ETV Bharat / state

Asansol Stampede: আসানসোল যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, দেখা করবে পদপিষ্ট-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে

রবিবার আসানসোল যাচ্ছে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধিদল ৷ গত বুধবার এখানে কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরী-সহ তিন জনের (Asansol Stampede incident) ৷ ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রতিনিধি দলের সদস্যরা ৷

ETV Bharat
তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধিদল রবিবার আসানসোল যাচ্ছে
author img

By

Published : Dec 17, 2022, 3:30 PM IST

Updated : Dec 17, 2022, 4:22 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: আসানসোল যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল ৷ গত বুধবার এখানে বিজেপির কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরী-সহ তিন জনের (Asansol Stampede incident) ৷ এই ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে রবিবার দেখা করবে তৃণমূলের এক প্রতিনিধি দল (AITC delegation to visit Asansol) ৷ শনিবার দলের তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে ৷ 5 সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের তিন মন্ত্রী শশী পাঁজা, বাবুল সুপ্রিয় ও পার্থ ভৌমিক ৷ থাকবেন বিধায়ক বিবেক গুপ্ত ও যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ৷

উল্লেখ্য, গত বুধবার আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এলাকার বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় ৷ এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ, ওই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি ৷ পুলিশও পর্যাপ্ত সংখ্যায় সেখানে ছিল না ৷ ফলে শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে যাওয়ার পরেও কম্বল নেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় ৷ পদপিষ্ট হন 9 জন ৷ তাঁদের মধ্যে এক নাবালিকা-সহ 3 জনের মৃত্যু হয় ৷ ঘটনায় ইতিমধ্যের বেশকয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ (Asansol stampede incident update) ৷

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর

বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ অনুষ্ঠানের জন্য পুলিশি অনুমতি ও পুলিশকে সঠিক তথ্য দেওয়া হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ এরই মাঝে আসানসোলের ওই এলাকায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল ৷ ক্ষতিগ্রস্তদের বিচার পাইয়ে দেওয়ার জন্য দল লড়বে, এমনটাই জানানো হয়েছে টুইট বার্তায় (Asansol stampede case) ৷

কলকাতা, 17 ডিসেম্বর: আসানসোল যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল ৷ গত বুধবার এখানে বিজেপির কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরী-সহ তিন জনের (Asansol Stampede incident) ৷ এই ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে রবিবার দেখা করবে তৃণমূলের এক প্রতিনিধি দল (AITC delegation to visit Asansol) ৷ শনিবার দলের তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে ৷ 5 সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের তিন মন্ত্রী শশী পাঁজা, বাবুল সুপ্রিয় ও পার্থ ভৌমিক ৷ থাকবেন বিধায়ক বিবেক গুপ্ত ও যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ৷

উল্লেখ্য, গত বুধবার আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এলাকার বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় ৷ এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ, ওই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি ৷ পুলিশও পর্যাপ্ত সংখ্যায় সেখানে ছিল না ৷ ফলে শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে যাওয়ার পরেও কম্বল নেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় ৷ পদপিষ্ট হন 9 জন ৷ তাঁদের মধ্যে এক নাবালিকা-সহ 3 জনের মৃত্যু হয় ৷ ঘটনায় ইতিমধ্যের বেশকয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ (Asansol stampede incident update) ৷

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর

বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ অনুষ্ঠানের জন্য পুলিশি অনুমতি ও পুলিশকে সঠিক তথ্য দেওয়া হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ এরই মাঝে আসানসোলের ওই এলাকায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল ৷ ক্ষতিগ্রস্তদের বিচার পাইয়ে দেওয়ার জন্য দল লড়বে, এমনটাই জানানো হয়েছে টুইট বার্তায় (Asansol stampede case) ৷

Last Updated : Dec 17, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.