কলকাতা, 28 জানুয়ারি: অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার দাবি-সহ আরও বেশ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে গতকাল শ্যামবাজার ও হাজরা মোড়ে বিক্ষোভ দেখাল ‘অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি’ (All Bengal save education committee demonstrates in Kolkata demanding school reopening) । শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ সমাবেশ চলছে । বিভিন্ন সংগঠনের সঙ্গে এবার পথে নেমেছেন অভিভাবক, শিক্ষক ও পড়ুয়ারাও ।
মেলা থেকে খেলা, রাজ্যে সবকিছুই চলছে পুরোদমে । তবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার যুক্তি কী ? এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতেও প্রতিবাদ জানানো হয় এদিন । বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী এক অভিভাবক বীথিকা সাহা বলেন, “আমার ছেলে মেয়ে দুজনেই স্কুলে পড়ে। আমার মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা না দিয়েই পাশ করল আর ছেলেও পরীক্ষা ছাড়া ক্লাস নাইনে উঠল । দু'বছর হল আমার মেয়ে কলেজে ভর্তি হয়েছে। এখনও কলেজের মুখ দেখল না ।” তাঁর অভিযোগ নামেই অনলাইন ক্লাস হয়। সেই সময় ছাত্রছাত্রীরা অন্য ফোনে ভিডিয়ো গেম খেলে । তাঁর মতে, ”অবিলম্বে প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করে একদম প্রাথমিক স্তর থেকে স্কুল খুলে দেওয়া উচিত । এতে ছেলেমেয়েদের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে ।"
আরও পড়ুন : SFI Protest: স্কুল খোলার দাবিতে সরব এসএফআই, প্রতীকী ক্লাস বর্ধমানে
এপ্রসঙ্গে সংগঠনের সম্পাদক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণকান্তি নস্কর বলেন, "রাজ্য সরকারের উদ্যোগে যে পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরু হতে চলেছে, তা প্রহসনের অপর নাম । কারণ এখানে কোনও শিক্ষার সরঞ্জাম থাকছে না, শৌচালয়ও নেই । এমনকি গরমেও নাকি পাড়ার এই বিদ্যালয় চালু থাকবে । অথচ শিক্ষাদানের সমস্ত সরঞ্জাম, পরিকাঠামো শিক্ষা প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও স্কুল বন্ধ করে রাখা হয়েছে ।" পাড়ায় বিদ্যালয় খোলার কথা বলে বাস্তবে শিক্ষাকে প্রহসনে পরিণত করতে চাইছে রাজ্য সরকার, অভিযোগ অধ্যাপকের । একই সঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করে শিক্ষাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার ।