কলকাতা, 5 জানুয়ারি : বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হোক মোটেই চান না পুরুলিয়ার বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাত । অথচ তাঁকেই বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার কমিটিতে রাখা হয়েছে । এআইসিসির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জিতিন প্রসাদ, আসন বণ্টনে বামফ্রন্টের সঙ্গে আলাপ-আলোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন । সেই কমিটির মাথায় রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে । অধীর বিরোধী হিসেবে পরিচিত আবদুল মান্নান রয়েছেন সেই কমিটিতে । রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ নেপাল মাহাতকে রাকা হয়েছে সমন্বয় রক্ষা করার জন্য ।
আরও পড়ুন : লোক দেখানো, সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের আবেদন নিয়ে কটাক্ষ মান্নানের
ইতিমধ্যেই কংগ্রেসের অন্দরে চর্চা শুরু হয়েছে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে । আসন বণ্টনের সময় বাম-কংগ্রেস জোটে ফাটলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই । ঘনিষ্ঠ মহলে নেপাল মাহাত নাকি জানিয়েছেন, জোট না করে কংগ্রেস যদি এককভাবে লড়াই করে তাহলে ভালো ফল হবে । কংগ্রেস কর্মীরাই বামফ্রন্টের জোট প্রার্থীদের ভোট দেবে না বলে মত তাঁর ।
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সঙ্গে ঠান্ডা লড়াই চলছে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের । এককথায় জোটের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে । এআইসিসি তথা রাজ্যের পর্যবেক্ষক জিতিন প্রসাদ যতই কমিটি গঠন করুন, এ রাজ্যের কংগ্রেস নেতাদের সিংহভাগই বামফ্রন্টের সঙ্গে জোট করতে নারাজ । আসন বণ্টনের সময় চূড়ান্ত মতানৈক্য তৈরি হবে বলে আশঙ্কা করছেন তাঁরা ।