ETV Bharat / state

ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে ফসল বাঁচাতে সতর্কবার্তা কৃষি দপ্তরের - আমফান ঘূর্ণিঝড়

আজ সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আমফান ঘূর্ণিঝড়ের প্রকোপ নিয়ে রাজ্যের কৃষক সমাজকে আগেভাগেই সর্তক করল রাজ্যের কৃষি দপ্তর । সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর পরামর্শ দিয়েছে, মাঠের পাকা বোরো ধান অতি সত্বর কেটে ঝেড়ে গুদামজাত করতে হবে । প্রয়োজনে যন্ত্রের সাহায্য নিতে হবে ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : May 16, 2020, 10:15 PM IST

কলকাতা, 16 মে : আমফান ঘূর্ণিঝড়ের প্রকোপ নিয়ে রাজ্যের কৃষক সমাজকে আগেভাগেই সর্তক করল রাজ্যের কৃষি দপ্তর । কৃষিজাত পণ্য রক্ষা করতে রাজ্যের কৃষক সমাজ কী কী পদক্ষেপ নেবে তাও স্পষ্টভাবে জানিয়ে দিল সংশ্লিষ্ট দপ্তর । 19 মে'র আগে যেনতেন প্রকারে সমস্ত রকম সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া শেষ করার কথা বলা হয়েছে কৃষি দপ্তরের দেওয়া বিশেষ নির্দেশিকায় ।

সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর পরামর্শ দিয়েছে, মাঠের পাকা বোরো ধান অতি সত্বর কেটে ঝেড়ে গুদামজাত করতে হবে । প্রয়োজনে যন্ত্রের সাহায্য নিতে হবে । বাদাম, মুগ ডাল ইত্যাদি দ্রুত কেটে ঝেড়ে সুরক্ষিত জায়গায় গুদামজাত করতে হবে । তিল ও পাটের জমি থেকে যাতে দ্রুত জমে যাওয়া বৃষ্টির জল বের করে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে ।

সবজি ও অন্যান্য ফল ক্ষেত বিশেষত: পেঁপে, কলা জাতীয় ফল যেগুলো ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ফলগুলো যাতে ঝড়ে সহজে ভেঙে না পড়ে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে । সবজির জমিতে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে ‌।

প্রসঙ্গত, আজ সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । এই ঘূর্ণিঝড় প্রাথমিকভাবে উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে 17 মে পর্যন্ত এগোনোর পর উত্তর ও উত্তর-পূর্বমুখী হবে । আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী, এই নিম্নচাপ তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড় আকারে 19 বা 20 মে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে । এই সময় ঝড়ের গতিবেগ হবে 100 কিমি প্রতি ঘণ্টা । কৃষি দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখতে ।

কলকাতা, 16 মে : আমফান ঘূর্ণিঝড়ের প্রকোপ নিয়ে রাজ্যের কৃষক সমাজকে আগেভাগেই সর্তক করল রাজ্যের কৃষি দপ্তর । কৃষিজাত পণ্য রক্ষা করতে রাজ্যের কৃষক সমাজ কী কী পদক্ষেপ নেবে তাও স্পষ্টভাবে জানিয়ে দিল সংশ্লিষ্ট দপ্তর । 19 মে'র আগে যেনতেন প্রকারে সমস্ত রকম সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া শেষ করার কথা বলা হয়েছে কৃষি দপ্তরের দেওয়া বিশেষ নির্দেশিকায় ।

সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর পরামর্শ দিয়েছে, মাঠের পাকা বোরো ধান অতি সত্বর কেটে ঝেড়ে গুদামজাত করতে হবে । প্রয়োজনে যন্ত্রের সাহায্য নিতে হবে । বাদাম, মুগ ডাল ইত্যাদি দ্রুত কেটে ঝেড়ে সুরক্ষিত জায়গায় গুদামজাত করতে হবে । তিল ও পাটের জমি থেকে যাতে দ্রুত জমে যাওয়া বৃষ্টির জল বের করে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে ।

সবজি ও অন্যান্য ফল ক্ষেত বিশেষত: পেঁপে, কলা জাতীয় ফল যেগুলো ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ফলগুলো যাতে ঝড়ে সহজে ভেঙে না পড়ে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে । সবজির জমিতে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে ‌।

প্রসঙ্গত, আজ সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । এই ঘূর্ণিঝড় প্রাথমিকভাবে উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে 17 মে পর্যন্ত এগোনোর পর উত্তর ও উত্তর-পূর্বমুখী হবে । আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী, এই নিম্নচাপ তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড় আকারে 19 বা 20 মে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে । এই সময় ঝড়ের গতিবেগ হবে 100 কিমি প্রতি ঘণ্টা । কৃষি দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.