ETV Bharat / state

AICCTU Deputation 14 জন ছাঁটাই কর্মীকে পুনর্বহালের আশ্বাস পরিবহণ মন্ত্রীর - All India Central Council of Trade Unions

করোনাকালে সরকারি বাসে যাতায়াতকারী স্বাস্থ্য প্রশাসন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের যাতায়াতের জন্য 14 জনকে নিয়োগ করা হয়েছিল । পরে তাঁদের আগাম না জানিয়েই বরখাস্ত করা হয় । তাঁদের পুনর্বহালের দাবি জানায় অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (AICCTU Submits Deputation to Transport Minister) ৷

AICCTU Deputation
ছাঁটাই কর্মীদের পুনর্বহালের আশ্বাস পরিবহণ মন্ত্রীর
author img

By

Published : Aug 26, 2022, 10:57 PM IST

কলকাতা, 26 অগস্ট: শ্রম দফতরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 14 জন ছাঁটাইকর্মীকে কাজে ফিরিয়ে নিতে হবে ৷ এছাড়াও একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার এআইসিসিটিইউ (All India Central Council of Trade Unions)-এর অন্তর্ভুক্ত অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (All West Bengal State Transport Sangrami Shramik Karamchari Union)-এর পক্ষ থেকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় (AICCTU Submit Deputation to Transport Minister) ।

লকডাউনের সময় মূলত সরকারি বাসেই যাতায়াত করত স্বাস্থ্য প্রশাসন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারী ও আধিকারিকরা । তাই ওই সময় ক্যালকাটা ট্রাম কোম্পানির বাস চালাবার জন্য 14 জনকে নিয়োগ করা হয়েছিল । তবে তারপর পরিস্থিতি আবার স্বাভাবিক হতে আগাম সূচনা না দিয়েই এই 14 জনকে কাছ থেকে বরখাস্ত করা হয় । তাই এই 14 জনকে পুনর্বহালের দাবি জানায় সংগঠন ।

আরও পড়ুন: পাঁচলার ঘটনায় তদন্তের নির্দেশ পরিবহণ মন্ত্রীর

সংগঠনের সভাপতি দিবাকর ভট্টাচার্য বলেন, "আজ পরিবহণমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন । পরিবহণ শিল্পে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আমরা মন্ত্রীর কাছে তুলে ধরি । বিশেষ করে ট্রাম কোম্পানির জমি বিক্রি হয়ে যাওয়া এবং শহরের একাধিক ট্রাম রুট বন্ধ করে দেওয়ার বিষয়গুলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় । শেষে তিনি আমাদের আশ্বাস দেন যে, পুজোর আগেই ওই 14 জনকে পুনর্বহাল করা হবে । পাশাপাশি ট্রাম রুটের বিষয়েও তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ।"

এদিন অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (All West Bengal State Transport Sangrami Shramik Karamchari Union)-এর পক্ষ থেকে আরও কিছু দাবি-দাওয়া জানানো হয় ৷ তাদের অন্যান্য দাবিদাওয়াগুলি হল, অবসরপ্রাপ্ত সকল কর্মীদের গ্র্যাচুইটি ও পেনশন দিতে হবে ৷ এমনকী যে শতাধিক কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তাঁদের কাজে ফিরিয়ে নিতে হবে ৷ পরিবহণ শিল্পের দুর্নীতি সংক্রান্ত তদন্ত করারও দাবি জানানো হয় ।

কলকাতা, 26 অগস্ট: শ্রম দফতরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 14 জন ছাঁটাইকর্মীকে কাজে ফিরিয়ে নিতে হবে ৷ এছাড়াও একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার এআইসিসিটিইউ (All India Central Council of Trade Unions)-এর অন্তর্ভুক্ত অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (All West Bengal State Transport Sangrami Shramik Karamchari Union)-এর পক্ষ থেকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় (AICCTU Submit Deputation to Transport Minister) ।

লকডাউনের সময় মূলত সরকারি বাসেই যাতায়াত করত স্বাস্থ্য প্রশাসন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারী ও আধিকারিকরা । তাই ওই সময় ক্যালকাটা ট্রাম কোম্পানির বাস চালাবার জন্য 14 জনকে নিয়োগ করা হয়েছিল । তবে তারপর পরিস্থিতি আবার স্বাভাবিক হতে আগাম সূচনা না দিয়েই এই 14 জনকে কাছ থেকে বরখাস্ত করা হয় । তাই এই 14 জনকে পুনর্বহালের দাবি জানায় সংগঠন ।

আরও পড়ুন: পাঁচলার ঘটনায় তদন্তের নির্দেশ পরিবহণ মন্ত্রীর

সংগঠনের সভাপতি দিবাকর ভট্টাচার্য বলেন, "আজ পরিবহণমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন । পরিবহণ শিল্পে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আমরা মন্ত্রীর কাছে তুলে ধরি । বিশেষ করে ট্রাম কোম্পানির জমি বিক্রি হয়ে যাওয়া এবং শহরের একাধিক ট্রাম রুট বন্ধ করে দেওয়ার বিষয়গুলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় । শেষে তিনি আমাদের আশ্বাস দেন যে, পুজোর আগেই ওই 14 জনকে পুনর্বহাল করা হবে । পাশাপাশি ট্রাম রুটের বিষয়েও তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ।"

এদিন অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (All West Bengal State Transport Sangrami Shramik Karamchari Union)-এর পক্ষ থেকে আরও কিছু দাবি-দাওয়া জানানো হয় ৷ তাদের অন্যান্য দাবিদাওয়াগুলি হল, অবসরপ্রাপ্ত সকল কর্মীদের গ্র্যাচুইটি ও পেনশন দিতে হবে ৷ এমনকী যে শতাধিক কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তাঁদের কাজে ফিরিয়ে নিতে হবে ৷ পরিবহণ শিল্পের দুর্নীতি সংক্রান্ত তদন্ত করারও দাবি জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.