কলকাতা, 2 জানুয়ারি : কয়েক ঘণ্টা আগেও তিলোত্তমার দর্শনীয় স্থানগুলিতে তিলধারণের জায়গা ছিল না ৷ বছরের প্রথমদিনটি স্মরণীয় করে রাখতে পরিবার, প্রিয়জনের হাত ধরে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘরে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মানুষ ৷ আজ, অর্থাৎ বছরের প্রথম রবিবার 66 হাজার দর্শক সমাগম হয়েছিল আলিপুর চিড়িয়াখানায় । রবিবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর কোভিড বিধিনিষেধ চালুর ঘোষণার পর সব বদলে গেল ৷ করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে আগামীকাল থেকে রাজ্যে নতুন করে চালু হচ্ছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ ৷ বেশ কিছু জায়গায় আংশিক ছাড় থাকলেও চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতো কলকাতার দর্শনীয় স্থানগুলিতে সোমবার থেকে দর্শক প্রবেশ নিষিদ্ধ ৷ অন্তত পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত বন্ধই থাকবে চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার গেট (Alipore Zoo and Victoria Memorial will be closed from tomorrow as per new covid 19 guidelines ) ৷
গত বছরের শেষ থেকে নতুন বছরের প্রথম সপ্তাহে চিড়িয়াখানায় দর্শক সমাগম সবচেয়ে বেশি হয় । গত 26 ডিসেম্বর 70 হাজার দর্শক এসেছিলেন চিড়িয়াখানায় । আজ সেই সংখ্যাটা ছিল 66 হাজার ৷ সোমবার থেকে সেই দৃশ্যের পুরো উল্টোটাই দেখা যাবে ৷ আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্ত বলছেন, সরকারি নির্দেশ মেনে আগামীকাল থেকে দর্শক প্রবেশ বন্ধ থাকবে । তবে চিড়িয়াখানার কর্মীরা আসবেন ৷ অফিস চালানো এবং বন্যপ্রাণীদের রক্ষণাবেক্ষণের জন্য কর্মীদের প্রয়োজন (Bengal New Covid Curbs) ।
ইতিমধ্যে আলিপুর চিড়িয়াখানার মূল প্রবেশদ্বারে চিড়িয়াখানা বন্ধ রাখার নোটিশ ঝোলানো হয়েছে । মানুষের মধ্যে করোনা ছড়াচ্ছে । তাহলে বন্যপ্রাণীরা কি এই ভাইরাস প্রতিরোধে সক্ষম ? আশিস সামন্ত বলছেন, কলকাতা চিড়িয়াখানায় এমন ঘটনা ঘটেনি । 2019 সাল থেকে অ্যান্টি ভাইরাস স্প্রে করা হয়ে আসছে । সপ্তাহে তিনবার এই স্প্রে করা হয়ে থাকে । তাই চিড়িয়াখানার একজন সুইপার ছাড়া এখনও অন্য কারও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নেই । আপাতত সেই নিয়ম কড়াভাবে পালন করা হচ্ছে । চিড়িয়াখানার সমস্ত প্রাণীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে । মুখ্যসচিবের ঘোষণার পর তড়িঘড়ি ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সরকারি নির্দেশ মেনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ছাড়াও বাগান এলাকা, প্রজেকশন ম্যাপিং শো বন্ধ থাকবে ৷