ETV Bharat / state

AIDWA Rally at Kolkata: মমতার বিরুদ্ধে কোমর বাঁধছে সিপিএমের মহিলা ব্রিগেড, প্রশ্নের মুখে ‘ইন্ডিয়া’ জোট - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

AIDWA Rally at Kolkata against Mamata Government: বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে একসঙ্গে রয়েছে সিপিএম ও তৃণমূল ৷ কিন্তু এই রাজ্যে তারা প্রতিপক্ষ ৷ তাই আগামী শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি নিয়েছে সিপিএমের মহিলা ব্রিগেড ৷ কিন্তু এতে ‘ইন্ডিয়া’ জোটের ঐক্য ধাক্কা খাবে না ? উঠছে প্রশ্ন ৷

AIDWA Rally at Kolkata
AIDWA Rally at Kolkata
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 5:26 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে 'প্রতিরোধ সমাবেশে'র ডাক দিয়েছে সিপিএমের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ৷ আগামী শুক্রবার, 8 সেপ্টেম্বর ওই সমাবেশ হবে ৷ সমাবেশের নেতৃত্ব দেবেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত ।

মালদা-সহ রাজ্যের একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়ে যিনি কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে প্রশ্ন তোলেন । আগামীতেও মমতার শাসনকালে বাংলার নারীদের অবস্থা কতটা 'সংকটজনক', তা তুলে ধরতে সিপিএমের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই কর্মসূচি নিয়েছে বলে জানা গিয়েছে । সেদিনের সমাবেশ থেকে বৃন্দা কারাত মমতার বিরুদ্ধে যে সরব হবেন, তা বলাই বাহুল্য ৷

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিক তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য কণীনিকা ঘোষ ইটিভি ভারতকে বলেন, "মমতার রাজত্বে রাজ্যে মহিলাদের কী করুণ অবস্থা । মালদা, বর্ধমান, জলপাইগুড়ি, হাঁসখালি জলজ্যান্ত উদাহরণ । সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শতাধিক মহিলা নিগ্রহ হয়েছেন । মহিলাদের বিবস্ত্র করা হয়েছে । মারধর, খুনের হুমকি তো অহরহ দেওয়া হচ্ছে । আমরা সেসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব । এই সমস্ত মহিলারা আগামী 8 তারিখ রানি রাসমণি অভিনিউয়ে রাজ্যের বাস্তব অবস্থা তুলে ধরবে ।’’

একই কথা বলেছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য জাহানারা খান ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "নানা সরকারি প্রকল্পের গল্প শোনান রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য কী উল্টো কথা বলছে ? রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ তলানিতে । কারণ, অপরাধের মূলে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী । এমনকি, বহুবছর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে তথ্য দেয় না মমতার সরকার ।"

আরও পড়ুন: বেআইনি বাজি কারখানার টাকা যায় কালীঘাটে, দাবি সেলিমের

কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে তৃণমূল তথা সরকার পক্ষ প্রচার করে ৷ সেই প্রসঙ্গ তুলে সিপিএমের মহিলা সংগঠনের প্রশ্ন, এক বছরে চার লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমল কেন ? সাড়ে আট হাজারের বেশি স্কুল বন্ধ হল ? এই বিপুল পড়ুয়া তো শুধু ছেলে নয়, লাখ লাখ মেয়েও আছে ।

তবে বাংলার রাজনীতির প্রেক্ষাপটে এ এক অতি সাধারণ ঘটনা ৷ কারণ, এখানে শাসক তৃণমূল৷ আর বিরোধী পরিসরে রয়েছে সিপিএম ৷ তাই তাদের মহিলা সংগঠন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামবে, সেটাই তো স্বাভাবিক ! কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপট থেকে বিচার করলে এই আন্দোলন একাধিক প্রশ্ন তুলছে ৷ বিজেপিকে হারাতে যে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছে, আদৌ প্রাসঙ্গিক হবে তো !

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের রাজ্য কমিটি, প্রদেশ কংগ্রেস নেতৃত্বও এক চুল জায়গা ছাড়তে নারাজ । রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও দিনরাত মমতা-অভিষেকের বিরুদ্ধে বিষোদগার করছেন । সমালোচনা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও । তাদের এই অবস্থান আরও জোরালো করেছে তুলেছে ‘ইন্ডিয়া’ জোটের অভ্যন্তরীণ সমঝোতার বিষয়টি ৷

আর এই বিষয়টিই উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যে ৷ তারা ইন্ডিয়া জোট নিয়ে বঙ্গের সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতা অভিযোগ আনছে । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যে যখন বিজেপি তৃণমূলকে এজেন্সি দিয়ে টার্গেট করছে, সেখানে সিপিএম ,কংগ্রেস ধেই ধেই করে নাচছে । দু মুখো সাপের রাজনীতি করছে এরা । কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে লক্ষ্য দেওয়া উচিত ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী যাদবপুর-কাণ্ডের তদন্ত প্রভাবিত করতে চাইছেন, অভিযোগ এসএফআই-এর

যদিও নারী সুরক্ষা নিয়ে সিপিএমের মহিলা নেত্রীরা এক সারিতেই বসাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ৷ কণীনিকা ঘোষ বলেন, ‘‘মোদি-মমতা জমানায় নারীরা যে বিন্দুমাত্র সুরক্ষিত নয় তা তুলে ধরা হবে ।" আর জাহানারা খান মণিপুরে মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভাইরাল ভিডিয়োর উদাহরণ টেনে দেশের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন । মণিপুরের ঘটনা আদতে দেশে নারীদের অবস্থান প্রকাশ পায় বলে তিনি দাবি করেছেন ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে 'প্রতিরোধ সমাবেশে'র ডাক দিয়েছে সিপিএমের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ৷ আগামী শুক্রবার, 8 সেপ্টেম্বর ওই সমাবেশ হবে ৷ সমাবেশের নেতৃত্ব দেবেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত ।

মালদা-সহ রাজ্যের একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়ে যিনি কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে প্রশ্ন তোলেন । আগামীতেও মমতার শাসনকালে বাংলার নারীদের অবস্থা কতটা 'সংকটজনক', তা তুলে ধরতে সিপিএমের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই কর্মসূচি নিয়েছে বলে জানা গিয়েছে । সেদিনের সমাবেশ থেকে বৃন্দা কারাত মমতার বিরুদ্ধে যে সরব হবেন, তা বলাই বাহুল্য ৷

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিক তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য কণীনিকা ঘোষ ইটিভি ভারতকে বলেন, "মমতার রাজত্বে রাজ্যে মহিলাদের কী করুণ অবস্থা । মালদা, বর্ধমান, জলপাইগুড়ি, হাঁসখালি জলজ্যান্ত উদাহরণ । সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শতাধিক মহিলা নিগ্রহ হয়েছেন । মহিলাদের বিবস্ত্র করা হয়েছে । মারধর, খুনের হুমকি তো অহরহ দেওয়া হচ্ছে । আমরা সেসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব । এই সমস্ত মহিলারা আগামী 8 তারিখ রানি রাসমণি অভিনিউয়ে রাজ্যের বাস্তব অবস্থা তুলে ধরবে ।’’

একই কথা বলেছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য জাহানারা খান ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "নানা সরকারি প্রকল্পের গল্প শোনান রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য কী উল্টো কথা বলছে ? রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ তলানিতে । কারণ, অপরাধের মূলে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী । এমনকি, বহুবছর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে তথ্য দেয় না মমতার সরকার ।"

আরও পড়ুন: বেআইনি বাজি কারখানার টাকা যায় কালীঘাটে, দাবি সেলিমের

কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে তৃণমূল তথা সরকার পক্ষ প্রচার করে ৷ সেই প্রসঙ্গ তুলে সিপিএমের মহিলা সংগঠনের প্রশ্ন, এক বছরে চার লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমল কেন ? সাড়ে আট হাজারের বেশি স্কুল বন্ধ হল ? এই বিপুল পড়ুয়া তো শুধু ছেলে নয়, লাখ লাখ মেয়েও আছে ।

তবে বাংলার রাজনীতির প্রেক্ষাপটে এ এক অতি সাধারণ ঘটনা ৷ কারণ, এখানে শাসক তৃণমূল৷ আর বিরোধী পরিসরে রয়েছে সিপিএম ৷ তাই তাদের মহিলা সংগঠন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামবে, সেটাই তো স্বাভাবিক ! কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপট থেকে বিচার করলে এই আন্দোলন একাধিক প্রশ্ন তুলছে ৷ বিজেপিকে হারাতে যে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছে, আদৌ প্রাসঙ্গিক হবে তো !

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের রাজ্য কমিটি, প্রদেশ কংগ্রেস নেতৃত্বও এক চুল জায়গা ছাড়তে নারাজ । রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও দিনরাত মমতা-অভিষেকের বিরুদ্ধে বিষোদগার করছেন । সমালোচনা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও । তাদের এই অবস্থান আরও জোরালো করেছে তুলেছে ‘ইন্ডিয়া’ জোটের অভ্যন্তরীণ সমঝোতার বিষয়টি ৷

আর এই বিষয়টিই উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যে ৷ তারা ইন্ডিয়া জোট নিয়ে বঙ্গের সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতা অভিযোগ আনছে । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যে যখন বিজেপি তৃণমূলকে এজেন্সি দিয়ে টার্গেট করছে, সেখানে সিপিএম ,কংগ্রেস ধেই ধেই করে নাচছে । দু মুখো সাপের রাজনীতি করছে এরা । কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে লক্ষ্য দেওয়া উচিত ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী যাদবপুর-কাণ্ডের তদন্ত প্রভাবিত করতে চাইছেন, অভিযোগ এসএফআই-এর

যদিও নারী সুরক্ষা নিয়ে সিপিএমের মহিলা নেত্রীরা এক সারিতেই বসাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ৷ কণীনিকা ঘোষ বলেন, ‘‘মোদি-মমতা জমানায় নারীরা যে বিন্দুমাত্র সুরক্ষিত নয় তা তুলে ধরা হবে ।" আর জাহানারা খান মণিপুরে মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভাইরাল ভিডিয়োর উদাহরণ টেনে দেশের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন । মণিপুরের ঘটনা আদতে দেশে নারীদের অবস্থান প্রকাশ পায় বলে তিনি দাবি করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.