ETV Bharat / state

প্রথম স্থানাধিকারির ধর্মীয় পরিচয় প্রকাশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ

করোনা প্যানডেমিকে গতকাল ফলপ্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের ৷ এবছর প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের রুমানা সুলতানা ৷ গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড: মহুয়া দাস সাংবাদিক বৈঠকে ছাত্রীর নাম প্রকাশ করার সময় তাঁর ধর্মীয় পরিচয়কে উল্লেখ করেছেন ৷ এর প্রতিবাদে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দফতরের সামনে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হয় ৷

author img

By

Published : Jul 23, 2021, 6:35 PM IST

শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে বিক্ষোভ
শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে বিক্ষোভ

কলকাতা, 23 জুলাই : গতকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময় প্রথম হওয়া মুর্শিদাবাদের ছাত্রী রুমানা সুলতানার ধর্মীয় পরিচয়কেই বার বার উল্লেখ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড: মহুয়া দাস ৷ তার প্রতিবাদে আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দফতরের সামনে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হয়। মহুয়া দাসের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের আঁচ পেয়ে সংসদের দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ব্যারিকেড করে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এরপর মহুয়া দাসের গাড়ি যখন আসে তখন তাঁকে উদেশ্য করে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। এই বিষয় মহুয়াদেবী বলেন, "বেগম রোকেয়ার কথা ভেবে বলেছি। এই ছাত্রী আমাদের গর্ব। আমাদের সংসদের অলংকর। মেয়েটি যে শিক্ষার রত্ন সেই হিসাবে বলেছি। ওর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম ৷ সেই হিসাবে সাংবাদিকরা কিছু তথ্য জানতে চেয়েছিলেন ৷ আমি সেই তথ্যগুলি দিয়েছিলাম যাতে মেয়েটিকে তারা বুঝতে পারেন।"

আরও পড়ুন: পরীক্ষা না হলেও সরকারি মূল্যায়নে খুশি উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন যে, "উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস প্রথম স্থান অধিকারীর ধর্মীয় পরিচয়'কে বারবার উল্লেখ করেছেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে তার এই মন্তব্য ও মানসিকতাকে তীব্র ধিক্কার জানাচ্ছি ও তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে এবিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷ আমরা ওঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ই মেলের মাধ্যমে চিঠি পাঠিয়েছি।"

কলকাতা, 23 জুলাই : গতকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময় প্রথম হওয়া মুর্শিদাবাদের ছাত্রী রুমানা সুলতানার ধর্মীয় পরিচয়কেই বার বার উল্লেখ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড: মহুয়া দাস ৷ তার প্রতিবাদে আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দফতরের সামনে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হয়। মহুয়া দাসের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের আঁচ পেয়ে সংসদের দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ব্যারিকেড করে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এরপর মহুয়া দাসের গাড়ি যখন আসে তখন তাঁকে উদেশ্য করে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। এই বিষয় মহুয়াদেবী বলেন, "বেগম রোকেয়ার কথা ভেবে বলেছি। এই ছাত্রী আমাদের গর্ব। আমাদের সংসদের অলংকর। মেয়েটি যে শিক্ষার রত্ন সেই হিসাবে বলেছি। ওর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম ৷ সেই হিসাবে সাংবাদিকরা কিছু তথ্য জানতে চেয়েছিলেন ৷ আমি সেই তথ্যগুলি দিয়েছিলাম যাতে মেয়েটিকে তারা বুঝতে পারেন।"

আরও পড়ুন: পরীক্ষা না হলেও সরকারি মূল্যায়নে খুশি উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন যে, "উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস প্রথম স্থান অধিকারীর ধর্মীয় পরিচয়'কে বারবার উল্লেখ করেছেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে তার এই মন্তব্য ও মানসিকতাকে তীব্র ধিক্কার জানাচ্ছি ও তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে এবিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷ আমরা ওঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ই মেলের মাধ্যমে চিঠি পাঠিয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.