ETV Bharat / state

AITUC New Organization: চুক্তিভিত্তিক কর্মীদের আইনি সহায়তা দিতে নয়া সংগঠন - এআইটিইউসি

দেশজুড়ে চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Labourers) আইনি সহায়তা (Legal Support) দিতে নয়া সংগঠন (New Organization) গঠন করল সিপিআই (CPI)-এর শ্রমিক সংগঠন 'অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস' (All India Trade Union Congress) বা এআইটিইউসি (AITUC) ৷ এই সংগঠনের নাম দেওয়া হয়েছে 'অল ইন্ডিয়া কমিটি অফ সিকিউরিটি ইউনিয়ন' ৷

AITUC formed New Organization to give legal support to Contractual Labourers
AITUC New Organization: চুক্তিভিত্তিক কর্মীদের আইনি সহায়তা দিতে নয়া সংগঠন
author img

By

Published : Nov 13, 2022, 4:22 PM IST

Updated : Nov 13, 2022, 4:50 PM IST

কলকাতা, 13 নভেম্বর: দেশজুড়ে সরকারি এবং বেসরকারি, উভয় ক্ষেত্রেই চুক্তিভিত্তিক কর্মী (Contractual Labourers) নিয়োগ হচ্ছে হু হু করে ৷ ইদানিং নানা কারণ দেখিয়ে সরকারও স্থায়ী চাকরির পরিবর্তে অস্থায়ী কর্মী নিয়োগ করছে ৷ এতে বেতনবাবদ সরকার পক্ষকে কম টাকা খরচ করতে হচ্ছে ৷ উপরন্তু, অস্থায়ী চাকরিজীবীদের ভবিষ্যতের জন্য তেমন কোনও সুযোগ, সুবিধাও দেওয়া হচ্ছে না ৷ এমনকী, বার্ধক্য ভাতা, উৎসব ভাতা ও স্বাস্থ্যবিমা পর্যন্ত থাকছে না তাঁদের ৷ আর তা নিয়েই সরব হয়েছে সিপিআই (CPI)-এর শ্রমিক সংগঠন 'অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস' (All India Trade Union Congress) বা এআইটিইউসি (AITUC) ৷ দেশজুড়ে চুক্তিভিত্তিক কর্মীদের ঐক্যবদ্ধ করাই আপাতত তাদের প্রধান লক্ষ্য ৷ এর জন্য বিশেষ কমিটি ও সংগঠন গড়ে তোলা হচ্ছে ৷ শনিবার কেন্দ্রীয়ভাবে এই সংগঠনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল কলকাতায় ৷ নতুন সংগঠনের নাম দেওয়া হয়েছে, 'অল ইন্ডিয়া কমিটি অফ সিকিউরিটি ইউনিয়ন' ৷

শনিবারের এই কর্মসূচি উপলক্ষে কলকাতায় আসেন সিপিআই-এর কেন্দ্রীয় কমিটির নেতারা ৷ কেরালা, তামিলনাড়ু-সহ একাধিক দক্ষিণ ভারতীয় রাজ্যের বামপন্থী শ্রমিক সংগঠনগুলির নেতা-নেত্রীরা এদিন কলকাতার লেনিন মূর্তি থেকে এন্টালি মার্কেট পর্যন্ত পদযাত্রায় অংশ নেন ৷ এরপর এন্টালি মার্কেটেই একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় ৷ এই সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা হয় ৷ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে তোপ দাগেন দক্ষিণী নেতারা ৷ বিশেষ করে রেল, বিমা-সহ একাধিক সরকারি সম্পদের যেভাবে বেসরকারিকরণ করা হচ্ছে, তার সমালোচনা করেন তাঁরা ৷ সিপিআই নেতারা মনে করেন, এতে সামগ্রিকভাবে শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ হবে ৷

আরও পড়ুন: সিপিআই রাজ্য সম্পাদক পদে পুনর্নির্বাচিত স্বপন বন্দ্যোপাধ্যায়

এআইটিইউসি-এর রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী এই প্রসঙ্গে বলেন, "যত দিন যাচ্ছে, রেল, বিমা-সহ একাধিক সরকারি ক্ষেত্র ধ্বংসের মুখে চলে যাচ্ছে ৷ কর্মীদের কাজের কোনও নিরাপত্তা থাকছে না ৷ তাঁরা না পাচ্ছেন পেনশন, না পাচ্ছেন চিকিৎসার সুযোগ ৷ সরকারি দফতরে এমন হাজারো একটা পদ রয়েছে, যেখানে শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে ৷ তাও খুব অল্প বেতনে ৷ এদিকে, লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অথচ বেতন বাড়ছে না ৷ ওই সমস্ত কর্মীর চাকরির কোনও নিরাপত্তা তো থাকছেই না ৷ উপরন্তু, বিপদে-আপদে সরকারি কোনও সুযোগ-সুবিধাও তাঁরা পাচ্ছেন না৷ বেসরকারি ক্ষেত্রেও একই অবস্থা ৷ তাই এইসব বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে অস্থায়ী চুক্তিভিত্তিক নিরাপত্তাহীন কর্মীদের ঐক্যবদ্ধ করে তাঁদের আইনি লড়াই লড়তে নতুন সংগঠন গড়ে তোলা হচ্ছে ৷ যার নেতৃত্বে থাকবে এআইটিইউসি ৷ পশ্চিমবঙ্গ তথা সারা দেশের শ্রমিকদের স্বার্থে আমরা আইনি লড়াই লড়ব ৷"

কলকাতা, 13 নভেম্বর: দেশজুড়ে সরকারি এবং বেসরকারি, উভয় ক্ষেত্রেই চুক্তিভিত্তিক কর্মী (Contractual Labourers) নিয়োগ হচ্ছে হু হু করে ৷ ইদানিং নানা কারণ দেখিয়ে সরকারও স্থায়ী চাকরির পরিবর্তে অস্থায়ী কর্মী নিয়োগ করছে ৷ এতে বেতনবাবদ সরকার পক্ষকে কম টাকা খরচ করতে হচ্ছে ৷ উপরন্তু, অস্থায়ী চাকরিজীবীদের ভবিষ্যতের জন্য তেমন কোনও সুযোগ, সুবিধাও দেওয়া হচ্ছে না ৷ এমনকী, বার্ধক্য ভাতা, উৎসব ভাতা ও স্বাস্থ্যবিমা পর্যন্ত থাকছে না তাঁদের ৷ আর তা নিয়েই সরব হয়েছে সিপিআই (CPI)-এর শ্রমিক সংগঠন 'অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস' (All India Trade Union Congress) বা এআইটিইউসি (AITUC) ৷ দেশজুড়ে চুক্তিভিত্তিক কর্মীদের ঐক্যবদ্ধ করাই আপাতত তাদের প্রধান লক্ষ্য ৷ এর জন্য বিশেষ কমিটি ও সংগঠন গড়ে তোলা হচ্ছে ৷ শনিবার কেন্দ্রীয়ভাবে এই সংগঠনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল কলকাতায় ৷ নতুন সংগঠনের নাম দেওয়া হয়েছে, 'অল ইন্ডিয়া কমিটি অফ সিকিউরিটি ইউনিয়ন' ৷

শনিবারের এই কর্মসূচি উপলক্ষে কলকাতায় আসেন সিপিআই-এর কেন্দ্রীয় কমিটির নেতারা ৷ কেরালা, তামিলনাড়ু-সহ একাধিক দক্ষিণ ভারতীয় রাজ্যের বামপন্থী শ্রমিক সংগঠনগুলির নেতা-নেত্রীরা এদিন কলকাতার লেনিন মূর্তি থেকে এন্টালি মার্কেট পর্যন্ত পদযাত্রায় অংশ নেন ৷ এরপর এন্টালি মার্কেটেই একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় ৷ এই সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা হয় ৷ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে তোপ দাগেন দক্ষিণী নেতারা ৷ বিশেষ করে রেল, বিমা-সহ একাধিক সরকারি সম্পদের যেভাবে বেসরকারিকরণ করা হচ্ছে, তার সমালোচনা করেন তাঁরা ৷ সিপিআই নেতারা মনে করেন, এতে সামগ্রিকভাবে শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ হবে ৷

আরও পড়ুন: সিপিআই রাজ্য সম্পাদক পদে পুনর্নির্বাচিত স্বপন বন্দ্যোপাধ্যায়

এআইটিইউসি-এর রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী এই প্রসঙ্গে বলেন, "যত দিন যাচ্ছে, রেল, বিমা-সহ একাধিক সরকারি ক্ষেত্র ধ্বংসের মুখে চলে যাচ্ছে ৷ কর্মীদের কাজের কোনও নিরাপত্তা থাকছে না ৷ তাঁরা না পাচ্ছেন পেনশন, না পাচ্ছেন চিকিৎসার সুযোগ ৷ সরকারি দফতরে এমন হাজারো একটা পদ রয়েছে, যেখানে শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে ৷ তাও খুব অল্প বেতনে ৷ এদিকে, লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অথচ বেতন বাড়ছে না ৷ ওই সমস্ত কর্মীর চাকরির কোনও নিরাপত্তা তো থাকছেই না ৷ উপরন্তু, বিপদে-আপদে সরকারি কোনও সুযোগ-সুবিধাও তাঁরা পাচ্ছেন না৷ বেসরকারি ক্ষেত্রেও একই অবস্থা ৷ তাই এইসব বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে অস্থায়ী চুক্তিভিত্তিক নিরাপত্তাহীন কর্মীদের ঐক্যবদ্ধ করে তাঁদের আইনি লড়াই লড়তে নতুন সংগঠন গড়ে তোলা হচ্ছে ৷ যার নেতৃত্বে থাকবে এআইটিইউসি ৷ পশ্চিমবঙ্গ তথা সারা দেশের শ্রমিকদের স্বার্থে আমরা আইনি লড়াই লড়ব ৷"

Last Updated : Nov 13, 2022, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.