কলকাতা, 31 জানুয়ারি: বর্ধিত হারে মহার্ঘভাতা পাওনা বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ৷ এই সরকারি কর্মীদের মধ্যে রয়েছেন রাজ্যের হাজার হাজার পরিবহণ কর্মী ৷ তাই বকেয়া-সহ মহার্ঘভাতা প্রদানের দাবিতে এআইসিসিটিইউ এবং এর অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চারটি সংগঠন-সহ রাজ্য সরকারি কর্মচারীদের 28টি সংগঠনের 'সংগ্রামী যৌথ মঞ্চ' মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয় (DA protest in West Bengal) ।
অবিলম্বে বকেয়া-সহ মহার্ঘভাতা প্রদানের দাবিতে বিক্ষোভকারীরা এদিন ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল করে শহীদ মিনার ময়দানের ধরনা মঞ্চে সামিল হন । এআইসিসিটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন,"সুপ্রিম কোর্টে যে মামলাটি করা হয়েছে সেখানে সরকারি কর্মচারীদের কথা বেশি প্রাধান্য পাওয়া সত্ত্বেও এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না । কলকাতা হাইকোর্টের বকেয়া-সহ মহার্ঘভাতা মেটানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে । সরকারের পক্ষ থেকে বারে বারে বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ফারাক এখন 35 শতাংশ । তাই আর কোনও কারণ না দেখিয়ে অবিলম্বে সমস্ত সরকারি পরিবহণ কর্মীদের জন্য পেনশন চালু করতে হবে ও বকেয়া মহার্ঘভাতা প্রদান করতে হবে ৷"
আরও পড়ুন: বকেয়া মহার্ঘভাতার দাবিতে কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের, প্রভাব হাসপাতাল-স্কুলেও
এদিন দ্রুত বিভিন্ন শূন্যপদে নিয়োগের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা (WB Govt employees demand DA) ৷ এই দাবিদাওয়াগুলি পূরণ না-হলে ভবিষ্যতে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথেও যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ এই সভার মধ্য দিয়ে সিটিসি বাস ড্রাইভার ও কর্মচারী সমিতি, সিএসটিসি সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন নন পেন্সনার্স অ্যান্ড পেন্সনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই 'সংগ্রামী যৌথ মঞ্চে'র সঙ্গে যুক্ত হয় ৷