ETV Bharat / state

যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ অগ্নিমিত্রা পালের

author img

By

Published : Sep 20, 2019, 5:33 PM IST

Updated : Sep 20, 2019, 7:03 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অগ্নিমিত্রা পাল । গতকাল তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

অগ্নিমিত্রা পাল

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল । গতকাল তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পালও ৷ তখন SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

আজ বেলা 12টা 10 মিনিটে যাদবপুর থানায় আসেন অগ্নিমিত্রা ৷ সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার ও তাঁদের আইনজীবীরা ৷ যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ থানা থেকে বেরোনোর সময় অগ্নিমিত্রা বলেন, "আমাকে হেনস্থা করা হয়েছে । আমার শ্লীলতাহানি করা হয়েছে । আমাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে ৷ শারীরিকভাবে হেনস্থা করে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল । আমার জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছিল । রাজ্যপাল যদি না হস্তক্ষেপ করতেন, আমাদের হয়তো কাল মেরেই ফেলা হত ৷ এগুলিই অভিযোগপত্রে লিখেছি। " যদিও নির্দিষ্ট কারও নামে অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি ৷ তাঁর কথায়, "সব ছবি, ভিডিয়ো আছে ৷ সবাইও ছিলেন ৷ আলাদা করে আমি কারও নাম জানি না ৷ হাজার হাজার ছেলে কাল কীভাবে আক্রমণ করেছে দেখেছেন । তাদের কারও নাম জানা তো সম্ভব নয় । কিন্তু, আমাকে দেখালে হয়তো তাদের চিনতে পারব ।"

অভিযোগ দায়েরের পর অগ্নিমিত্রা পালের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

এদিকে, ABVP-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যাদবপুরের কলা বিভাগের ছাত্র ইউনিয়ন ৷ তাদের অভিযোগ, ইউনিয়ন রুমে ভাঙচুর চালিয়েছে ABVP ৷ চার নম্বর গেটের তালা ভেঙে হামলা চালানো হয়েছে ৷ ভেঙে দেওয়া হয়েছে ল্যাপটপ, প্রিন্টার ৷ সেজন্য আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে তারা ৷ পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করা হয়েছে ৷ পডু়য়াদের বক্তব্য, দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও খবর : "বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল । গতকাল তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পালও ৷ তখন SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

আজ বেলা 12টা 10 মিনিটে যাদবপুর থানায় আসেন অগ্নিমিত্রা ৷ সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার ও তাঁদের আইনজীবীরা ৷ যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ থানা থেকে বেরোনোর সময় অগ্নিমিত্রা বলেন, "আমাকে হেনস্থা করা হয়েছে । আমার শ্লীলতাহানি করা হয়েছে । আমাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে ৷ শারীরিকভাবে হেনস্থা করে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল । আমার জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছিল । রাজ্যপাল যদি না হস্তক্ষেপ করতেন, আমাদের হয়তো কাল মেরেই ফেলা হত ৷ এগুলিই অভিযোগপত্রে লিখেছি। " যদিও নির্দিষ্ট কারও নামে অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি ৷ তাঁর কথায়, "সব ছবি, ভিডিয়ো আছে ৷ সবাইও ছিলেন ৷ আলাদা করে আমি কারও নাম জানি না ৷ হাজার হাজার ছেলে কাল কীভাবে আক্রমণ করেছে দেখেছেন । তাদের কারও নাম জানা তো সম্ভব নয় । কিন্তু, আমাকে দেখালে হয়তো তাদের চিনতে পারব ।"

অভিযোগ দায়েরের পর অগ্নিমিত্রা পালের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

এদিকে, ABVP-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যাদবপুরের কলা বিভাগের ছাত্র ইউনিয়ন ৷ তাদের অভিযোগ, ইউনিয়ন রুমে ভাঙচুর চালিয়েছে ABVP ৷ চার নম্বর গেটের তালা ভেঙে হামলা চালানো হয়েছে ৷ ভেঙে দেওয়া হয়েছে ল্যাপটপ, প্রিন্টার ৷ সেজন্য আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে তারা ৷ পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করা হয়েছে ৷ পডু়য়াদের বক্তব্য, দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও খবর : "বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

Intro:কলকাতা, 20 সেপ্টেম্বর: আজ দুপুর 12:10 নাগাদ যাদবপুর থানায় এসে গতকালের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার ও তাঁদের আইনজীবী। অভিযোগ জানিয়ে বাইরে এসে অগ্নিমিত্রা পাল জানান,গতকাল তাকে হেনস্থা ও তাঁর শীলতাহানি করা হয়েছে। রাজ্যপাল এসে উদ্ধার না করলে তাঁদের মেরে ফেলা হতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জয়প্রকাশ মজুমদার জানান, ছাত্র বলে কাউকে ছেড়ে দেওয়া হবে না।


Body:অভিযোগ দায়ের করে বেরিয়ে এসে অগ্নিমিত্রা পাল বলেন, " আমি অভিযোগ জানিয়েছি। কালকে আমার সঙ্গে যেটা হয়েছে, আমাকে হেনস্থা করা হয়েছে। আমাকে শ্লীলতাহানি করা হয়েছে। আমার বিরুদ্ধে অ্যাবিউসিভ ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়েছে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে ফেলে দেওয়ার মতো ব্যাপার হয়েছিল। আমার কাপড় জামা ছিড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং শাড়ি ছিড়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে যিনি ছিলেন ইউনিয়ন মিনিস্টার বাবুল সুপ্রিয়, তাঁর উপরেও অতর্কিত আক্রমণ করা হয়েছে, তাঁর মাথায় মারা হয়েছে। আমাদেরকে বোধ হয় কালকে মেরেই ফেলা হতো যদি না মাননীয় রাজ্যপাল হস্তক্ষেপ করতেন। আমি এগুলোই আমার অভিযোগপত্রে লিখেছি। আমরা খুব কৃতজ্ঞ রাজ্যপালের কাছে, গভর্নর নিজে এসেছেন এবং আমাদের উদ্ধার করেছেন।" নির্দিষ্ট কারোর নামে কি অভিযোগ দায়ের করেছেন? অগ্নিমিত্রা পাল বলেন, "নামে কোনো অভিযোগ আমাকে করতে হবে না। সমস্ত ফটোগ্রাফ আছে, ভিডিও আছে, সবাই ছিলেন। আলাদা করে আমি কারো নাম জানি না। হাজার হাজার ছেলে কালকে কিভাবে অ্যাটাক করেছে দেখেছেন। তাদের কারোর নাম জানা তো সম্ভব নয়। কিন্তু, আমাকে দেখালে হয়তো আমি তাদের চিনতে পারবো।" জয়প্রকাশ মজুমদার বলেন, "আজকে আমরা এসে গতকালের যে ঘৃণ‍্য ঘটনা, সেই ঘটনায় আমি ও আমার সঙ্গে অগ্নিমিত্রা পাল এসেছিলেন। এখানে আমরা অভিযোগ দায়ের করে গেলাম। এই অভিযোগের কয়েকটা দিক আছে। প্রথমত, এটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা আলোচনার জায়গা ছিল। সেখানে বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পাল আমন্ত্রিত অতিথি বক্তা ছিলেন। আমি নিজে দীর্ঘদিন যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলাম, পড়াশোনা করেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরম্পরা তাতে সর্বমত প্রকাশের জায়গা রয়েছে, সেখানে গতকাল একটা আলোচনা ছিল। তাতে একদল দুর্বিনীত ছাত্র কী ছাত্র না আমরা জানি না, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন হয়েছে আল্ট্রা লেফ্ট, দেশবিরোধী শক্তির ঘাটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোতে যারা চার বছর আগে পাশ করে গেছেন, 10 বছর আগে পাশ করে গেছেন এবং এখনও হস্টেলে থাকেন। সেইসব লোকেরা নতুন ছেলেদের ব্রেন ওয়াশ করে। এই যারা থাকেন তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন তাড়াতে পারছে না, কেন তারা ঘাটি গেড়ে বসে আছে, তার উত্তর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তথা উপাচার্যকে দিতে হবে।" গতকালের ঘটনায় উপাচার্যকেই প্রত‍্যক্ষভাবে দায়ী করেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "কালকে কেন এতবড় ঘটনা গেলেও পুলিশ ডাকতে দ্বিধা করছিলেন, কীসের ভয়ে? আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যখন টিভিতে দেখছিলেন এই রকম ঘটনা ঘটছে, কেন তিনি পুলিশের বন্দোবস্ত করেননি? কেন গভর্নরকে আসতে হয়েছে? কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এবং সমাজের একজন প্রতিষ্ঠিত মহিলাকে বাচিয়ে যাদবপুর থেকে বার করার জন্য কেন গভর্নরকে আসতে হয়েছে? এখানে কাদের মদতে এতবড় আক্রমণ হল, এতোবড় নৃশংস জায়গা যাদবপুরে তৈরি হল, তার তদন্ত করে দোষীদের চিহ্নিতকরণ করতে হবে। ভারতের আইনব‍্যবস্থায় ছাত্র বলে কোনো ছাড় নেই। একজন ছাত্র যদি কোনও মহিলার শ্লীলতাহানি করে, একজন ছাত্র যদি কাউকে মার্ডার করার উদ্দেশ্যে আঘাত করে, তাদের জন্য ভারতের আইন ব‍্যবস্থা আলাদা নয়। যাদবপুরের চার দেওয়ালের মধ্যে থেকে তাঁরা যদি মনে করে তারা আইন ব‍্যবস্থার উর্ধ্বে, তাহলে তারা ভুল করছেন। তারা যদি ভারতবিরোধী অবস্থান নেয় তাহলে তারা আইনের উর্ধ্বে নয়। ভারতের আইন সকলের জন্য সমান। যাদবপুরের চার দেওয়ালের মধ্যে বসে তাঁদের এই বীরত্বের দিন শেষ হতে চলেছে।" গতকাল ABVP ক‍্যাম্পাসের বাইরে ছাত্রীদের উপর চড়াও হয় ও ইউনিয়ন রুম ভাঙচুর করে বলে অভিযোগ। সেই বিষয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, "এ হচ্ছে সাধারণভাবে জনরোষ। এটা ABVP-র নয়। যারা বলতে চাইছে, 'ভারতেরই টুকরে হোঙ্গে', আমাদের ভাইবোনেরা কেউ ভারতের টুকরো চাই না । তার এই জনরোষ তাদেরও বুঝতে হবে এবং তৃণমূল সরকারকেও বুঝতে হবে। নবান্নে বসে থেকে বা পার্থবাবু নিজের মনের মতন উপাচার্য তৈরি করে, দলদাস তৈরি করে, এইভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে আখড়া করবে রাজনীতির, সেটা চলবে না। সাধারণ মানুষ মেনে নিতে পারছে না।"


Conclusion:
Last Updated : Sep 20, 2019, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.