কলকাতা, 23 জানুয়ারি: হাসিন জাহানকে মাসে মাসে 50 হাজার টাকা করে দিতে হবে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohd Shami Marital Discord)। সোমবার এই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত (Alipore court)৷ তবে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন হাসিন জাহান (Hasin Jahan)৷
মহম্মদ শামির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিলেন হাসিন । সেই মামলার নির্দেশে আলিপুর আদালতের বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রতি মাসের 10 তারিখের মধ্যে শামিকে এই অর্থ দিতে হবে হাসিন জাহানকে । যদিও হাসিন জাহান মাসে 10 লক্ষ টাকা করে দাবি করেছিলেন শামির কাছ থেকে । স্বাভাবিকভাবেই এই রায়ে খুশি নন হাসিন । এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন হাসিনের আইনজীবী ।
মহম্মদ শামির বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগ করেছিলেন হাসিন জাহান । শামির দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্যেও তাঁকে জোর করা হয় বলে দাবি করেছিলেন হাসিন । 2018 সালে আলিপুর আদালতে মামলা করেন হাসিন জাহান ।
এ দিন আদালত তার নির্দেশে জানায়, প্রতি মাসের 10 তারিখের মধ্যে স্ত্রীকে 50 হাজার টাকা আর্থিক সহায়তা দিতে হবে শামিকে । এর আগে মামলার শুরুতেই আদালত নির্দেশ দিয়েছিল যে, তাঁদের মেয়ের ভরণপোষণের খরচ বাবদ শামিকে মাসে মাসে 80 হাজার টাকা করে দিতে হবে । নির্দেশে আরও জানানো হয়েছে যে, 2018 সালের মার্চ মাসে মামলা রুজু হওয়ার সময় থেকে সমস্ত বকেয়া মেটাতে হবে শামিকে ।
আরও পড়ুন: হাসিন জাহানকে খুনের হুমকি
আদালতে হাসিনের আইনজীবীর যুক্তি ছিল, আয়কর দফতরের কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী 2020-21 অর্থবর্ষে শামির আয় ছিল 7 কোটি 19 লক্ষেরও বেশি টাকা । কিন্তু হাসিনের আইনজীবীর যুক্তি খারিজ করে শামির আইনজীবী সেলিম রহমান পালটা যুক্তি দিয়ে বলেন, পেশায় মডেল হাসিন নিজে রোজগার করেন । তাই তাঁর আর্থিক সহায়তার প্রয়োজন নেই ।