কলকাতা, 3 ডিসেম্বর : সপ্তাহ শেষে রাজ্যে আবার বৃষ্টিপাতের ভ্রুকুটি (Rain Forecasted End Of the Week Again)। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ফের ভুগতে হতে পারে বাংলার কৃষকদের। অতিরিক্ত বৃষ্টির কারণে এ বছর এমনিতেই আলুর বীজ বপন করা হয়েছে দেরিতে । এই অবস্থায় আবারও বৃষ্টি আলু এবং সবজি চাষের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে । এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কৃষিজীবী মানুষদের জন্য অ্যাডভাইজারি জারি করল কৃষি দফতর (Agriculture Department Issued Advisory For Farmers)।
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) জানিয়েছেন, এ বছর বারবার বৃষ্টি মরসুমি চাষের প্রবল ক্ষতি করেছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আবারও সপ্তাহের শেষে প্রবল বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলায় । এই অবস্থায় দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা জেলার জেলাশাসকদের সতর্ক করছে নবান্ন । দ্রুত মাঠের ধান কেটে নেওয়ার পাশাপাশি আলুচাষিদের চারা লাগাতে নিষেধ করা হয়েছে ।
নবান্নের তরফে বলা হয়েছে, আলু বোনার কাজ এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে । পাকা ধান অবিলম্বে কেটে ফেলতে হবে । তৈলবীজ ও আলুর ক্ষেতে জল জমতে পারে, তাই নিকাশি ব্যবস্থা উন্নত রাখতে হবে । দ্রুত যাতে জমা জল বেরিয়ে যায় সেদিকে নজর দিতে হবে । পানের বরজ, পেঁপে, কলা বাগানে কী কী করণীয় তা নিয়েও একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে । মূলত নবান্নের তরফে জেলাশাসকদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মাঠের পাকা ধান দ্রুত কেটে, ঝেড়ে, গুদামজাত করতে হবে । প্রয়োজনে যন্ত্রের সাহায্যে তা করতে হবে । সবজি, তৈলবীজ, সরিষা কিংবা আলুর জমিতে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে । আলু বোনার কাজ সাত দিন পিছিয়ে দিতে হবে ।
আরও পড়ুন : South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের
পাশাপাশি সবজি ও অনান্য ফলের ক্ষেত বিশেষত পেঁপে, কলা জাতীয় ফসল-যেগুলো ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিকে রক্ষা করতে হবে । সবজির মাচা ও পানের বরজের জন্য শক্ত বাঁধনের ব্যবস্থা করতে হবে । আবহাওয়ার পরবর্তী বুলেটিনগুলির ওপর লক্ষ্য রেখে কৃষিজীবীদের ফসলের ক্ষেতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ নবান্নের তরফে দেওয়া হয়েছে ।