ETV Bharat / state

স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে সরকারি চিকিৎসকদের বিক্ষোভ

স্বাস্থ্য ভবনের সামনে বিকেল থেকে বিক্ষোভ দেখালেন সরকারি চিকিৎসকরা। তাঁরা অভিযোগ করেছে, MD ও MS কোর্সে ভরতি হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তাঁদের।

author img

By

Published : Apr 8, 2019, 11:53 PM IST

কলকাতা, 8 এপ্রিল : আজ বিকেল 4 টে থেকে অবস্থান শুরু করেছেন সরকারি চিকিৎসকরা। তাঁদের দাবি, তাঁরা MD ও MS কোর্সে ভরতি হওয়ার যোগ্য হলেও স্বাস্থ্যভবন থেকে তাঁদের অনুমতি দেওয়া হচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে তাঁদের এই অবস্থান-বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

MD ও MS-এর জন্য তাঁরা যোগ্য। কিন্তু তারপরেও কোর্সে ভরতি হওয়ার জন্য অনুমতি পাচ্ছেন না স্বাস্থ্য ভবন থেকে। এই 115 জন সরকারি চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT)-এর দ্বারস্থ হন। তাঁদের এই কোর্সে ভরতি হওয়ার অনুমতি দেয় SAT। অভিযোগ, গত 2 এপ্রিল SAT-এর এই নির্দেশের পরও ভরতির অনুমতি পাচ্ছেন না এই চিকিৎসকরা। তাই আজ বিকেল থেকে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এই সরকারি চিকিৎসকদের অনেকে।

যতজন সরকারি চিকিৎসক রয়েছেন, তার 10 শতাংশকে MD/MS-এ ভরতির অনুমতি দিতে পারে স্বাস্থ্য দপ্তর, এ কথা জানিয়ে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "10 শতাংশের হিসাবে এবছর 466 জন সরকারি চিকিৎসক MD অথবা MS কোর্সে ভরতির সুযোগ পাবেন। এদিকে, বিশেষজ্ঞ হতে এই কোর্সে ভরতির জন্য এবছর 431 জন সরকারি চিকিৎসক যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন। হিসাব অনুযায়ী এই সব চিকিৎসকই ভরতি হওয়ার অনুমতি পাবেন স্বাস্থ্য ভবন থেকে।" একইসঙ্গে তিনি বলেন, "কিন্তু, 237 জন সরকারি চিকিৎসককে MD অথবা MS-এ ভরতির জন্য অনুমতি দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের এই নির্দেশের বিরুদ্ধে 115 জন সরকারি চিকিৎসক SAT-এর দ্বারস্থ হয়েছিলেন। এই 115 জনকে MD অথবা MS-এ ভরতির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে SAT।"

সরকারি চিকিৎসকদের এই সংগঠনের কোষাধ্যক্ষ স্বপন বিশ্বাস বলেন, "SAT-এর এই নির্দেশ মানছে না স্বাস্থ্য ভবন।" অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগে এদিন স্বাস্থ্য অধিকর্তার কাছে এই সব সরকারি চিকিৎসকদের তরফে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

কলকাতা, 8 এপ্রিল : আজ বিকেল 4 টে থেকে অবস্থান শুরু করেছেন সরকারি চিকিৎসকরা। তাঁদের দাবি, তাঁরা MD ও MS কোর্সে ভরতি হওয়ার যোগ্য হলেও স্বাস্থ্যভবন থেকে তাঁদের অনুমতি দেওয়া হচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে তাঁদের এই অবস্থান-বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

MD ও MS-এর জন্য তাঁরা যোগ্য। কিন্তু তারপরেও কোর্সে ভরতি হওয়ার জন্য অনুমতি পাচ্ছেন না স্বাস্থ্য ভবন থেকে। এই 115 জন সরকারি চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT)-এর দ্বারস্থ হন। তাঁদের এই কোর্সে ভরতি হওয়ার অনুমতি দেয় SAT। অভিযোগ, গত 2 এপ্রিল SAT-এর এই নির্দেশের পরও ভরতির অনুমতি পাচ্ছেন না এই চিকিৎসকরা। তাই আজ বিকেল থেকে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এই সরকারি চিকিৎসকদের অনেকে।

যতজন সরকারি চিকিৎসক রয়েছেন, তার 10 শতাংশকে MD/MS-এ ভরতির অনুমতি দিতে পারে স্বাস্থ্য দপ্তর, এ কথা জানিয়ে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "10 শতাংশের হিসাবে এবছর 466 জন সরকারি চিকিৎসক MD অথবা MS কোর্সে ভরতির সুযোগ পাবেন। এদিকে, বিশেষজ্ঞ হতে এই কোর্সে ভরতির জন্য এবছর 431 জন সরকারি চিকিৎসক যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন। হিসাব অনুযায়ী এই সব চিকিৎসকই ভরতি হওয়ার অনুমতি পাবেন স্বাস্থ্য ভবন থেকে।" একইসঙ্গে তিনি বলেন, "কিন্তু, 237 জন সরকারি চিকিৎসককে MD অথবা MS-এ ভরতির জন্য অনুমতি দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের এই নির্দেশের বিরুদ্ধে 115 জন সরকারি চিকিৎসক SAT-এর দ্বারস্থ হয়েছিলেন। এই 115 জনকে MD অথবা MS-এ ভরতির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে SAT।"

সরকারি চিকিৎসকদের এই সংগঠনের কোষাধ্যক্ষ স্বপন বিশ্বাস বলেন, "SAT-এর এই নির্দেশ মানছে না স্বাস্থ্য ভবন।" অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগে এদিন স্বাস্থ্য অধিকর্তার কাছে এই সব সরকারি চিকিৎসকদের তরফে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

Intro:
Updated
কলকাতা, ৮ এপ্রিল: তাঁরা বিশেষজ্ঞ হতে চান। এর জন্য যোগ্য হিসাবেও বিবেচিত হয়েছেন। কিন্তু, স্বাস্থ্যভবন অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তাঁরা সরকারি চিকিৎসক। বিশেষজ্ঞ হওয়ার জন্য তাঁরা যাতে MD/MS-এ ভর্তি হতে পারেন, এবং স্বাস্থ্যভবন যাতে অনুমতি দেয়, সেই দাবিতে সোমবার বিকাল ৪ টে থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যভবনে, স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে তাঁদের এই অবস্থান-বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত, স্বাস্থ্য অধিকর্তার মৌখিক আশ্বাসের ভিত্তিতে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয় বিক্ষোভ।
Body:বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য MD/MS কোর্স করতে হবে। এই কোর্স করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন NEET-PG-র ভিত্তিতে। অথচ, ভর্তি হওয়ার অনুমতি পাননি স্বাস্থ্য দপ্তর থেকে, ১১৫ জন এমন সরকারি চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT)-এর দ্বারস্থ হন। এই ১১৫ জন যাতে MD অথবা, MS কোর্সে ভর্তি হতে পারেন, তা জানিয়ে দিয়েছে SAT। অভিযোগ, গত ২ এপ্রিল SAT-এর এই নির্দেশের পরেও, স্বাস্থ্যভবন থেকে ভর্তির অনুমতি পাচ্ছেন না এই চিকিৎসকরা। তাঁদের যাতে ভর্তির অনুমতি দেওয়া হয়, তার জন্য সোমবার বিকাল ৪টে থেকে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এই সরকারি চিকিৎসকদের অনেকে।

যত জন সরকারি চিকিৎসক রয়েছেন, তার ১০ শতাংশকে MD/MS-এ ভর্তির অনুমতি দিতে পারে স্বাস্থ্য দপ্তর। এ কথা জানিয়ে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "১০ শতাংশের হিসাবে এ বছর ৪৬৬ জন সরকারি চিকিৎসক MD অথবা, MS-এ ভর্তির সুযোগ পেতে পারেন। এ দিকে, বিশেষজ্ঞ হতে এই কোর্সে ভর্তির জন্য এ বছর ৪২৫ জন সরকারি চিকিৎসক যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন। হিসাব অনুযায়ী এই সব চিকিৎসকই ভর্তি হওয়ার অনুমতি পাবেন স্বাস্থ্য ভবন থেকে।" একইসঙ্গে তিনি বলেন, "কিন্তু, ২৩৭ জন সরকারি চিকিৎসককে MD অথবা, MS-এ ভর্তির জন্য অনুমতি দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের এই নির্দেশের বিরুদ্ধে ১১৫ জন সরকারি চিকিৎসক SAT-এর দ্বারস্থ হয়েছিলেন। এই ১১৫ জনকে MD অথবা, MS-এ ভর্তির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে SAT।" এই একই দাবির ভিত্তিতে পরে আরও ৬ জন সরকারি চিকিৎসক SAT-এর দ্বারস্থ হয়েছেন।
Conclusion:সরকারি চিকিৎসকদের এই সংগঠনের কোষাধ্যক্ষ স্বপন বিশ্বাস বলেন, "SAT-এর এই নির্দেশ মানছে না স্বাস্থ্য ভবন। এই ১১৫ জন সরকারি চিকিৎসক যাতে MD অথবা, MS-এ ভর্তির সুযোগ পান এবং স্বাস্থ্য ভবন যাতে অনুমতি দেয়, সেই দাবিতে এই অবস্থান বিক্ষোভ।" অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগে এদিন স্বাস্থ্য অধিকর্তার কাছে এই সব সরকারি চিকিৎসকদের তরফে স্মারকলিপিও পেশ করা হয়েছেবলে তাঁরা জানিয়েছেন।স্বপন বিশ্বাস বলেন, "মঙ্গলবার নতুন নির্দেশ ইস্যু করা হবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। কতজনকে ভর্তির সুযোগ দেবে স্বাস্থ্য ডাক্তার সেটা স্বাস্থ্য ভবন ঠিক করুক। তবে, আমরা আশা করছি, ১১৫ এবং ৬, এই ১২১ জনকে ভর্তির সুযোগ দেওয়া হবে। মঙ্গলবারের নোটিশ দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।" এই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "মঙ্গলবার নতুন নোটিশ ইস্যু করা হবে।" তবে, নতুন নোটিশে কতজনকে ভর্তির সুযোগ দেওয়া হবে, সেই বিষয়ে এ দিন রাত পর্যন্ত স্বাস্থ্যভবন কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানা গিয়েছে।
_____

WRAP-এ
ছবি:
wb_kol_8002_8april_docs_demand_7203421

ভিডিও:
wb_kol_8003_8april_docs_demand_7203421

wb_kol_8004_8april_docs_demand_7203421
____
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.