ETV Bharat / state

2030-র মধ্যে বৈদ্যুতিন করা হবে রাজ্যের সমস্ত বাস, জানালেন ফিরহাদ - mayor

10 অক্টোবর কোপেনহেগেন শহরে C40 বিশ্ব মেয়র সামিটে যোগদান দিয়েছিলেন ফিরহাদ ৷ লো কার্বন ট্রান্সপোর্টের জন্য কলকাতা পৌরনিগমকে পুরস্কৃত করা হয় সেখানে ৷ মেয়র বলেন, "পর্যায়ক্রমে সরকারি সমস্ত বাসকেই বৈদ্যুতিন বাসে পরিবর্তন করা হবে ৷"

ফিরহাদ হাকিম
author img

By

Published : Oct 18, 2019, 8:32 PM IST

Updated : Oct 18, 2019, 8:49 PM IST

কলকাতা, 18 অক্টোবর : দূষণ কমাতে 2030-র মধ্যে রাজ্যর সমস্ত সরকারি বাস বৈদ্যুতিন করা হবে ৷ আজ এ কথা জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ 10 অক্টোবর কোপেনহেগেন শহরে C40 বিশ্ব মেয়র সামিটে যোগদান দিয়েছিলেন ফিরহাদ ৷ লো কার্বন ট্রান্সপোর্টের জন্য কলকাতা পৌরনিগমকে পুরস্কৃত করা হয় সেখানে ৷

এই স্বীকৃতির জন্য আজ বিশেষ সংবর্ধনা দেওয়া হয় মেয়র ফিরহাদ হাকিমকে ৷ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিম শহরে বেসরকারি বৈদ্যুতিন সংস্থার সঙ্গে আলোচনা করে বেশ কয়েকটি ব্যাটারিচালিত চার্জিং স্টেশন চালু করেছিলেন ৷ শহর থেকে কার্বনের পরিমাণ কমাতেই এই উদ্যোগ ৷ এই পদক্ষেপই বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে ৷ মেয়র বলেন, "পর্যায়ক্রমে সরকারি সমস্ত বাসকেই বৈদ্যুতিন বাসে পরিবর্তন করা হবে ৷ এর ফলে দূষণের মাত্রা কমবে শহর থেকে ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সংবর্ধনার এই অনুষ্ঠানে তিনি জানান, সবুজ শ্রী প্রকল্প বিশেষ প্রশংসিত হয়েছে C40 মেয়র সামিটে । শহরজুড়ে সবুজায়ন তৈরি করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের সবুজায়নের জন্য একটি পৃথক দপ্তর রয়েছে তা জেনেও বিশ্বের অন্যান্য মেয়ররা প্রশংসা করেছেন বলে জানান তিনি ।

কলকাতা, 18 অক্টোবর : দূষণ কমাতে 2030-র মধ্যে রাজ্যর সমস্ত সরকারি বাস বৈদ্যুতিন করা হবে ৷ আজ এ কথা জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ 10 অক্টোবর কোপেনহেগেন শহরে C40 বিশ্ব মেয়র সামিটে যোগদান দিয়েছিলেন ফিরহাদ ৷ লো কার্বন ট্রান্সপোর্টের জন্য কলকাতা পৌরনিগমকে পুরস্কৃত করা হয় সেখানে ৷

এই স্বীকৃতির জন্য আজ বিশেষ সংবর্ধনা দেওয়া হয় মেয়র ফিরহাদ হাকিমকে ৷ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিম শহরে বেসরকারি বৈদ্যুতিন সংস্থার সঙ্গে আলোচনা করে বেশ কয়েকটি ব্যাটারিচালিত চার্জিং স্টেশন চালু করেছিলেন ৷ শহর থেকে কার্বনের পরিমাণ কমাতেই এই উদ্যোগ ৷ এই পদক্ষেপই বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে ৷ মেয়র বলেন, "পর্যায়ক্রমে সরকারি সমস্ত বাসকেই বৈদ্যুতিন বাসে পরিবর্তন করা হবে ৷ এর ফলে দূষণের মাত্রা কমবে শহর থেকে ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সংবর্ধনার এই অনুষ্ঠানে তিনি জানান, সবুজ শ্রী প্রকল্প বিশেষ প্রশংসিত হয়েছে C40 মেয়র সামিটে । শহরজুড়ে সবুজায়ন তৈরি করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের সবুজায়নের জন্য একটি পৃথক দপ্তর রয়েছে তা জেনেও বিশ্বের অন্যান্য মেয়ররা প্রশংসা করেছেন বলে জানান তিনি ।

Intro:2030 সালের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি বাস বৈদ্যুতিক করা হবে। আজ এ কথা জানালেন কলকাতার পুরনো উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। বর্তমানে আরসিটি বৈদ্যুতিক বাস রয়েছে। দূষণ কমাতে রাজ্য সরকার সমস্ত বাস বৈদ্যুতিক করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এদিন মেয়র ফিরহাদ হাকিম। অক্টোবর মাসের 10 তারিখ কোপেনহেগেনে শহরে সি40 ওয়ার্ল্ড মেয়র সামিটে যোগদান দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। লো কার্বন ট্রান্সপোর্ট এর জন্য কলকাতা পৌর নিগন কে পুরস্কৃত করা হয়।


Body:এদিন কলকাতা পৌরনিগমের এই স্বীকৃতির জন্য বিশেষ সংবর্ধনা দেয়া হয় মেয়র ফিরহাদ হাকিমকে। কলকাতা পৌরনিগমের মেয়রের দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিম শহরে বেসরকারি বৈদ্যুতিন সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা পড়ে বেশ কয়েকটি ব্যাটারিচালিত চার্জিং স্টেশন চালু করেছিলেন। শহর থেকে কার্বনের পরিমাণ কমাতেই এই উদ্যোগ নিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। যা বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন পর্যায়ক্রমে সরকারি সমস্ত বাস কেই বৈদ্যুতিক বাসে পরিণত করা হবে। এর ফলে দূষণের মাত্রা কমবে শহর থেকে। এদিন তিনি জানিয়েছেন ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


Conclusion:এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান সবুজ শ্রী প্রকল্প বিশেষ প্রশংসিত হয়েছে সি40 মেয়র সামিটে। শহরজুড়ে আরবান ফরেস্ট তৈরি করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। শহরের জনসংখ্যা গুলিকে সংরক্ষণ যথেষ্ট প্রশংসিত হয়েছে কলকাতা শহর। কলকাতা পৌরসভার সবুজায়নের জন্য একটি পৃথক দপ্তর রয়েছে তা জেনেও বিশ্বের অন্যান্য মেয়ররা প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে এই 2019 সালের সি40 ওয়ার্ল্ড মেয়র সামিট কলকাতা পৌর নিগমের মুকুটে নতুন পালক সংযোজন করল।
Last Updated : Oct 18, 2019, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.