ETV Bharat / state

রাজ্যের ভোটে মিম কোনও ফ্যাক্টর নয়, কর্মীদের আশ্বাস মমতার

দলীয় কর্মীদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ''আপনারা নিশ্চিন্তে কাজ করুন। মিম কোনও প্রভাব ফেলবে না। কোনও গুরুত্ব নেই মিমের।''

Asaduddin Owaisi's AIMIM is not a factor in bengal election, says mamata banerjee
'রাজ্যের ভোটে মিম কোনও ফ্যাক্টর নয়', মুর্শিদাবাদের কর্মীদের আশ্বাস মমতার
author img

By

Published : Jan 21, 2021, 7:19 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: 2021-এর বিধানসভা নির্বাচনে মিম কোনও ফ্যাক্টর নয়। কোনও গুরুত্ব নেই আসাদুদ্দিন ওয়েইসির দলের। আজ তৃণমূল ভবনে মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে এভাবেই আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে জোরদার করতে কমিটি তৈরি করে দিয়েছেন তিনি।

মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু গত কয়েকদিনে বাংলার রাজনীতি অনেক খেলাই দেখেছে । সেই শুভেন্দু এখন বিজেপিতে । তাঁর দলবদলের পর মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি কেমন আছে, তা নিজে হাতে খতিয়ে দেখলেন তৃণমূল নেত্রী। আজ তৃণমূল ভবনে বৈঠক করে একে একে মুর্শিদাবাদ জেলার প্রত্যেক নেতার সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথাও মন দিয়ে শোনেন ।

সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় মিম প্রভাব ফেলতে পারে বলে কয়েকদিন ধরেই শুরু হয়েছে জোর চর্চা । কারণ মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ঘোষণা করেছিলেন, মুর্শিদাবাদের প্রতিটা কেন্দ্রে প্রার্থী দেবে তাঁর দল। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। এদিনের বৈঠকে মিমের গুরুত্বকে নস্যাৎ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় কর্মীদের আশ্বস্ত করে তাঁর নির্দেশ, ''আপনারা নিশ্চিন্তে কাজ করুন। মিম কোনও প্রভাব ফেলবে না। কোনও গুরুত্ব নেই মিমের।''

আরও পড়ুন: নন্দীগ্রামে 50 হাজারের বেশি ভোটে জিতবেন মমতা, দাবি আবু তাহেরের

এ ছাড়াও বিজেপি প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি উস্কানি ছড়াবে। কিন্তু তাতে কোনও প্রকার গুরুত্ব দেওয়া যাবে না। মুর্শিদাবাদে বিজেপি 3 নম্বর হবে। দলের বিধায়কদের উদ্দেশে তৃণমূল নেত্রীর পরামর্শ, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজের নিজের এলাকায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে।

সংগঠনকে মজবুত করতে পাঁচ জনের একটি স্টিয়ারিং কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে রয়েছে জাকির হোসেন, মহম্মদ সোহরাব, আবু তাহের, সুব্রত সাহা ও খলিলুর রহমান। আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 21 জানুয়ারি: 2021-এর বিধানসভা নির্বাচনে মিম কোনও ফ্যাক্টর নয়। কোনও গুরুত্ব নেই আসাদুদ্দিন ওয়েইসির দলের। আজ তৃণমূল ভবনে মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে এভাবেই আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে জোরদার করতে কমিটি তৈরি করে দিয়েছেন তিনি।

মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু গত কয়েকদিনে বাংলার রাজনীতি অনেক খেলাই দেখেছে । সেই শুভেন্দু এখন বিজেপিতে । তাঁর দলবদলের পর মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি কেমন আছে, তা নিজে হাতে খতিয়ে দেখলেন তৃণমূল নেত্রী। আজ তৃণমূল ভবনে বৈঠক করে একে একে মুর্শিদাবাদ জেলার প্রত্যেক নেতার সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথাও মন দিয়ে শোনেন ।

সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় মিম প্রভাব ফেলতে পারে বলে কয়েকদিন ধরেই শুরু হয়েছে জোর চর্চা । কারণ মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ঘোষণা করেছিলেন, মুর্শিদাবাদের প্রতিটা কেন্দ্রে প্রার্থী দেবে তাঁর দল। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। এদিনের বৈঠকে মিমের গুরুত্বকে নস্যাৎ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় কর্মীদের আশ্বস্ত করে তাঁর নির্দেশ, ''আপনারা নিশ্চিন্তে কাজ করুন। মিম কোনও প্রভাব ফেলবে না। কোনও গুরুত্ব নেই মিমের।''

আরও পড়ুন: নন্দীগ্রামে 50 হাজারের বেশি ভোটে জিতবেন মমতা, দাবি আবু তাহেরের

এ ছাড়াও বিজেপি প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি উস্কানি ছড়াবে। কিন্তু তাতে কোনও প্রকার গুরুত্ব দেওয়া যাবে না। মুর্শিদাবাদে বিজেপি 3 নম্বর হবে। দলের বিধায়কদের উদ্দেশে তৃণমূল নেত্রীর পরামর্শ, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজের নিজের এলাকায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে।

সংগঠনকে মজবুত করতে পাঁচ জনের একটি স্টিয়ারিং কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে রয়েছে জাকির হোসেন, মহম্মদ সোহরাব, আবু তাহের, সুব্রত সাহা ও খলিলুর রহমান। আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.