ETV Bharat / state

Agriculture Department Advisory : সপ্তাহ শেষে ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি, কৃষিজীবীদের জন্য অ্যাডভাইজারি জারি কৃষি দফতরের - Rain Forecasted End Of the Week Again

দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা জেলার জেলাশাসকদের সতর্ক করছে নবান্ন (Nabanna Warned DMs)। দ্রুত মাঠের ধান কেটে নেওয়ার পাশাপাশি আলুচাষিদের চারা লাগাতে নিষেধ করা হয়েছে ।

Agriculture Department Advisory
সপ্তাহ শেষে ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি, কৃষিজীবীদের জন্য অ্যাডভাইজারি জারি কৃষি দফতরের
author img

By

Published : Dec 3, 2021, 7:49 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর : সপ্তাহ শেষে রাজ্যে আবার বৃষ্টিপাতের ভ্রুকুটি (Rain Forecasted End Of the Week Again)। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ফের ভুগতে হতে পারে বাংলার কৃষকদের। অতিরিক্ত বৃষ্টির কারণে এ বছর এমনিতেই আলুর বীজ বপন করা হয়েছে দেরিতে । এই অবস্থায় আবারও বৃষ্টি আলু এবং সবজি চাষের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে । এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কৃষিজীবী মানুষদের জন্য অ্যাডভাইজারি জারি করল কৃষি দফতর (Agriculture Department Issued Advisory For Farmers)।

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) জানিয়েছেন, এ বছর বারবার বৃষ্টি মরসুমি চাষের প্রবল ক্ষতি করেছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আবারও সপ্তাহের শেষে প্রবল বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলায় । এই অবস্থায় দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা জেলার জেলাশাসকদের সতর্ক করছে নবান্ন । দ্রুত মাঠের ধান কেটে নেওয়ার পাশাপাশি আলুচাষিদের চারা লাগাতে নিষেধ করা হয়েছে ।

নবান্নের তরফে বলা হয়েছে, আলু বোনার কাজ এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে । পাকা ধান অবিলম্বে কেটে ফেলতে হবে । তৈলবীজ ও আলুর ক্ষেতে জল জমতে পারে, তাই নিকাশি ব্যবস্থা উন্নত রাখতে হবে । দ্রুত যাতে জমা জল বেরিয়ে যায় সেদিকে নজর দিতে হবে । পানের বরজ, পেঁপে, কলা বাগানে কী কী করণীয় তা নিয়েও একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে । মূলত নবান্নের তরফে জেলাশাসকদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মাঠের পাকা ধান দ্রুত কেটে, ঝেড়ে, গুদামজাত করতে হবে । প্রয়োজনে যন্ত্রের সাহায্যে তা করতে হবে । সবজি, তৈলবীজ, সরিষা কিংবা আলুর জমিতে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে । আলু বোনার কাজ সাত দিন পিছিয়ে দিতে হবে ।

আরও পড়ুন : South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের

পাশাপাশি সবজি ও অনান্য ফলের ক্ষেত বিশেষত পেঁপে, কলা জাতীয় ফসল-যেগুলো ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিকে রক্ষা করতে হবে । সবজির মাচা ও পানের বরজের জন্য শক্ত বাঁধনের ব্যবস্থা করতে হবে । আবহাওয়ার পরবর্তী বুলেটিনগুলির ওপর লক্ষ্য রেখে কৃষিজীবীদের ফসলের ক্ষেতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ নবান্নের তরফে দেওয়া হয়েছে ।

কলকাতা, 3 ডিসেম্বর : সপ্তাহ শেষে রাজ্যে আবার বৃষ্টিপাতের ভ্রুকুটি (Rain Forecasted End Of the Week Again)। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ফের ভুগতে হতে পারে বাংলার কৃষকদের। অতিরিক্ত বৃষ্টির কারণে এ বছর এমনিতেই আলুর বীজ বপন করা হয়েছে দেরিতে । এই অবস্থায় আবারও বৃষ্টি আলু এবং সবজি চাষের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে । এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কৃষিজীবী মানুষদের জন্য অ্যাডভাইজারি জারি করল কৃষি দফতর (Agriculture Department Issued Advisory For Farmers)।

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) জানিয়েছেন, এ বছর বারবার বৃষ্টি মরসুমি চাষের প্রবল ক্ষতি করেছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আবারও সপ্তাহের শেষে প্রবল বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলায় । এই অবস্থায় দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা জেলার জেলাশাসকদের সতর্ক করছে নবান্ন । দ্রুত মাঠের ধান কেটে নেওয়ার পাশাপাশি আলুচাষিদের চারা লাগাতে নিষেধ করা হয়েছে ।

নবান্নের তরফে বলা হয়েছে, আলু বোনার কাজ এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে । পাকা ধান অবিলম্বে কেটে ফেলতে হবে । তৈলবীজ ও আলুর ক্ষেতে জল জমতে পারে, তাই নিকাশি ব্যবস্থা উন্নত রাখতে হবে । দ্রুত যাতে জমা জল বেরিয়ে যায় সেদিকে নজর দিতে হবে । পানের বরজ, পেঁপে, কলা বাগানে কী কী করণীয় তা নিয়েও একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে । মূলত নবান্নের তরফে জেলাশাসকদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মাঠের পাকা ধান দ্রুত কেটে, ঝেড়ে, গুদামজাত করতে হবে । প্রয়োজনে যন্ত্রের সাহায্যে তা করতে হবে । সবজি, তৈলবীজ, সরিষা কিংবা আলুর জমিতে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে । আলু বোনার কাজ সাত দিন পিছিয়ে দিতে হবে ।

আরও পড়ুন : South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের

পাশাপাশি সবজি ও অনান্য ফলের ক্ষেত বিশেষত পেঁপে, কলা জাতীয় ফসল-যেগুলো ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিকে রক্ষা করতে হবে । সবজির মাচা ও পানের বরজের জন্য শক্ত বাঁধনের ব্যবস্থা করতে হবে । আবহাওয়ার পরবর্তী বুলেটিনগুলির ওপর লক্ষ্য রেখে কৃষিজীবীদের ফসলের ক্ষেতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ নবান্নের তরফে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.