কলকাতা, 13 জুন : মাঝের সময়টা দেড় মাস । আবারও কোরোনা সংক্রমণ গার্ডেনরিচ থানায় । এবার আক্রান্ত ওই থানার এক গাড়িচালকের । তার জেরে নতুন করে আতঙ্ক ছড়াল গার্ডেনরিচ থানায় । চালক আক্রান্ত হওয়ায় ওই গাড়িতে সম্প্রতি যাঁরা উঠেছিলেন তাঁদের প্রত্যেককে কোয়ারানটিন করা হয়েছে বলে জানিয়েছেন DC পোর্ট ওয়াকার রাজা ।
মাস দেড়েক আগে কোরোনায় সংক্রমিত হয়েছিলেন গার্ডেনরিচ থানার OC । সেটাই ছিল কলকাতা পুলিশের প্রথম সংক্রমণের ঘটনা । তার জেরে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল । বদলি করা হয়েছিল OC-কে । নতুন OC-র দায়িত্বভার নিয়েছিলেন ময়ূখময় রায় । সেই ঘটনার পর পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে ছুটে গিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মা । তারপর হুগলি নদীর দিয়ে বয়ে গেছে অনেক জল। কলকাতা পুলিশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 250-এর কাছাকাছি । তবে এর মধ্যে সুস্থ হয়েছেন শতাধিক পুলিশ কর্মী । প্রগতি ময়দান, বউবাজার, বেলেঘাটা থানার OC-রা পরে সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন । কিন্তু এর মাঝে গার্ডেনরিচ থানায় নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেনি । যা ঘটল আবার ।
জানা গেছে, ওই পুলিশকর্মী হাওড়ার আন্দুল রোডের একটি সরকারি আবাসনে থাকেন। বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী এবং দুই ছেলে । তাঁদের হোম কোয়ারানটিন করা হয়েছে । আক্রান্তকে ভরতি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । ওই আবাসন এবং গার্ডেনরিচ থানা স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হয়েছে ।