ETV Bharat / state

Terrorist Arrested from Dhaka: লালবাজারের তথ্য পেয়ে ঢাকায় আত্মগোপন করে থাকা আল কায়দা জঙ্গি গ্রেফতার - আল কায়েদা জঙ্গি

বাংলাদেশের ঢাকা থেকে গ্রেফতার করা হল এক আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হল ৷ লালবাজারের থেকে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ কলকাতা পুলিশ তাকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ৷

Terrorist Arrested from Dhaka
Terrorist Arrested from Dhaka
author img

By

Published : Jul 6, 2023, 5:36 PM IST

কলকাতা, 6 জুলাই: আল কায়েদা জঙ্গি সন্দেহে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হল ইকরামুল হক ওরফে আবু তালহাকে ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে এবার কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে ৷

লালবাজার সূত্রে খবর, মূলত কলকাতা ও কলকাতা সংলগ্ন বিভিন্ন শহরতলি ও সারা রাজ্যে আল কায়েদা জঙ্গি মডিউলের স্লিপার সেল তৈরির স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে বারবার চেষ্টা করে ইকরামুল হক ৷ কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের এসটিএফ ও রাজ্য পুলিশের এসটিএফ-এর তাড়া খেয়ে একাধিক জেলায় আত্মগোপন করে সে ৷ অবশেষে সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়েছিল ওই আল কায়েদা জঙ্গি ।

তবে বাংলাদেশ পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করে অবশেষে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সাহায্যে বাংলাদেশ থেকে ইকরামুল হককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ । এই বিষয়ে কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, তাঁরা বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করছেন । বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে আল-কায়েদা জঙ্গি সন্দেহে ধৃত ওই ব্যক্তিকে এই দেশে এনে তাঁকে কলকাতায় আনা হবে ।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে কোচবিহার থেকে পুলিশের তাড়া খেয়ে নিজের বেশভূষা পরিবর্তন করে দীর্ঘদিন কলকাতার বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে এই একরামুল হক ওরফে আবু তালহা । আবু তালহা বা একরামুল হকের উপর দায়িত্ব ছিল এই রাজ্য তথা কলকাতায় আল কায়েদা জঙ্গি মডিউলের ভিত শক্ত করা এবং বেকার যুবক যুবতীদের জঙ্গি সংগঠনে যুক্ত করা ।

একাধিকবার আবু তাহেরের খোঁজ পেয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ কিন্তু কখনোই তাকে ধরা যায়নি ৷ কারণ, প্রতিবারই আগাম খবর পেয়ে যেত সে ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগর ও মথুরাপুরে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল আবু তালহা । সেখানেও অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ ৷ কিন্তু আগাম খবর পেয়ে নিজের দাড়ি গোঁফ ও চুল কামিয়ে ফেলে সে ৷ ফলে তাকে ধরা যায়নি৷ দক্ষিণ 24 পরগনা থেকে সে চলে যায় নদিয়ায় ৷ সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে গা ঢাকা দেয় ৷

তবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা আচমকাই সোর্স মারফত খবর পান যে আবু তালহা বর্তমানে বাংলাদেশের ঢাকার সবুজবাগের একটি গোপন ডেরা গড়ে তুলেছে এবং সেখানেই সে রয়েছে । এরপরেই বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজার । এরপরেই বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ইকরামুল হক ওরফে আবু তালহাকে ধরতে বাংলাদেশের ঢাকার গোয়েন্দা সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের গোয়েন্দারা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সঙ্গে অনলাইনে একাধিকবার বৈঠক করেন ৷ তার পরে অবশেষে তাকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে রাজ্য এসটিএফ-র হাতে গ্রেফতার সন্দেহভাজন আল কায়দা জঙ্গি

কলকাতা, 6 জুলাই: আল কায়েদা জঙ্গি সন্দেহে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হল ইকরামুল হক ওরফে আবু তালহাকে ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে এবার কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে ৷

লালবাজার সূত্রে খবর, মূলত কলকাতা ও কলকাতা সংলগ্ন বিভিন্ন শহরতলি ও সারা রাজ্যে আল কায়েদা জঙ্গি মডিউলের স্লিপার সেল তৈরির স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে বারবার চেষ্টা করে ইকরামুল হক ৷ কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের এসটিএফ ও রাজ্য পুলিশের এসটিএফ-এর তাড়া খেয়ে একাধিক জেলায় আত্মগোপন করে সে ৷ অবশেষে সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়েছিল ওই আল কায়েদা জঙ্গি ।

তবে বাংলাদেশ পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করে অবশেষে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সাহায্যে বাংলাদেশ থেকে ইকরামুল হককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ । এই বিষয়ে কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, তাঁরা বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করছেন । বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে আল-কায়েদা জঙ্গি সন্দেহে ধৃত ওই ব্যক্তিকে এই দেশে এনে তাঁকে কলকাতায় আনা হবে ।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে কোচবিহার থেকে পুলিশের তাড়া খেয়ে নিজের বেশভূষা পরিবর্তন করে দীর্ঘদিন কলকাতার বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে এই একরামুল হক ওরফে আবু তালহা । আবু তালহা বা একরামুল হকের উপর দায়িত্ব ছিল এই রাজ্য তথা কলকাতায় আল কায়েদা জঙ্গি মডিউলের ভিত শক্ত করা এবং বেকার যুবক যুবতীদের জঙ্গি সংগঠনে যুক্ত করা ।

একাধিকবার আবু তাহেরের খোঁজ পেয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ কিন্তু কখনোই তাকে ধরা যায়নি ৷ কারণ, প্রতিবারই আগাম খবর পেয়ে যেত সে ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগর ও মথুরাপুরে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল আবু তালহা । সেখানেও অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ ৷ কিন্তু আগাম খবর পেয়ে নিজের দাড়ি গোঁফ ও চুল কামিয়ে ফেলে সে ৷ ফলে তাকে ধরা যায়নি৷ দক্ষিণ 24 পরগনা থেকে সে চলে যায় নদিয়ায় ৷ সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে গা ঢাকা দেয় ৷

তবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা আচমকাই সোর্স মারফত খবর পান যে আবু তালহা বর্তমানে বাংলাদেশের ঢাকার সবুজবাগের একটি গোপন ডেরা গড়ে তুলেছে এবং সেখানেই সে রয়েছে । এরপরেই বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজার । এরপরেই বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ইকরামুল হক ওরফে আবু তালহাকে ধরতে বাংলাদেশের ঢাকার গোয়েন্দা সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের গোয়েন্দারা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সঙ্গে অনলাইনে একাধিকবার বৈঠক করেন ৷ তার পরে অবশেষে তাকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে রাজ্য এসটিএফ-র হাতে গ্রেফতার সন্দেহভাজন আল কায়দা জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.