কলকাতা, 18 অক্টোবর : দূষণ কমাতে 2030-র মধ্যে রাজ্যর সমস্ত সরকারি বাস বৈদ্যুতিন করা হবে ৷ আজ এ কথা জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ 10 অক্টোবর কোপেনহেগেন শহরে C40 বিশ্ব মেয়র সামিটে যোগদান দিয়েছিলেন ফিরহাদ ৷ লো কার্বন ট্রান্সপোর্টের জন্য কলকাতা পৌরনিগমকে পুরস্কৃত করা হয় সেখানে ৷
এই স্বীকৃতির জন্য আজ বিশেষ সংবর্ধনা দেওয়া হয় মেয়র ফিরহাদ হাকিমকে ৷ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিম শহরে বেসরকারি বৈদ্যুতিন সংস্থার সঙ্গে আলোচনা করে বেশ কয়েকটি ব্যাটারিচালিত চার্জিং স্টেশন চালু করেছিলেন ৷ শহর থেকে কার্বনের পরিমাণ কমাতেই এই উদ্যোগ ৷ এই পদক্ষেপই বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে ৷ মেয়র বলেন, "পর্যায়ক্রমে সরকারি সমস্ত বাসকেই বৈদ্যুতিন বাসে পরিবর্তন করা হবে ৷ এর ফলে দূষণের মাত্রা কমবে শহর থেকে ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"
সংবর্ধনার এই অনুষ্ঠানে তিনি জানান, সবুজ শ্রী প্রকল্প বিশেষ প্রশংসিত হয়েছে C40 মেয়র সামিটে । শহরজুড়ে সবুজায়ন তৈরি করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের সবুজায়নের জন্য একটি পৃথক দপ্তর রয়েছে তা জেনেও বিশ্বের অন্যান্য মেয়ররা প্রশংসা করেছেন বলে জানান তিনি ।