ETV Bharat / state

বাংলার মিম নেতাদের সঙ্গে বৈঠক ওয়াইসির - aimim leader asaduddin owaisi Meet with Bengal leaders

2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ! রূপরেখা নির্ণয় করতেই কি বৈঠক !

মিম
মিম
author img

By

Published : Dec 12, 2020, 10:18 PM IST

Updated : Dec 12, 2020, 10:36 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর : এবার কি 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় সংগঠনের মাটিকে শক্ত করতে মাঠে নামলেন স্বয়ং আসাদউদ্দিন ওয়াইসি । অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ আজ বাংলার মিম নেতাদের নিয়ে বৈঠক করেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ তেলাঙ্গানার হায়দরাবাদে নিজের বাসভবনে পশ্চিমবঙ্গে মিমের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে অনেকটাই ভালো ফল করেছে মিম ৷ মূলত বিহারের যে সমস্ত অঞ্চলগুলোতে মিমের ভালো হয়েছে সেই সমস্ত অঞ্চলের বেশিরভাগটাই বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় ৷ এই পরিস্থিতিতে এরাজ্যেও নিজেদের অবস্থানকে শক্ত করতে চাইছেন ওয়াইসি ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার রাজনৈতিক পেক্ষাপটের অনেকটাই পরিবর্তন এসেছে ৷ বাম-কংগ্রেস বারেবারেই অভিযোগ করে এসেছে, এরাজ্যের সংখ্যালঘুদের তোষণ করছে তৃণমূল ৷ এই পরিস্থিতিতেই বাংলার মাটিতে উত্থান হয় মিমের ৷

বাংলার একঝাঁক নেতৃত্বের নিয়ে ওয়াইসির বৈঠক
বাংলার একঝাঁক নেতৃত্বের নিয়ে ওয়াইসির বৈঠক

যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে মিমকে গুরুত্ব দিতে নারাজ বাম-কংগ্রেস, তৃণমূল ৷ "মিমকে নিয়ে চিন্তিত না ৷" বারেবারেই এই কথা বলে এসেছে রাজ্যের বাম-ডান রাজনৈতিক দল ৷ আজও তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল ভবনে সংবাদিক বৈঠকে 2021-এর বিধানসভা নির্বাচনে মিম-এর ভূমিকার প্রসঙ্গে বলেন, "আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির সহায়ক ৷ বিজেপি বিরোধী ভোট বিভাজনের জন্য ওয়াইসিকে ব্যবহার করা হচ্ছে ৷ বিহারেও একই জিনিস হয়েছে ৷ ওয়াইসি নিয়ে আমরা চিন্তিত না ৷"

আরও পড়ুন :একের পর এক ভাঙন, রাজ্য়ে কি তবে "ফণা" তোলার আগেই নির্বিষ মিম !

সম্প্রতি, মিমের রাজ্য যুব সংগঠনে ভাঙন ধরিয়েছে তৃণমূল ৷ 10 ডিসেম্বর মিমের রাজ্য যুব সভাপতি মহম্মদ শফিউল্লাহ খান সহ প্রায় 30 জন সদস্য তৃণমূলে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন ফিরহাদ হাকিম । 2021- এর রাজ্য বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়াইসির দল মিম প্রার্থী দেবে বলে জল্পনা চলছে । মিম প্রার্থী দিলে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য থাকা সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে বলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তৃণমূলের একাংশ নেতা-কর্মীর মতে, মিমকে নিয়ে রীতিমতো চাপের মধ্যে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও ভিন্ন সুর তৃণমূলের নেতাদের গলায় ৷

মিমের পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন ওয়াইসি
মিমের পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন ওয়াইসি

আরও পড়ুন :মিমের রাজ্য যুব সংগঠনে ভাঙন ধরাল তৃণমূল

এই পরিস্থিতিতে আজ হায়দরাবাদে বাংলার একঝাঁক নেতৃত্বের নিয়ে ওয়াইসির বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷ বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বাংলায় মিমের অবস্থানের জল মাপতেই এই বৈঠক ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, "মিমের পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ আমি সেখানকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচন নিয়ে তাঁদের মতামত শুনেছি ৷ আজকের বৈঠকে যোগদান করার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ ৷"

হায়দরাবাদ, 12 ডিসেম্বর : এবার কি 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় সংগঠনের মাটিকে শক্ত করতে মাঠে নামলেন স্বয়ং আসাদউদ্দিন ওয়াইসি । অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ আজ বাংলার মিম নেতাদের নিয়ে বৈঠক করেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ তেলাঙ্গানার হায়দরাবাদে নিজের বাসভবনে পশ্চিমবঙ্গে মিমের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে অনেকটাই ভালো ফল করেছে মিম ৷ মূলত বিহারের যে সমস্ত অঞ্চলগুলোতে মিমের ভালো হয়েছে সেই সমস্ত অঞ্চলের বেশিরভাগটাই বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় ৷ এই পরিস্থিতিতে এরাজ্যেও নিজেদের অবস্থানকে শক্ত করতে চাইছেন ওয়াইসি ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার রাজনৈতিক পেক্ষাপটের অনেকটাই পরিবর্তন এসেছে ৷ বাম-কংগ্রেস বারেবারেই অভিযোগ করে এসেছে, এরাজ্যের সংখ্যালঘুদের তোষণ করছে তৃণমূল ৷ এই পরিস্থিতিতেই বাংলার মাটিতে উত্থান হয় মিমের ৷

বাংলার একঝাঁক নেতৃত্বের নিয়ে ওয়াইসির বৈঠক
বাংলার একঝাঁক নেতৃত্বের নিয়ে ওয়াইসির বৈঠক

যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে মিমকে গুরুত্ব দিতে নারাজ বাম-কংগ্রেস, তৃণমূল ৷ "মিমকে নিয়ে চিন্তিত না ৷" বারেবারেই এই কথা বলে এসেছে রাজ্যের বাম-ডান রাজনৈতিক দল ৷ আজও তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল ভবনে সংবাদিক বৈঠকে 2021-এর বিধানসভা নির্বাচনে মিম-এর ভূমিকার প্রসঙ্গে বলেন, "আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির সহায়ক ৷ বিজেপি বিরোধী ভোট বিভাজনের জন্য ওয়াইসিকে ব্যবহার করা হচ্ছে ৷ বিহারেও একই জিনিস হয়েছে ৷ ওয়াইসি নিয়ে আমরা চিন্তিত না ৷"

আরও পড়ুন :একের পর এক ভাঙন, রাজ্য়ে কি তবে "ফণা" তোলার আগেই নির্বিষ মিম !

সম্প্রতি, মিমের রাজ্য যুব সংগঠনে ভাঙন ধরিয়েছে তৃণমূল ৷ 10 ডিসেম্বর মিমের রাজ্য যুব সভাপতি মহম্মদ শফিউল্লাহ খান সহ প্রায় 30 জন সদস্য তৃণমূলে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন ফিরহাদ হাকিম । 2021- এর রাজ্য বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়াইসির দল মিম প্রার্থী দেবে বলে জল্পনা চলছে । মিম প্রার্থী দিলে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য থাকা সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে বলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তৃণমূলের একাংশ নেতা-কর্মীর মতে, মিমকে নিয়ে রীতিমতো চাপের মধ্যে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও ভিন্ন সুর তৃণমূলের নেতাদের গলায় ৷

মিমের পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন ওয়াইসি
মিমের পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন ওয়াইসি

আরও পড়ুন :মিমের রাজ্য যুব সংগঠনে ভাঙন ধরাল তৃণমূল

এই পরিস্থিতিতে আজ হায়দরাবাদে বাংলার একঝাঁক নেতৃত্বের নিয়ে ওয়াইসির বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷ বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বাংলায় মিমের অবস্থানের জল মাপতেই এই বৈঠক ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, "মিমের পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ আমি সেখানকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচন নিয়ে তাঁদের মতামত শুনেছি ৷ আজকের বৈঠকে যোগদান করার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ ৷"

Last Updated : Dec 12, 2020, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.