ETV Bharat / state

হাজরা মোড়ে বিক্ষোভ SUCI-র, আটক বহু

হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল SUCI সমর্থকরা ৷ পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের আটক করে লালবাজার পাঠায় পুলিশ ।

বিক্ষোভ SUCI-র
বিক্ষোভ SUCI-র
author img

By

Published : Jan 8, 2020, 12:29 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : আজ দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল SUCI সমর্থকরা ৷ পরিস্থিতি সামাল দিতে তৎপরতা দেখাল পুলিশ ৷ বিক্ষোভকারীদের সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ অবশেষে, SUCI-প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর-সহ বেশিরভাগ বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তোলে পুলিশ ৷

হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে ধর্মঘটের সমর্থনে হাজরা মোড়ে জড়ো হয় SUCI সমর্থকরা ৷ সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তরুণ নস্কর বলেন, "বনধে সাড়া দিয়েছে মানুষ । ইশুকে সমর্থন করেছে সকলে । রাজ্য প্রশাসন বনধ ভাঙতে উদ্যোগ নিয়েছে ।"

হাজরা মোড়ে বিক্ষোভ SUCI-র

কার্যত হাজরা মোড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয় । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে খণ্ডযুদ্ধ । এরপর, বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তুলে লালবাজার পাঠায় পুলিশ ।

কলকাতা, 8 জানুয়ারি : আজ দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল SUCI সমর্থকরা ৷ পরিস্থিতি সামাল দিতে তৎপরতা দেখাল পুলিশ ৷ বিক্ষোভকারীদের সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ অবশেষে, SUCI-প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর-সহ বেশিরভাগ বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তোলে পুলিশ ৷

হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে ধর্মঘটের সমর্থনে হাজরা মোড়ে জড়ো হয় SUCI সমর্থকরা ৷ সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তরুণ নস্কর বলেন, "বনধে সাড়া দিয়েছে মানুষ । ইশুকে সমর্থন করেছে সকলে । রাজ্য প্রশাসন বনধ ভাঙতে উদ্যোগ নিয়েছে ।"

হাজরা মোড়ে বিক্ষোভ SUCI-র

কার্যত হাজরা মোড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয় । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে খণ্ডযুদ্ধ । এরপর, বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তুলে লালবাজার পাঠায় পুলিশ ।

Intro:কলকাতা, ৮ জানুয়ারি: বেশ কিছুক্ষণ যাবৎ হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল Suci। ধর্মঘটের সমর্থনে উত্তাল আন্দোলনের ফেটে পরলো তারা। ধর্মঘটেদের হঠাতে তৎপরতা দেখায় পুলিশ। পুরুষ ও মহিলা আন্দোলনকারীদের সঙ্গে চলে ধস্তাধস্তি। অবশেষে Suci এর প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর সহ বেশিরভাগ আন্দোলনকারীকে আটক করে গাড়িতে তোলে পুলিশ ।


Body:হাতে দলীয় পতাকা এবং ব্যানার নিয়ে ধর্মঘটের সমর্থনে হাজরা মোড়ে জড়ো হয় suci কর্মী-সমর্থকরা। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ইটিভি ভারতের কাছে তরুণ নস্কর দাবি করেন, "বনধে সাড়া দিয়েছেন মানুষ। ইশুকে সমর্থন করেছেন সকলে। রাজ্য প্রশাসন বনধ ভাঙতে উদ্যোগী হয়েছে।" হাজরা মোড়ে কার্যত পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাধে খণ্ডযুদ্ধ। Suci কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি করে অবরোধ ভাঙ্গে-পুলিশ। এরপর আন্দোলনকারীদের আটক করে গাড়িতে তুলে পাঠায় লালবাজারে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.