলে বেতন কাটা যাবে ।

বনধে দোকানপাট খোলা রাখতে আজ সমস্ত বাজার সমিতির সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের 46 টি বাজার ও বেসরকারি বাজারের সদস্যরা । পাইকারি বাজার ,খুচরো বাজার,ও ছোট-বড় বাজার মিলিয়ে প্রায় 200 র উপর বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে । মেয়র স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আগামীকাল বাজার খোলা রাখতে হবে । কোনওমতেই ধর্মঘটে সামিল হওয়া যাবে না । জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে । ধর্মঘটের দাবিকে সমর্থন করলেও ধর্মঘট করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা যাবে না । বাজারের অবস্থা খারাপ । তার মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলে ব্যবসা আরও ক্ষতির মুখে পড়বে । তিনি আরও বলেন," জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম থেকেই সরব হয়েছেন । কিন্তু ধর্মঘট করে প্রতিবাদ ঠিক নয় । পথে নেমে প্রতিবাদ করতে হবে ।"

উল্লেখ্য,CITU, AITUC-সহ কয়েকটি শ্রমিক সংগঠন জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কাল । ধর্মঘটকে সমর্থনের জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছে সংগঠনগুলি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের ইশুকে সমর্থন করলেও ধর্মঘটে সামিল হতে চাননি ।

কলকাতা,7 জানুয়ারি : বনধে খোলা থাকবে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর থেকে প্রতিটি বোরো অফিস । রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে যে আগামীকাল সমস্ত সরকারি স্কুল ,কলেজ, অফিস খোলা থাকবে । আর আজ মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য সরকারের যা নিয়ম সেই নিয়মই বলবৎ থাকবে কলকাতা পৌরনিগমের ক্ষেত্রেও । উপস্থিত থাকতে হবে সব কর্মচারীদের । না হলে বেতন কাটা যাবে ।

বনধে দোকানপাট খোলা রাখতে আজ সমস্ত বাজার সমিতির সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের 46 টি বাজার ও বেসরকারি বাজারের সদস্যরা । পাইকারি বাজার ,খুচরো বাজার,ও ছোট-বড় বাজার মিলিয়ে প্রায় 200 র উপর বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে । মেয়র স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আগামীকাল বাজার খোলা রাখতে হবে । কোনওমতেই ধর্মঘটে সামিল হওয়া যাবে না । জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে । ধর্মঘটের দাবিকে সমর্থন করলেও ধর্মঘট করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা যাবে না । বাজারের অবস্থা খারাপ । তার মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলে ব্যবসা আরও ক্ষতির মুখে পড়বে । তিনি আরও বলেন," জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম থেকেই সরব হয়েছেন । কিন্তু ধর্মঘট করে প্রতিবাদ ঠিক নয় । পথে নেমে প্রতিবাদ করতে হবে ।"

উল্লেখ্য,CITU, AITUC-সহ কয়েকটি শ্রমিক সংগঠন জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কাল । ধর্মঘটকে সমর্থনের জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছে সংগঠনগুলি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের ইশুকে সমর্থন করলেও ধর্মঘটে সামিল হতে চাননি ।

Intro:আগামীকাল কলকাতা পুরনিগম এর সদর দপ্তর থেকে প্রতিটি বোরো অফিস খোলা থাকবে। আগামীকাল ডাকা 24 ঘন্টা ধর্মঘট ব্যর্থ করতে সবরকম ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে সমস্ত সরকারি স্কুল কলেজ অফিস খোলা থাকবে আগামীকাল। আজ কলকাতা পৌরনিগমে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য সরকারের যা নিয়ম সেই নিয়মিত বলবত থাকবে কলকাতা পৌরনিগমের ক্ষেত্রেও। আগামীকাল কোনরকম উপস্থিত থাকতে হবে সব শ্রমিক কর্মচারীদের। আগামীকাল পুর শ্রমিক কর্মচারী ছুটি নিতে পারবে না। আগামীকাল উপস্থিত থাকতে বেতন কাটা যাবে ভাষায় জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।


Body: আগামীকাল দোকানপাট খোলা রাখতে এবং স্বাভাবিক রাখতে আজ সমস্ত বাজার সমিতির সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। আজকের বৈঠকে উপস্থিত ছিলে পৌর নিগমের 46 টি বাজার ও বেসরকারি বাজারের সদস্যরা । পাইকারি বাজার ,খুচরো বাজার,ও ছোট-বড় বাজার মিলিয়ে প্রায় 200 ওপর বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। মেয়র স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আগামীকাল বাজার খোলা রাখতে হবে। মেয়র জানিয়েছেন জানিয়েছেন আগামীকাল কোনমতেই ধর্মঘটে সামিল হওয়া যাবে না। জীবনযাত্রা একদম স্বাভাবিক রাখতে হবে। ধর্মঘটের দাবিকে সমর্থন করলেও ধর্মঘট করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা যাবে না। বাজারের অবস্থা খারাপ তার মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলে ব্যবসা আরও ক্ষতির মুখে পড়বে ।


Conclusion:মেয়র বাজার সমিতি গুলোদের আশ্বস্ত করেছেন আগামীকাল দোকানপাট খোলা রাখুন। ধর্মঘটের প্রভাব এ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হবে না। তিনি আরো বলেছেন এনআরসি ও সিএএএর বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রথম থেকেই সরব হয়েছেন। কিন্তু ধর্মঘট করে প্রতিবাদ ঠিক নয়। পথে নেমে প্রতিবাদ করতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.