ETV Bharat / state

Satyajit Ray Birth Anniversary: সত্যজিৎ রায়ের সাদা-কালো ছবি সংরক্ষণ, বাবার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য ছেলে সন্দীপের - সত্যজিৎ রায়ের সাদা কালো ছবি সংরক্ষণ

পথের পাঁচালি ছবি দিয়ে যিনি বিশ্বদরবারে বাংলার মাথা উঁচু করেছিলেন সেই বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের 102তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য ছেলে সন্দীপ রায়ের ৷ সাদা-কালো প্রতিটি ছবি পুনরুদ্ধার করে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷

Satyajit Ray Birth Anniversary
সত্যজিৎ রায়ের সাদা-কালো ছবি সংরক্ষণ
author img

By

Published : May 2, 2023, 10:31 PM IST

কলকাতা, 2 মে: মঙ্গলবার স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের 102তম জন্মশতবার্ষিকী ৷ এই দিনেই সত্যজিৎ প্রেমীদের সুখবর দিয়েছেন ছেলে তথা পরিচালক সন্দীপ রায় ৷ সত্যজিৎ রায়ের বানানো প্রত্যেক সাদা-কালো ছবি পুনরুদ্ধার করে সংরক্ষণ করার পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সন্দীপ রায় ৷

প্রত্য়েক বছরের মতো এই বছরও বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা খোলা ছিল আমজনতার জন্য ৷ এই দিন সকলেই ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য দিতে পারেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে ৷ সাধারণ মানুষের পাশাপাশি, বাংলার শিল্পীরা তথা অনুরাগীরাও শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন এই দিন ৷ সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অরিন্দম শীলের মতো বাংলার শিল্পীরা হাজির হয়েছিলেন এই দিন ৷

সংবাদসংস্থা পিটিআইকে সত্যজিৎ পুত্র জানিয়েছেন, তাঁর বাবার প্রতিটি ছবি জনপ্রিয় হয়েছে তার ইউনিকনেস ও টাইমলিনেস বিষয়ের জন্য ৷ 1955 সালে 'পথের পাঁচালি' ছবি দিয়েই তাঁর জনপ্রিয়তার জার্নি শুরু হয়েছে ৷ সেই সময় কান চলচ্চিত্র উৎসবে এই ছবি বিশ্ব দরবারে বাংলাকে পরিচয় করিয়েছে ৷

আরও পড়ুন : ফুলে, মালায়, সুরের মূর্ছনায় সত্যজিৎ স্মরণ বিশপ রায় রোডের বাড়িতে

আরও তিনি বলেন, "আমরা 2021 সালে সত্যজিৎ রায়ের 100তম জন্মশতবার্ষিকীতে বিশেষ কিছু করতে পারেনি ৷ কারণ অবশ্যই অতিমারি ৷ তাই তাঁর এই বিশেষ দিনটাকে আমরা ভালো ভাবে বড় করে উদযাপন করব ৷ ওঁনার বেশিরভাগ ছবি, যার মধ্যে সাদা-কালো বেশি, সেই সব ছবি পুনরুদ্ধার করে সংরক্ষণ করা হবে ৷ আমরা এখন কাঞ্চনজঙ্ঘা-র ওপরে কাজ করছি ৷ এমনকি, তাঁর যত চিত্রনাট্য, ডকুমেন্ট, প্রিন্ট রয়েছে সেগুলিও সংরক্ষণ করা হবে ৷"

প্রসঙ্গত, এর আগেও পরিচালক সত্যজিৎ রায়ের গুরুত্বপূর্ণ অনেক নথি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে ৷ যাতে বাকি তথ্যভাণ্ডার নষ্ট না হয়, সেদিকেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ উল্লেখ্য, 'হত্যাপুরী'র পর আবার 'ফেলুদা' চরিত্র নিয়ে কাজ করতে চলেছেন সন্দীপ রায় ৷ 'ফেলুদা' চরিত্রে আবারও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে ৷ পাশাপাশি জানিয়েছেন, খুব শীঘ্রই আবারও 'প্রোফেসর শঙ্কু' নিয়েও কাজ করবেন তিনি ৷

কলকাতা, 2 মে: মঙ্গলবার স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের 102তম জন্মশতবার্ষিকী ৷ এই দিনেই সত্যজিৎ প্রেমীদের সুখবর দিয়েছেন ছেলে তথা পরিচালক সন্দীপ রায় ৷ সত্যজিৎ রায়ের বানানো প্রত্যেক সাদা-কালো ছবি পুনরুদ্ধার করে সংরক্ষণ করার পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সন্দীপ রায় ৷

প্রত্য়েক বছরের মতো এই বছরও বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা খোলা ছিল আমজনতার জন্য ৷ এই দিন সকলেই ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য দিতে পারেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে ৷ সাধারণ মানুষের পাশাপাশি, বাংলার শিল্পীরা তথা অনুরাগীরাও শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন এই দিন ৷ সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অরিন্দম শীলের মতো বাংলার শিল্পীরা হাজির হয়েছিলেন এই দিন ৷

সংবাদসংস্থা পিটিআইকে সত্যজিৎ পুত্র জানিয়েছেন, তাঁর বাবার প্রতিটি ছবি জনপ্রিয় হয়েছে তার ইউনিকনেস ও টাইমলিনেস বিষয়ের জন্য ৷ 1955 সালে 'পথের পাঁচালি' ছবি দিয়েই তাঁর জনপ্রিয়তার জার্নি শুরু হয়েছে ৷ সেই সময় কান চলচ্চিত্র উৎসবে এই ছবি বিশ্ব দরবারে বাংলাকে পরিচয় করিয়েছে ৷

আরও পড়ুন : ফুলে, মালায়, সুরের মূর্ছনায় সত্যজিৎ স্মরণ বিশপ রায় রোডের বাড়িতে

আরও তিনি বলেন, "আমরা 2021 সালে সত্যজিৎ রায়ের 100তম জন্মশতবার্ষিকীতে বিশেষ কিছু করতে পারেনি ৷ কারণ অবশ্যই অতিমারি ৷ তাই তাঁর এই বিশেষ দিনটাকে আমরা ভালো ভাবে বড় করে উদযাপন করব ৷ ওঁনার বেশিরভাগ ছবি, যার মধ্যে সাদা-কালো বেশি, সেই সব ছবি পুনরুদ্ধার করে সংরক্ষণ করা হবে ৷ আমরা এখন কাঞ্চনজঙ্ঘা-র ওপরে কাজ করছি ৷ এমনকি, তাঁর যত চিত্রনাট্য, ডকুমেন্ট, প্রিন্ট রয়েছে সেগুলিও সংরক্ষণ করা হবে ৷"

প্রসঙ্গত, এর আগেও পরিচালক সত্যজিৎ রায়ের গুরুত্বপূর্ণ অনেক নথি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে ৷ যাতে বাকি তথ্যভাণ্ডার নষ্ট না হয়, সেদিকেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ উল্লেখ্য, 'হত্যাপুরী'র পর আবার 'ফেলুদা' চরিত্র নিয়ে কাজ করতে চলেছেন সন্দীপ রায় ৷ 'ফেলুদা' চরিত্রে আবারও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে ৷ পাশাপাশি জানিয়েছেন, খুব শীঘ্রই আবারও 'প্রোফেসর শঙ্কু' নিয়েও কাজ করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.