কলকাতা, 15 মার্চ: এসএলএসটি উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীরা প্রায় দু'বছর রাজপথে বসে ধরনা চালাচ্ছেন ৷ অন্যদিকে, গত 10 বছর ধরে ঠিক একইভাবে মাদ্রাসা কমিশনের যোগ্য প্রার্থীরা নিজেদের অধিকারের চাকরির জন্য লড়াই চালাচ্ছেন। তবে তাঁদের আন্দোলনে কোনও সাড়া না-মেলায় বুধবার আবারও পথে নামলেন তাঁরা। এদিন তাঁদের কালীঘাটে (Jobseekers Kalighat Abhijan) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁদের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। তবে হাজরা মোড়েই তাঁদের আটকে দেয় কালীঘাট থানার পুলিশ ৷
তাঁরা অভিযোগ করে যে, 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন 3 হাজার 183টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করে ৷ এই সংখ্যা 2016 পর্যন্ত আপডেট করার কথা ছিল। সেই হিসেবে শূন্যপদ হওয়ার কথা প্রায় 5 হাজার। এরপর 2018 সালে নিয়োগ করা হয়। কিন্তু কাদের নিয়োগ দেওয়া হল সেই বিষয় কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এই বিষয়ে, এদিন এবিষয়ে পাশ করা বঞ্চিত চাকরিপ্রার্থী তথা মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ সভাপতি মণিরুল ইসলাম বলেন, "2018 সালে প্যানেল লিস্ট প্রকাশ না-করে কাদের নিয়োগ করা হল কিংবা কতজনকে নিয়োগ করা হল মাদ্রাসা কমিশন কিছুই জানায়নি।"
তিনি আরও বলেন, "তবে পরে জানা যায় প্রায় 1 হাজার জনকে সুপারিশের ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। সেখানেও প্রচুর দুর্নীতি হয়েছে। পরীক্ষায় না-বসেই অনেকের চাকরি হয়েছে। কমিশনের নিয়োগ করা এমন দু'জন শিক্ষক ধরাও পড়েছে প্রায় দুই বছর বেতন নেওয়ার পর। কমিশনের কোনও নিয়ম মেনে নিয়োগ হয়নি। কি নিয়মে পরীক্ষা নেওয়া হয়েছে সেই প্রশ্নেরও উত্তর নেই কমিশনের আধিকারিকদের কাছে। দুর্নীতিতে ভরে গিয়েছে মাদ্রাসা কমিশন। আরটিআই (RTI) করে যেই তথ্যগুলি দেওয়া হয়েছে অ্যাকাডেমি ইভালুয়েশন 2010 গেজেট নিয়মের সঙ্গে সেগুলি মিলছে না। প্রত্যেকে বাড়িয়ে বাড়িয়ে নম্বর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'কুম্ভকর্ণ' সরকারকে জাগানোর প্রয়াস! গণ্ডি কেটে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
তাঁর কথায়, দীর্ঘ চার বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন করছে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু নিয়োগ অধরা। এসএলএসটি নিয়োগের সময় মাদ্রাসা শিক্ষামন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা সত্বেও এত দুর্নীতি আর বঞ্চনা কেন? হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে নিয়োগের। কিন্তু বারংবার প্রতিশ্রুতি সত্বেও নিয়োগ অধরা। দ্রুত নিয়োগ না-হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন নিয়োগ দিতে। এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। 14 অক্টোবর মন্ত্রী গোলাম রাব্বানি আশ্বাস দিয়েছিলেন দ্রুত নিয়োগ দেওয়া হবে। এখনও পর্যন্ত হল না। তাই আজ আবারও মুখ্যমন্ত্রীর বাড়ি কালিঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু চাকরি প্রার্থীদের হাজরা মোড়েই আটকে দেওয়া হয় আমাদের ।