ETV Bharat / state

AIDSO Agitation Against TMCP: 'টিএমসিপির'-র তোলাবাজির বিরুদ্ধে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল এআইডিএসও-র - তোলাবাজির বিরুদ্ধে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল

টিএমসিপির তোলা বাজির বিরুদ্ধে মিছিল এআইডিএসও-র ৷ রাজ্য জুড়ে এই ধিক্কার মিছিলের ডাক দিয়েছে এআইইডিএসও (All India Democratic Students Organization) ৷

AIDSO Agitation Against TMCP
ETV Bharat
author img

By

Published : Nov 13, 2022, 10:47 AM IST

Updated : Nov 13, 2022, 11:19 AM IST

কলকাতা, 13 নভেম্বর: সাগর দত্ত মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের তোলাবাজির বিরুদ্ধে সরব এআইডিএসও (AIDSO Agitation Against TMCP)৷ প্রতিবাদে গতকালের পর আজও রাজ্যজুড়ে ধিক্কার মিছিল করছে এআইডিএসও(All India Democratic Student Organization) ৷ এসএসসি-টেট চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে যে আন্দোলন চলছে তার উপর পুলিশি আক্রমণের প্রতিবাদ করেছে এআইডিএস (AIDSO)।

এ সব নিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি চন্দন সাঁতরা বলেন, "রাজ্যজুড়ে এমবিবিএস এবং বিডিএস-এর প্রথম বর্ষের অ্যাডমিশন শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষর মদতে তৃণমূল ছাত্র পরিষদেরর নেতাকর্মীরা সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াকে কুক্ষিগত করেছেন ৷ এমনকী জুলুমবাজি ও অনিয়ম করেছেন ৷ সাগর দত্ত মেডিক্যাল কলেজে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছ থেকে 3হাজার টাকার না বিনিময়ে অ্যাডমিশন ফর্ম বিলির অভিযোগ করেন । এর প্রতিবাদে এআইডিএসও AIDSO'র নেতৃত্বে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে এদিনের ধিক্কার মিছিলের ডাক দিয়েছে ৷’’

আরও পড়ুন: 'প্ররোচনায় পা দিয়েছেন অখিল, অন্যায় কথা বলেছেন', মন্তব্য কুণালের

সভাপতি জানান, তৃণমূলের ছাত্র পরিষদের তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর থেকেই এআইডিএসও-র ছাত্র-কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি এক্সাইড মোড়-সহ যোগ্য চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ ভূমিকাকেও কটাক্ষ করেন ৷ বিক্ষোভকারীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে শাসক দল ৷ মহিলা আন্দোলনকারীদের পুরুষ পুলিশ দিয়ে হেনস্থা তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। সেই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে এআইডিএসও (All India Democratic Student Organization) ।

কলকাতা, 13 নভেম্বর: সাগর দত্ত মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের তোলাবাজির বিরুদ্ধে সরব এআইডিএসও (AIDSO Agitation Against TMCP)৷ প্রতিবাদে গতকালের পর আজও রাজ্যজুড়ে ধিক্কার মিছিল করছে এআইডিএসও(All India Democratic Student Organization) ৷ এসএসসি-টেট চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে যে আন্দোলন চলছে তার উপর পুলিশি আক্রমণের প্রতিবাদ করেছে এআইডিএস (AIDSO)।

এ সব নিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি চন্দন সাঁতরা বলেন, "রাজ্যজুড়ে এমবিবিএস এবং বিডিএস-এর প্রথম বর্ষের অ্যাডমিশন শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষর মদতে তৃণমূল ছাত্র পরিষদেরর নেতাকর্মীরা সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াকে কুক্ষিগত করেছেন ৷ এমনকী জুলুমবাজি ও অনিয়ম করেছেন ৷ সাগর দত্ত মেডিক্যাল কলেজে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছ থেকে 3হাজার টাকার না বিনিময়ে অ্যাডমিশন ফর্ম বিলির অভিযোগ করেন । এর প্রতিবাদে এআইডিএসও AIDSO'র নেতৃত্বে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে এদিনের ধিক্কার মিছিলের ডাক দিয়েছে ৷’’

আরও পড়ুন: 'প্ররোচনায় পা দিয়েছেন অখিল, অন্যায় কথা বলেছেন', মন্তব্য কুণালের

সভাপতি জানান, তৃণমূলের ছাত্র পরিষদের তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর থেকেই এআইডিএসও-র ছাত্র-কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি এক্সাইড মোড়-সহ যোগ্য চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ ভূমিকাকেও কটাক্ষ করেন ৷ বিক্ষোভকারীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে শাসক দল ৷ মহিলা আন্দোলনকারীদের পুরুষ পুলিশ দিয়ে হেনস্থা তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। সেই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে এআইডিএসও (All India Democratic Student Organization) ।

Last Updated : Nov 13, 2022, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.