ETV Bharat / state

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্দেশে আগামীকাল থেকে খোলা থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক - ALL BANKS WILL REMAIN OPEN FROM TOMORROW

আগামীকাল থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা থাকবে ৷ জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস ।

ALL BANKS WILL REMAIN OPEN FROM TOMORROW
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্দেশে আগামীকাল থেকে খোলা থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক
author img

By

Published : Mar 29, 2020, 11:56 PM IST

কলকাতা, 29 মার্চ : গোটা দেশজুড়ে কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন ৷ এরই মধ্যে কোরোনা আতঙ্ককে উপেক্ষা করে আগামীকাল থেকে ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হল । আগামীকাল থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা থাকবে ৷ জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস ।

মাসের শেষে এবং মাসের শুরুতে বেতনের জন্য কর্মচারীদের আর উদ্বিগ্ন হতে হবে না । প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় বরাদ্দ 1.70 কোটি টাকার 500 টাকা করে দেওয়া হবে রাজ্যের দরিদ্র মানুষকে । সেই টাকাও আগামীকাল থেকে সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্টরা । মাসিক বেতন, পেনশন, অন্যান্য সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামীকাল থেকেই রাজ্যের সব ব্যাঙ্ক সকাল 10 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত খোলা থাকবে । ভিড় এড়িয়ে বিকল্প পদ্ধতির মাধ্যমে ATM এবং E-কর্নার ব্যবহারের কথাও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের নির্দেশনামায় । ব্যাঙ্কগুলিতে একসঙ্গে বেশি গ্রাহকের সমাগম এড়াতে নিয়মিত খোলা হবে ব্যাঙ্ক ৷

কলকাতা, 29 মার্চ : গোটা দেশজুড়ে কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন ৷ এরই মধ্যে কোরোনা আতঙ্ককে উপেক্ষা করে আগামীকাল থেকে ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হল । আগামীকাল থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা থাকবে ৷ জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস ।

মাসের শেষে এবং মাসের শুরুতে বেতনের জন্য কর্মচারীদের আর উদ্বিগ্ন হতে হবে না । প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় বরাদ্দ 1.70 কোটি টাকার 500 টাকা করে দেওয়া হবে রাজ্যের দরিদ্র মানুষকে । সেই টাকাও আগামীকাল থেকে সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্টরা । মাসিক বেতন, পেনশন, অন্যান্য সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামীকাল থেকেই রাজ্যের সব ব্যাঙ্ক সকাল 10 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত খোলা থাকবে । ভিড় এড়িয়ে বিকল্প পদ্ধতির মাধ্যমে ATM এবং E-কর্নার ব্যবহারের কথাও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের নির্দেশনামায় । ব্যাঙ্কগুলিতে একসঙ্গে বেশি গ্রাহকের সমাগম এড়াতে নিয়মিত খোলা হবে ব্যাঙ্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.